নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

স্বার্থের বেডরুম !!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৭

কেউ যখন মহাকাশে থাকে তখন তার মনে জাগে পৃথিবীপ্রেম।
কেউ ইউরোপে বা আফ্রিকায় থাকলে তার জাগে এশিয়া প্রেম।
আর যখন এশিয়ার মধ্যে প্রতিযোগিতা বা প্রীতির ব্যাপার চলে আসে তখন জাগে দেশপ্রেম। এখানেই শেষ নয়।
দেশের ভিতর থাকে নিজ নিজ জেলার প্রতি পক্ষপাতিত্ব।
তারপর থানা, তারপর গ্রাম। গ্রামের ভিতর স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপার চলে আসলে, তারপর আসে নিজ বাড়ির প্রতি দূর্বলতা।
বাড়ি থেকে ঘরে। ঘরের মধ্যে ভাই-বোন বা তাদের নিজস্ব পরিবারের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার যখন আসে,
তখন যে যার রুমে গিয়ে আশ্রয় খোঁজে।
একেকটা বেডরুম তখন একেকটা দল।
সেই জন্যই বলে, সমস্ত প্রেম গিয়ে শেষ হয় বেড রুমে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: হুম! স্বার্থ টার্থ ভুলে বেডরুমে বউ এর সাথে প্রেম করুন

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: জাতিয়তা বোধ থেকে এসব আসে।জাতিয়তা বোধ ছাড়ুন,দেখবেন অন্য রকম ভাবতে শিখে গেছেন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: বাহ বেশ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১০

বিষাদ সময় বলেছেন: চমৎকার +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.