নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন শ্রেণীর মানুষের সাথেই আমার কোনোনাকোনো ভাবে পরিচয় আছে|
এতে অপকার কিছুই নাই উপকার একটাই, অভিজ্ঞতা|
সেদিন হঠাৎ অফিসের সিকিউরিটি বলে, স্যার আপনার সাথে লেদু ভাই দেখা করতে চাচ্ছেন!!
তাৎক্ষণিক হাসিটা সামলে বললাম, একেবারেই লেদু নাকি হাটতে জানে ??
সিকিউরিটির ছেলেটি না বুঝেই বললো উনি হোন্ডায় আসছে|
যাক অতঃপর লেদু ভাই আমার সামনে, আমি প্রায় ত্রিশ সেকেন্ড তাকিয়ে দেখলাম লোকটি কিভাবে লেদু হয় !!
ইয়া তাগড়া ভুরি, একটা পলিশড টাক| নাহ কোনোভাবেই ইনাকে লেদু মনে হচ্ছে না|
আস্তে করে গলা খেকর দিয়ে বললাম, জী কি উপকার করতে পারি|
মুহূর্তেই লোকটি আবেগে আপ্লুত হয়ে বলে বসলো, 'স্যার আমাদের কাজ দেন| আমি অত্র এলাকার শ্রমিক সমিতির লিডার|'
কাজ দেন কথাটি শুনে চট করে আমার বউয়ের কাজের বুয়ার কথা স্বরণ হয়ে গেলো| আমিও আবেগ সামলাতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম একটা কাজের বুয়া ম্যানেজ করে দিতে পারনে?
উত্তরে বললো, 'বাসাবাড়ী হইলে টাইম লাগবো, আর মেসের বুয়া রেডি আসে, লাগবো ??'
অনেকটা হকচকিয়ে বললাম, না থাক !!
বুঝলাম উনার নামের সাথে পেশা একশো আশি ডিগ্ৰী তে অবস্থানরত|
এই কাজের বুয়া খোঁজার জন্য যে রাস্তার কতো ফকির কে আমি টাকা দিয়েছি বিশ্বাস করবেননা|
মনে মনে খুঁজি ফকির কৈ?? দুইটা টাকা দিবো আর জিজ্ঞেস করবো, এই বাসাবাড়িতে কাজ করবে?? অনেকেই উত্তর না দিয়ে টাকা নিয়ে চম্পট হয়ে যায়...
সেদিন তো একজন ক্ষেপে গিয়ে বলে দিলো, 'উল্টা আমার থাইক্কা একশো টেকা নেন তাও আল্লাহর দোহায় এমন অফার দিয়েন না !!'
বলেই রওনা দিলো বাটি হাতে নেক্সট কাস্টমারের খোঁজে|
বুঝলাম, বেগিং ইজ সাচ এ নোবেল প্রফেশন!!
ধরুন প্রতিদিন পাঁচশো লোকের থেকে গড়ে এক টাকা করে পেলেই মাস শেষে পনের হাজার টাকা| এমনকি এর জন্য আপনাকে পাঁচশো লোক এর সামনে যেতে হবে জরুরি না| কারণ কেউ কেউ পাঁচ টাকা দশ টাকা দিয়েও ডেইলি টার্গেট কাস্টমারের রেশিও কমিয়ে দিচ্ছে| ভেবে দেখুন তাহলে প্রফিট মার্জিন কি রকম!!
যাক লেদু প্রসঙ্গে আসি, জিজ্ঞেস করলাম, 'আচ্ছা লেদু ভাই, আপনার শ্রমিকেরা কি কি করে ??'
- রিক্সা চালায়, ভ্যান চালায়, ভাতের হোটেল এ কাম করে, এইতো স্যার!!
গুড, গুড !! তারমানে তারা শ্রম দিয়ে উপার্জন করছে|
ওকে, আমি আপনাকেই কাজ দিবো, কিন্তু একটা শর্তে| আপনাকে অত্র এলাকা থেকে পরিপূর্ণ হাত পা ওয়ালা দশজন ফকির নিয়ে নতুন আর একটা টিম বানাতে হবে, যারা আমার এখানে কাজ করবে ডেইলী বেসিস, রাজী| নো প্রব্লেম তারা ন্যায্য পারিশ্রমিক ও পাবে|
লেদু মিয়া একটু টেনশন এ পরে গেলো ...
বলে, 'স্যার আপনার উদ্দেশ্য ভালো বুঝতাসি, কিন্তু এতো ফকির ম্যানেজ করা মুশকিল!! তারপরেও কইসেন আমি দেহি... সামনে সপ্তাহে রিপোর্ট দিমুনে|'
আমার বিশ্বাস লেদু পারবে, নয়তো লিডার হয়েছে কেন??
এবং আমার এও বিশ্বাস আরো দশজন মানুষ সামনে সপ্তাহ থেকে শ্রমের বিনিময়ে খাবে !!
কোনো নোবেল প্রফেশনের অপেক্ষায় থাকবেনা।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
Rehan বলেছেন: জী, ছোটোখাটো বেসরকারি কোম্পানিতে লজিস্টিক বিভাগে. ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ধরণের কাজ করছেন?