নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট এবং মোটিভেশন

১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:৫৮

আজ থেকে আরো পনেরো বিষ বচ্ছর পর ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটা মোটিভেশনের বিষয়বস্তু হতে পারে বিশ্বের আর সমস্ত দেশ বা জাতির কাছে, যাদের কাছে ক্রিকেট সভ্যতা এখনো পৌঁছায়নি|
এক সময় অনেক জাতি তাদের ইয়ং জেনারেশানদের আঙ্গুল দিয়ে বলবে দেখো একটি দেশ ছিল যারা প্রতিটি ম্যাচেই কিছু না কিছু শিখতো, ওয়ার্ল্ড কাপ ছিল তার পাঠশালা, আর বি পি এল ছিল কোচিং সেন্টার...
সম্মান জনক হার ও যে একটা পদবী এটা এ দেশেরই আবিষ্কার, সেই সম্মান জনক হার থেকে কেমনে লড়াকু হার এ নিয়ে পৌঁছেছিল সেটাও এক একটা এচিভমেন্ট !! ইতিহাস !!
- বাচ্চারা অবাক হয়ে বলবে WOW!!

[গল্প এগিয়ে যাবে ... হাজার বছরের গল্প !!]

টানা 40 বছর খেলেও তারা কোনোই ট্রফি নেই নি| এ এক অবিশাস্য আত্মত্যাগ, ধর্যের চরম অগ্নি পরীক্ষা|
তারপরও তারা ক্ষিপ্ত হয়ে ব্যাট বা বল ছুড়ে ফেলেনি, ক্রিকেট কে আগলে নিয়েছে জীবন ও জীবিকার তাগিদে...
ক্রিটেকটে ভালোবেসে বাঘ নাম এফিডেভিট করে হয়েছে সাপ... তারপরে সাপের পাঁচ পা..... থুক্কু !!

সব বাধা অতিক্রম করে শুধু আই ছি ছি ট্রফিটা এনেছিল বি ছি ছি র অফিস আলমারিতে....
সেটা এখনো আছে ... লোহার ট্রফি তবু ঘুনে খেয়ে গেছে |
সব দেখেছে তারা তাও মুখ বুজে সহ্য করে গেছে, জিতেনি কোনো ট্রফি শুধু অন্যের কথা চিন্তা করে, পাছে প্রতিপক্ষ কষ্ট না পায়...

- বাচ্চারা, জানো তাদের এই প্রতিদান বৃথা যায়নি, তাদের অসীম ধর্যের উদহারণ দেখে রাজ্যের রানী তাদের খাজনা মৌকুফ করে দিয়েছিলো, সাথে উপঢৌকন হিসেবে দিয়েছিলো ক্ষেতের ও ভিটার জমি, তারপর স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তো আছেই |

- বাচ্চারা অবাক হয়ে বলবে WOW!!

কাজেই, বলতো বাচ্চারা এই ইতিহাসের গল্প থেকে আমরা কি শিখলাম ??
হ্যাঁ, dont give up !!
সাফল্য আসবেই...

ব্যাক বেঞ্চার এক বাচ্চা বলে বসলো, "সাফল্য কার ??"
অমনি ছুটির ঘন্টা বেজে বসবে...
ক্লাস শেষ !!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ টাইগার বা বাঘ নামেই ক্রিকেট অঙ্গনে পরিচিত ছিল | হটাৎ দিক হারিয়ে নাগিন হয়ে গেলো কেন তা এখনো আমার বোধগম্য হচ্ছে না | মিডিয়াগুলোও কেন নাগিন কন্যাদের নাচে যোগ দিলো তাও রহস্যময় | বাঘের ইমেজ থেকে নাগিনের স্ট্যাটাসে নেমে আসা কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয় | এখনো সময় আছে সবার এই কুৎসিত নাগিনের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার | বাংলাদেশ ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করুক এবং বাঘের মতো আবারো গর্জে উঠুক সর্বান্তকরণে এই কামনায় করি |

২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: বাংলাদেশের ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং ছিল। শেষ বলের আগে কেউ ভাবতেউ পারেনি যে ভারত জিতবে। অসাধারন প্রচেষ্টা।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: হেরে যাওয়াটা খুব দুঃখজনক।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

বারিধারা ৩ বলেছেন: স্বামীজির সঙ্গে পূর্ণ সহমত। নাগিন ড্যান্স জাতি হিসেবে আমাদের স্ট্যাটাসকে অনেক নীচে নামিয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.