নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

সংবিধিবদ্ধ সতর্কীকরণ, টাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !!

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

হঠাৎ একটা ভারী কি যেন ভেঙে পড়লো, ব্যাস আমার মাটির ঘরটা ভেঙে গেলো।
ছড়িয়ে ছিটিয়ে পড়লো একেক জন একেক দিকে।
ভাই বেরাদার গুলোকে আর খুঁজে পাচ্ছিনা, মুহূর্তেই গায়েব !!
আমাকেও ছোঁ মেরে নিয়ে গেলো একটা মোটা শুয়োরে !!
সোজা গিয়ে আমাকে দিয়ে দিলো দোকানদারের কাছে। শুধু দুটো সিগারেট খাবে বলে।

- ভাই আস্তে !! এহ ! কি করেন আপনার হাতে তো তেল লেগে আছে, প্লিজ আমাকে ধরবেননা|
এহহে দিলেন তো ভরিয়ে !! উফফ তাও আবার কেরোসিন তেল !! এ গন্ধ যাবে না .।
- ধ্যাৎ !!দিন টাই মাটি !!

- সকাল হয়ে গেছে?? (হাই তুলতে তুলতে )
এমা হয়নিতো !!
এতো ভোর...
আরে মিয়া আমারে টানেন কেন?? না আমি যাবোনা ওর সাথে... দেখেন প্লিজ !!
আরে ও তো পাউরুটি ওয়ালা... এহহে !! কি বিচ্ছিরি তার গায়ের গন্ধ !!
একটা ঘামের চ্যাটচ্যাটানি লাগলো এই সাত সকালে আমার গায়ে !!

আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!

- ও পাউরুটি ওয়ালা ভাই তোমার নাম কি হে?? এমা ছেমড়া শক্ত করে আছে দেখি, কথা বলেনা...

নিয়ে আমায় সোজা একটা পানির ডালাতে ফেলে দিলো !! কি অমানবিক আচরণ??

- আরে এতো মাছের ডালা !!
কে কোথায় আছিস ভাই শিগগির আমারে তুল, মাছের আঁশটে গন্ধ আর নিতে পারছিনা !!

আঃ যাক জীবনটা বাঁচাইলেন !!
আপনাকে ধন্যবাদ দিয়ে আর আর ছোট করবোনা হে মাছ ওয়ালা মামা !!
কিন্তু ওমা করেন কি?? করেন কি??
আমারে কৈ নিয়ে ঢুকান?? ভাই আমাকে আপনার তলপেটের নিচে না গুঁজে রাখলে হয়না??
জায়গাটা সুবিধার না !! আমার ধন্যবাদ ফিরায় দেন !!

আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!

- যাক অবশেষে আপনার দয়া হয়েছে আপনি আমাকে মুক্তি দিলেন...
কিন্তু তাই বলে একটা মেথরের কাছে???
ওই বেটার দুই হাত ভরা ঘা আর পঁচড়া কেমনে আমাকে নিয়ে তার পঁচড়ার উপর ডলা দিলো দেখছিলেন??
নাহ তা দেখবেন কেন?? আপনার তো স্বার্থ হাসিল...

- ও মেথর ভাই তোমার হাতে ঘাউ থাকলেও দিলে ঘাউ নাই মনে হয় !! আমারে একটু ভালো মতো রাইখো...

কারে কি বলি??? মেথরের কুত্তাটা দেখি সমানে আমারে চাটতাসে !!

- এই শিগগির আমারে বিদায় কর ভাই আর নিতে পারতেসিনা !!

'আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!'
.
.
.
.

(..... এতো রোগ জীবাণু ময়লা আর নিতে না পেরে সে মূর্ছা গেছে !!

এখন সে কোথায় কেউ জানেনা !!
একটু খুঁজে দেখেন তো আপনার ই শার্ট কিংবা প্যান্টের পকেটে তার ঠাঁয় হয়েছে নিশ্চয়!!

আপনিও এত্তোগুলো রোগ জীবাণুর বাহক হতে যাচ্ছেন প্রতিনিয়ত!! আপনিও মূর্ছা যেতে পারেন যেকোনো সময়ে....)

সারমর্ম : টাকা পয়সা স্পর্শ করার পরে হাত ভালোভাবে ধুতে ভুলবেননা অবশ্যই !!

মনে রাখবেন একটি ভুল এখন সারা জীবনের কান্না নয়, একটি ভুল মানে ঐটাই শেষ আর সুযোগ পাবেন না.... :p

কারন, money is the only thing which Is both valuable and dirty in this way...


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখার প্লট এবং উপস্থাপনা দুইটাই খুব সুন্দর ছিল।
ভালো লাগলো পড়ে।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D :D

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: বাহ!!!

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: বাহ!!!

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: শুনেছি টয়লেটে নাকি এত জীবানু থাকে না; যতটা টাকায় থাকে ;)

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

Rehan বলেছেন: কথা সত্য !!

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখিত। বেশী ভাল লাগেনি। তবে সামনে ভাল কিছু হবে আশা করি...

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৮

Rehan বলেছেন: জী ধন্যবাদ !! আইসক্রিম বিক্রেতা হতে দেরি আছে আমার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.