নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি।প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের ও দেশের মানুষের খবরা-খবর জানতে পছন্দ করি, তাদের সাথে মিশে যেতে চাই..... আমার সোনার বাংলা, আমি তোমার অনেক অনেক ভালোবাসি।

দিল মোহাম্মদ মামুন

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।

দিল মোহাম্মদ মামুন › বিস্তারিত পোস্টঃ

যদি প্রতিদিন একবার হলেও মরণকে স্মরণ করতাম, তাহলে জীবনটাই বদলে যেত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২


একটি ছোট্ট পিপীলিকা মধুর পাশ দিয়ে যাচ্ছিল।
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়ে নেই তার পর না হয় সামনে যাব। এক চুমুক খেলো। বাহ! খুব মজাতো! আর একটু খেয়ে নেই। আরেক চুমুক খেলো। তারপর সামনে চলতে লাগলো। হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো, এতো মজার মধু আরেকটু খেয়ে নিলে কী হয়? আবার পেছনে ফিরলো। তখন মধুর একপাশ থেকে খেয়েছিল। এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামছে মধু খাচ্ছে। খেতে খেতে একপর্যায়ে পেট ফুলে গেল।

ঐদিকে আস্তে আস্তে পা দু'টো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। হঠাৎ টনক নড়ল তার। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে জন্য আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু.......নাহ! মধুতে তার সমস্ত শরীর মাখা-মাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল। অবশেষে... পিপীলিকাটি মধুর ভেতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল।

পিপীলিকার এই চিত্র থেকে আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় আছে....
এই বিশাল দুনিয়াটাও বড় এক ফোঁটা মধুর মত। যে এই মধুর পাশে বসে হালাল/বৈধ ও অল্পতেই তুষ্ট থাকবে সেই বেঁচে গেল। আর যে এর স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম/বৈধ-অবৈধ বাছ-বিচার না করে শুধু খেয়েই গেলো, আরেকটু আরেকটু করতে করতে এক দিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে। তখন আর কেউই উদ্ধার করতে পারবে না, ধ্বংস অনিবার্য। তার দুনিয়া - আখেরাত দু'টোই শেষ।
দয়াময় আল্লাহ তা'আলা আমাদেরকে উপরের ঘটনাটি থেকে যথাযথ শিক্ষা গ্রহণের তাওফীক দান করুন....

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: যদি প্রতিদিন একবার হলেও মরণকে স্মরণ করতাম, তাহলে জীবনটাই বদলে যেত।
হয়তো।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই বিজন র‌য়, যদি মরণকে স্মরণ করা হতো, তাহলে তারদ্বারা কোন অন্যায় কাজ সংগঠিত হতোনা, কারণ তার কাছে পাপের শাস্তির ভয় সদা থাকতো। তখন এই দুনিয়াটা শান্তিতে ভরপুর থাকতো।
ধন্যবাদ আপনাকে

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালোই বলেছেন।

মৃত্যুকে স্মরণ করলে তোহ মানুষ আর কোন ভুল কাজ ই করত নাহ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই আব্দুল্লাহ তুহিন, আমার মনে হয় মানুষ মরণকে ভুলে গিয়ে এই দুনিয়াকে তার স্থায়ী আবাস ধারনা করার কারনেই আজ পুরা দুনিয়া জুড়েই অশান্তি বিরাজ করছে।
ধন্যবাদ আপনাকে

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

মোস্তফা সোহেল বলেছেন: আমিন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ছুম্মা আমিন, ধন্যবাদ আপনাকে

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হক কথা বলেছেন।

তারা আজ ভুলেই গেছে যে, সবাইকেই যেতে হবে।
এবং নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি দিতে হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই আব্দুল্লাহ তুহিন, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

কল্লোল পথিক বলেছেন: যদি প্রতিদিন মরণকে স্মরণ করি,তাহলে জীবনটাই বদলে যাবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই কল্লোল পথিক , সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.