নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

দেশি সুপারম্যান

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

আমাদের কে চিনেন?
না চিনলে পুরান ঢাকা-বংশাল যান। দেখবেন ১ মিনিটে কিভাবে আস্ত বাইক ডিসআস্যাম্বল করে ফেলি।
এদেরকে চোর ভাববেন না। এটা দক্ষতা।
আবার, না চিনলে গাড়ি নিয়ে জিঞ্জিরা গিয়ে পার্ক করে রাখুন। দেখবেন ৫ মিনিটে কিভাবে আপনার গাড়ির চেসিস ছাড়া বাকি সব হারিয়ে যায়। এদেরকে পুলিশে দিবেন না। এটা এদের দক্ষতা।
দক্ষতা কাজে লাগান। আরো একটা টাটা বা টয়োটার কারখানা দেশেই পেয়ে যেতে পারেন।
এখনো চেনেন নি তো। চিনবেন কিভাবে?
বলেন তো, র‍্যাবের ওয়েবসাইট হ্যাক করতে পারে ক'জন?
কি দিয়েছেন তাকে সিদ্ধ ডিম ছাড়া?
বরং তাকে বসায় দেন RAW আর ISI এর ওয়েবসাইট হ্যাক করতে। হয়তো করেও ফেলতো এতদিন। কিন্তু তা হয়নি।
আরো চিনবেন?
তাহলে ইন্দিরা রোডের প্রিন্টিং প্রেসে যান। দেখেন শুধু চোখে দেখে প্রশ্ন পত্র মনে রেখে তা ফাঁস করতে পারেন কিনা? পারবেন না।
কিন্তু ওই ছেলেটি পেরেছিল। জেলে না দিয়ে বরং তাকে দেশে পরিসংখ্যানের কাজ দিন। জনগনের হিসাব একদম ঠিক ঠিক পাবেন।
চিনে আর কি করবেন বলেন?
পদ্মা সেতুর নাট খুলা পাবলিক গুলো কে আইনের আওতায় এনে লাভ কি?
বরং এদেরকে চিনে রাখুন। কোয়ালিটি কন্ট্রোল বিভাগে বসিয়ে দিন। সেতু হস্তান্তরের সময় পায় টু পায় বুঝে নিবে দেখবেন।
পদ্মা সেতুতে জল ত্যাগ করা ছেলেটিরও দোষ নাই। হয়তো সেতুতে পানি নিষ্কাশন ঠিকঠাক আছে কিনা চেক করছিল!!!
জী, জাতি হিসেবে আমরা এমনি। একটু আবেগি, একটু কৌতুহলী, একটু বলধ, একটু মিচকা..... তো???
কিন্তু একটা কথা মনে রাখবেন। ভ্লাদিমির পুতিন ও যদি SU-57 জেট নিয়া আসে আমারা সেইটা নামাইয়্যা ডিসআস্যাম্বল করে ফেলবো ৫ মিনিটেই। টুকরা টুকরা করে ফেলবো শিওর। কিন্তু আসমান থাইক্ক্যা নামাবেন ক্যামনে এটা আপনাগো উপরমহলের ব্যাপার।
এতো দক্ষতা দেখার পরও যদি বাঙালীকে আপনি গালি দেন তবে আপনি আসলেও কামের লোক চিনেন না!!

রিমেম্বার ইট!!
"উই আর নট জাস্ট ব্লাডি সিভিলিয়ন।
উই আর এ ফা** এসেট।"

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

অক্পটে বলেছেন: ভালোই লিখেছেন। অন্যরকম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭

Rehan বলেছেন: ধন্যবাদ!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫

রানার ব্লগ বলেছেন: পরিসংখ্যন পর্যন্ত ঠিক ছিলো কিন্তু পদ্মা সেতুর নাট বল্টু খোলার সাথে কোয়ালিটি কন্ট্রলের সম্পর্ক কি । অবশ্য সে পদ্মা সেতুর নাট খোলে নাই সে খুলেছে সেতুর রেলিঙের নাট যা সাধারণত একটু ঢিলাই থাকে কম্পন সহ্য করার জন্য । আর যে প্রসাব করে আনন্দ পেয়েছে সে আসলে নিজেকে স্বান্তনা দিয়েছি পদ্মা সেতুতে আমি মুতে এসেছি ব্যাস । আপনার কথা মতো যে পদ্মা সেতুতে নামাজ পড়েছে তারে বায়তুল মোকাররমের ইমাম বানানো উচিৎ ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

Rehan বলেছেন: জী ভাই! আমার মতে আমাকেও প্রধানমন্ত্রী বানানো উচিৎ। বানাবেন নাকি? ;-)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: অন্যের ক্ষতি করা কোনো ভালো দক্ষতা নয়।
এদের ধরে চাবকানো দরকার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২২

Rehan বলেছেন: এক্ষেত্রে আমি আপনার সাথে একমত! এ সমস্ত নেগেটিভ মাইন্ডের লোকজনকে চাবকানো দরকার। :-)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭

শাওন আহমাদ বলেছেন: যথার্থ বলেছেন। তাদের এই অপরাধ গুলোকে ভালো কাজে রূপান্তর করা যেতে পারে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

Rehan বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! আপনি ব্যাপারটা বুঝেছেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

শেরজা তপন বলেছেন: 'ক্যাচ মি ইফ ইউ ক্যান' ~ সুপার জিনিয়াস একজন অপরাধীর গল্প! মুভিটা দেখে থাকলে ভাল- না থাকলে দেখে নিবেন।
অভাব,স্থান,কাল,পরিবেশ যে কারনেই হোক এরা অপরাধী- এসব অপরাধীদের পুরস্কৃত করলে অনেকেই অপরাধ করে প্রচার করতে চাইবে। তাছাড়া জিঞ্জিরা ধোলাইখালের যাদের কথা বললেন; এরা কাজ করতে করতে শিখেছে-এখানে এক্সট্রা ট্যালেন্টের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে এদের বেশীরভাগ অর্ধ শিক্ষিত বা অল্পশিক্ষিত, কোন সলিড প্রোডাকশন প্লান্টে এরা কাজের অযোগ্য!
'লর্ড অফ দ্যা ওয়ার' ছবিটা না দেখে থাকলে দেখবেন। আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলের অতি সাধারন মানুষ কিভাবে বিশাল একটা কার্গো বিমান কয়েক মিনিটে হাপিস করে দেয় দেখবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

Rehan বলেছেন: ভাই। আমার মনে হয় ডিগ্রী সব কিছুর যোগ্যতার মাপকাঠি হতে পারে না। এরকম অনেক ব কলম লোক দেখেছি যারা বিশাল বিশাল ব্যাবসা সামলায়। এখানে দুটো পয়েন্ট আছেঃ যারা শিক্ষিত, তাদের থেকে আশা করা যায় ভালো করবে। আবার নাও করতে পারে। আর যারা স্বশিক্ষিত তারা যা জেনেছে বা জানে তাই সবচেয়ে ভালো ভাবে করে। আমার মুদ্দা কথা হল ওইযে 'লর্ড অফ দ্যা ওয়ার' এর আফ্রিকার অতি সাধারন মানুষ যেভাবে বিশাল একটা কার্গো বিমান কয়েক মিনিটে হাপিস করে দেয় তা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার ও পারবে না সম্ভবত।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

নেওয়াজ আলি বলেছেন: নাট বল্টু খূলে দেখা ছেলে কিংবা এইসব কাজ করা লোকদের ভালো কাজে দিতে তাদের দলীয় পরিচয় খুজবে দেশ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০১

Rehan বলেছেন: এইটা তো সিস্টেমের সমস্যা। ওদের নয়!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯

নীল আকাশ বলেছেন: একদিক থেকে ঠিকই লিখেছেন। মেধার প্রকৃত মূল্যায়ণ এই দেশে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.