নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চান মিয়া সহজ সরল লোক।
অফিসের কাজে নোয়াখালী গেছেন।
উনার পরিচিত কেউ নাই ওখানে। টং এর দোকানে বসে লাল চা খাচ্ছিলেন আর মুরুব্বিদের আলাপ শুনছিলেন। হাতে প্রচুর সময়। কিন্তু দুর্ভাগ্যবসত দুপুরের পর পরিবহন ধর্মঘট শুরু হয়ে গেছে। ঢাকা ফেরার রাস্তা নাই। কুমিল্লা পর্যন্ত আসতে পারলে ঢাকা আসা যাবে। ভাবতে ভাবতে তিন কাপ চা শেষ করে ফেললেন।
হাফিজুর রাহমান। এলাকার পুলিশের এস আই। রাউন্ড শেষ করে একি চায়ের দোকানে ঢুকলেন। উনাকে দেখে বখাটে পুচকা পাচকি গুলো কেটে পড়লো। দোকানে ঢুকেই উনার প্রথম চোখ পড়লো চান মিয়ার খালি তিন কাপ এর দিকে। সিরিয়াল করে রাখা আছে বেঞ্চে। আর চতুর্থ কাপ দোকানি তৈরী করছেন।
পুলিশের লোক অস্বাভাবিকতা দেখলেই প্রশ্ন করবে এটাই স্বাভাবিক।
এস আইঃ এ ব্যাডা। নাম কি? আন্নের বাড়ি কই? কোনান তুন আইছন।
চান মিয়াঃ যে! চান মিয়া। বাড়ি ঢাহা। গাড়ি বন্ধ। ফিরবো ক্যাম্নে বুঝতাসিনা।
এস আইঃ তো আই কিত্তাম!!
চান মিয়াঃ যে...???
[ওকিটকিতে কথা বলছেন এস আই]
এস আইঃ হিয়ানে যা আবার হিয়ান্তন ইয়ানে আয়। আই যাইতান্ন। ওভার এন আউট।
- ও চান মিয়া লো হুমিল্লাইত যাই।
চান মিয়া ঢাকার লোক। জ্ঞান হবার পর থেকে জেনে আসছেন পুলিশের সাথে বন্ধুতা বা শত্রুতা কোনোটায় ভাল না।
চান মিয়াঃ না থাউকগা। আফনে যান। আমি দেহি কি করা যায়।
এস আইঃ আঁই কিচ্চি? ডোরাস কিল্লাই। ও মনু লো যাইগা।
চান মিয়া উপায়ন্তর না দেখে রাজি হয়ে গেলো।
জীপগাড়ি চলছে ভর বিকেলের ফাঁকা রাস্তায়। ডানে বামে রাইফেল হাতে কন্সটেবল শিড়দাঁড়া সোজা করে বসে আছে। আর বন্দুকের নলা মুছছে।
[ওকিটকিতে কথা বলছেন এস আই]
- ভাইসা, হেতারা কিয়ারের? মুই এউক্কা মুরগা পাইছি। হেরে এক্কেরে পুতাইদ্দা ছেইচ্চা হালামু।
চান মিয়া কিছু না বুঝলেও 'ছেইচ্চা' শব্দটি বুঝে ঢাকায় থাকার সুবাদে। কিছু না ভেবেই চান মিয়া গাড়ি থেকে দিলো লাফ। ব্রীজ থেকে লাফ দিয়া সোজা নদীতে।
এস আইঃ আঁরে! হেতে হানিত্তে হড়ি গেছে। হেতে কি হাগল অই গেছত্তি??
কিছুক্ষন ব্রীজের উপর দাঁড়িয়ে কিছুই খুঁজে পেলেন না এস আই সাহেব।
চলে আসলেন স্থান ত্যাগ করে।
পরদিন চান মিয়া ক্রস ফায়ার থেকে বেঁচে ফিরার গল্প করছিলেন বন্ধু মহলে।
আর এস আই সাহেব পুলিশের বন্ধুত্ব স্বরুপ অজ্ঞাতনামা এক নিখোঁজ সংবাদ ছাপালেন।
[৪ সপ্তাহ পর]
টং এর দোকানে চা খাচ্চেন আকবর সাহেব। সিলেট থেকে এসেছেন। ফিরবেন, কিন্তু গাড়ি পাচ্ছেন না।
ওদিকে ওকিটকির শব্দে এস আই সাহেব আসলেন....
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: গল্পটা ঠিক জমলো না।