নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি? অবাক হচ্ছো! স্নিগ্ধ নীল আকাশে টুকরো সাদা মেঘ দেখে।
ভয় নেই, ও মেঘে বৃষ্টি নামবে না।
তবুও ভয় পাচ্ছ? এ আকাশ থাকবে কিনা?
ভেবো না তুমি, ওখানে শরত এখনি যাবেনা।
গেল বর্ষায় বৃষ্টি কথা দিয়েছিল,
আসবেনা না সে সামনে বছর।তোমার ওই চোখের কোণে।
এবার তো এক চিলতে হাসি দাও,
নাকি তাও দিবেনা শীতের আগমনি শুনে।
জানো? আমার এখানে কখনো ঋতু বদলাতে দেখিনি।
একটি রঙই শুধু... কালো আর কালো।
কিছুটা তোমার এলো কালো চুলের মতন।
স্নান শেষে যখন বুলিয়ে দিতে মুখের উপর,
ঠিক অনেকটা তেমন।
আহা! কতদিন ঘুম পাড়ানো হয়না তোমায়,
খুব ভোরে চোখ খুলে আর হয়না বলা ”ভালোবাসি”।
কতদিন যে চিরুনি দাওনা মাথায়।
সামনে বার একটা চিরুনি নিয়ে এসো কেমন?
কি এখনো মুখ ভার? কাঁদছো তুমি??
আমায় ভেবে বুঝি? পাগলী মেয়ে... কেঁদো না আর।
ঠিক ফিরে আসবো আমি প্রতি ঋতুতে।
হয়তো এ মায়ায় কিংবা তোমারি স্মৃতিতে।
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
Rehan বলেছেন: ধন্যবাদ!
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
Rehan বলেছেন: ধন্যবাদ!
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা। কিছু টাইপো হয়েছে। আশা করি ঠিক করে নিবেন।
চোখের কোণে
বদলাতে দেখিনি
চুলের মতন
আর হয়না বলা
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১
Rehan বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক আগের লিখা। খেয়াল করিনি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২
Rehan বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
বিজন রয় বলেছেন: একটি ভালবাসাময় সুন্দর, কোমল আর মিষ্টি কবিতা।
অনেক ভালোলাগা।
১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮
Rehan বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...