নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

অফার !! অফার!! অফার!! (**শর্ত প্রযোজ্য)

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

বিশ্বের সমস্ত হাই প্রোফাইল দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সৃষ্টিকর্তা বিগত ১৫/২০ বচ্ছর থেকে এত ব্যাস্ত ছিলেন যে, বাংলাদেশের মত ক্ষুদ্র দেশের দিকে তাকানোর সময়ই পাননি।
তো কোনো এক অফ ডে তে উনি বাংলাদেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে বসলেন।
SWOT অ্যানালাইসিস, মার্কেট শেয়ার ভ্যালু, ইয়ারলি টার্ন ওভার, CTC, GDP... ইত্যাদি এইসব অ্যানালাইসিস করে তিনি রীতিমতো তাজ্জব বনে গেলেন।
একটা দেশের পরিচালক কমিটির শতকরা ৯৫% লোক দুর্নীতিগ্রস্থ, কলুষিত এবং অযোগ্য তা শর্তেও দেশ অলৌকিক শক্তিতে এগুচ্ছে উন্নয়নের দিকে।
তিনি মুগ্ধ হয়ে গেলেন বাংলাদেশের প্রতি।
ঘোষণা করে ফেললেন দেশটির জন্য বিশেষ এক অফার!!!!
(**শর্ত প্রযোজ্য)

প্রেরন করলেন বিশেষ দূত।
সংবাদ শুনে আবেগে আপ্লুত হয়ে দেশের কেন্দ্রীয় কেবিনেট থেকে দ্রুত সভা করে আয়োজন করা হলো বিশেষ দূতের সাথে সাক্ষাতের সু- ব্যাবস্থা।

সাক্ষাতে যাবেন দলের জ্যেষ্ঠ সদস্য মাননীয় মহদয় জনাব আব্দুল কাদের সাহেব।
সাক্ষাতের ঠিক ৫ মিনিট আগে জানা গেল এই বিশেষ অফারে যা চাইবেন তাই পাওয়া যাবে। কিন্তু সময় মাত্র ৩০ সেকেন্ড।

কাদের সাহেব ইন করলেন।
মিডিয়াতে লাইভ টেলিকাস্ট চলছে।
উন্মুখ দৃষ্টিতে জনগন তাকিয়ে টিভির পর্দায়।
.....
আজ কিছু একটা ঘটতে যাচ্ছে ইতিহাসের পাতায়।
কাদের সাহেব শুরু করলেন.....
" জাতির পিতার স্বপ্ন.... বঙ্গবন্ধু কন্যার নিরলস অবদান.... আমাদের এই পদ্মা সেতু।(১৫ সেকেন্ড শেষ)

এটা নিয়ে বিএনপি ও জামাত দোসরদের ষড়যন্ত্র.... হীন আচরণ.... রীতিমতো অমানবিক...... "(বাকি ১৫ সেকেন্ডও শেষ।)

[গল্প শেষ]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে অকাজের কথা বলতে গিয়ে কাজের কথার সময় শেষ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮

Rehan বলেছেন: একদম সঠিক!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: বেশ চমক আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৯

Rehan বলেছেন: ধন্যবাদ ভাই!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১১

জ্যাক স্মিথ বলেছেন: গল্পটা শুরু সময়ই ভাবছিলাম শেষের দিকে এমন কিছুই হতে পারে, ১০০% মিলে গেছে। এই পোস্ট এ একটা হাহা রিয়্যাক্ট দিতে পারলে শ্বান্তিতে ঘুমাতে পারতাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

Rehan বলেছেন: ভাই! হাহা রিয়েক্ট টা খুব জরুরী। আমিও বুঝি! মাঝে মাঝে না দিতে পেরে একা একা হাসি। এতে আশেপাশের লোকজন সন্দেহও করে। ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.