নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

জীবন জট!!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

মোখলেশ সাহেব ঢাকা শহরে ৩৫ বচ্ছর বৈবাহিক ও চাকুরী জীবন কাটিয়ে মারা গেলেন ৬৫ বচ্ছর বয়সে।উনার আমলনামার হিসাব হচ্ছে।
ফলাফল গোল শুন্য ড্র। মানে পাপ এবং পূন্য সমান সমান। চূড়ান্ত নির্ধারনীর জন্য এক্সট্রা টাইম মাস্ট। উপাত্ত হিসেবে মাননীয় বিচারক বেছে নিলেন উনি নিজ পরিবারকে কতটা সময় দিয়েছেন তা বিবেচনায় ৫০% হলেই পাস।
টুট... টুট...টুট... [হিসাব চলছে]
মোট সংসার জীবন ১২,৬০০ দিন।(প্রায় ৩৫ বচ্ছর)
মোট অফিস টাইম ৪,৭২৫ দিন।(৯ ঘন্টা প্রতিদিন
-----------------------------------------------------
বিয়োগফল ৭,৮৭৫ দিন। (৬২% ⬆️)
[মোখলেশ সাহেব মোটামুটি খুশি...] হিসাব চলছে...
অতএব, মোট পারিবারিক সময় ৭,৮৭৫ দিন।
এবং পরিবারে মোট অনুপস্থিতি ২,৬২৫ দিন।
-----------------------------------------------------
সুতরাং, সর্বমোট পারিবারিক উপস্থিতি ৫,২৫০ দিন।
যাহা পুরো সংসার জীবনের ৪২%⬇️
ফলাফলঃ অকৃতকার্য।
পুনশ্চঃ
মোখলেশ সাহেব দোজখে বইসা বিকারে বিড়ি টানতাসে আর ভাবতাসে, শালার এই ৩৫ বচ্ছরে ২,৬২৫ দিন তাইলে ছিলাম কই??
এমন সময় দুনিয়া থাইক্ক্যা এক শালার পুত চিল্লাইতাসে,"ওস্তাদ, বামে প্লাস্টিক।"

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

কামাল১৮ বলেছেন: ছবি দেখে মনে হয় জ্যামে আটকা ছিলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩

Rehan বলেছেন: উত্তর সঠিক! আপনার জন্য উপহার হিসেবে থাকছে কেয়ার বনের বিশুদ্ধ বাতাসের শুভেচ্ছা। :-)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় একাধিক পোস্ট না করাই ভালো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

Rehan বলেছেন: দুঃখিত! বুঝতে পারিনি। আর একবার বুঝিয়ে বলবেন প্লিজ!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রানার ব্লগ বলেছেন: জ্যামেই আমরা ছোট থেকে বড় হয়ে বৃদ্ধ হয়ে মরে যাচ্ছি।

★ প্রথম পাতায় একটা পোস্ট থাকা অবস্থায় অন্য আর একটা পোস্ট না দেয়াই উচিৎ ও উত্তম এতে অন্যদের সুবিধা হয়। এটাই আইন ও নিয়ম এই ব্লগে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

Rehan বলেছেন: ধন্যবাদ ভাই। ব্যাপারটা খেয়াল করিনি। পরবর্তীতে অবশ্যই সচেতন হবো।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝিনি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

Rehan বলেছেন: ভাই! ইহা রাজধানীর মানুষের জীবন জটের পাটিগণিত হিসাব মাত্র।
বীজগণিত এবং জ্যামিতি তো বাকি আছে।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

নীল আকাশ বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

Rehan বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.