নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

জীবন নিংড়ানো রস ! তিক্ততায় ভরা !!!

রিক্ত রায়হান

আমি জানি না কিচ্ছু জানিনা। অনেক বার চেষ্টা করেছি জানতে, বার বার জিজ্ঞেস করেছি, অনেক ধর্য্য ধরেছি। তবুও জানতে পারিনি! রহস্য ময়তার বেড়া জালে আমি বন্দি প্রতিনিয়ত............ ।

রিক্ত রায়হান › বিস্তারিত পোস্টঃ

আহাজারি

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

কষ্টের বিষ মৃত্যুকে অবধারিত করে না, অবধারিত করে দুঃসহ জীবনের !! হয়ত তাই হেমলকেই ভরসা পায় অনেকে।। আলিঙ্গন করে অদেখা, অজানা আর ভয়ঙ্কর গল্পে ভরা এক জগতে। তাঁরা নিঃসন্দেহে সাহসী, কাপুরুষ নয় !! আমি-আপনি তো পারবা না এই চ্যালেঞ্জ নিতে। তাঁরা বুঝে এই খানে মিথ্যে আশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুধু কষ্টরা আড়িপেতে আছে। প্রতিটা মোড়ে মোড়ে আছে ধোকা আর ইলিউজান। তাঁরা জানে পরশ্রিকাতরা তাদের দোষ নয়, এ এক ভীষণ কষ্ট, এ এক ভীষণ ব্যর্থতার সাক্ষী। তাঁরা বুঝে যায় এই পৃথিবী কতগুলো পরস্পর বিরোধী নীতিতে চলে যার একটা মেনে চলা যায় আরেকটা যায় না। এই নীতি গুলো বড় বিচিত্র !! ব্যক্তিভেদে, স্থানভেদে ভিন্ন হয়। এক নীতিতে সবাই চলে না কিংবা এক নীতি সবার জন্য না। তাঁরা দেখে এই নীতি তার খাটেনা, তাদের ইগুতে লাগে। তাঁরা জানে " ইগু সুডন্ট বি নেগোশিয়েটেড"। তাঁরা বদলাতে চায় সব কিন্তু সব বদলানোর নয়। তাঁরা বুঝে প্রতিটা মানুষ ফ্যান্টাসিতে বাস করে, রিয়ালিটি বুঝে না। মানুষ হয়ে মানুষের মাঝে তাঁরা এলিয়েনের মত বিবেচিত।। তাই হয়ত তাঁরা বুঝে '' ইটস বেটার কুইটিং'' ......। তো তাঁরা বেচে যায়। চির তরে বেচে যায়।। আর আমাদের দুঃসহ জীবন অবধারিত হয়ে ওঠে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.