![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি না কিচ্ছু জানিনা। অনেক বার চেষ্টা করেছি জানতে, বার বার জিজ্ঞেস করেছি, অনেক ধর্য্য ধরেছি। তবুও জানতে পারিনি! রহস্য ময়তার বেড়া জালে আমি বন্দি প্রতিনিয়ত............ ।
সিলেটে শাবিপ্রবি এর পর আর কোন বিশ্ববিদ্যালয় হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত। আর হওয়াও উচিৎ না। বাংলাদেশের সব অর্থমন্ত্রিরা বা আবুল মাল চাইলেও হওয়া উচিৎ না।
তবে এইটা ঠিক যে, সিলডিরা এই অনৈতিক দাবি করে ''শুধু নিজেদের ক্ষতিই করলনা বরং খাল কেটে কুমীর আনল যেই কুমীরের পীঠে খাজ কাটা খাজ কাটা.........।''
এই কোটা বন্ধে সরকার কয়েকটা কাজ করতে পারেঃ
১। দেশে বিসিএস বা অন্যান্য ক্ষেত্রে চলমান সব কোটা (উপজাতি, প্রতিবন্ধী ছাড়া) বন্ধ করে বলতে পারে, দেশে কোন কোটাই চলবে না।
২। যেহেতু সিলডিরা চাচ্ছে ৫০% সিলডি পড়বে শাবিপ্রবিতে তাই শাবিপ্রবি ছাড়া দেশে বাকি সব বিশ্ববিদ্যালয় থেকে সিলডিদের ভর্তি বাদিল করে হেতেগো কিছু বুঝানোর চেষ্টা করা
৩। এটাও করা যেতে পারে সিলডিদের যেহেতু এত বিশ্ববিদ্যালয়ে পরার শখ আর হেতেগো তো টাহার অভাই নাই তাই সরকার শাবিপ্রবির জন্য বরাদ্দ করা টাকার অর্ধেক করে দিয়ে বাকি টা সিলডিদের কাছ থেকে নিতে পারে।
৪। অথবা চলমান যে সিট আছে তাকে দিগুন করে দিতে যে অর্থ খরচ হয় তা সিলডের মেয়র, মন্ত্রী আর লন্ডনীদের আছ থেকে নিতে পারে এবং এতে ভর্তিকৃত ৫০% ভাগের খরচ সরকার নয় নিজস্ব (সিলডিয়) অর্থায়নে চলবে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২০
রিক্ত রায়হান বলেছেন: কে vagina নাকি ?!!
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ঠিকই কইছো মামু।