নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ।

Rezwan Ahmed Mohsin

আমি স্বাধীন বাঙালী।

Rezwan Ahmed Mohsin › বিস্তারিত পোস্টঃ

অনেকে হয়তো আছো লিটনের বিপরীত! এর কারন কি?

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬



একজন খেলোয়াড় কে এভাবে গালি দিতে আপনার নিজের কি লজ্জা করে না। তার ধর্মকে নিয়ে বাজে কথা বলতে? অনেকে বলে, লিটন দাস হিন্দু কোঠায় জাতীয় দলে চান্স পেয়েছে, পারফরমেন্স করে চান্স পাই নাই। কিন্তু এখানে একটা কথা থেকে যায়?
.
সেইটা হল এখন জাতীয় দলে চান্স পাওয়া এতো সহজ নয়। জাতীয় দলে ঢুকতে অনেক কষ্টের ব্যাপার। আমি জানি না, হিন্দু কোঠায় জাতীয় দলে চান্স পাওয়ার কোন সিস্টেম আছে কি!!! তবুও বলতে চাই, লিটন দাসের ভিতর এমন কিছু আছে যে তার জন্যই তাকে জাতীয় দলে খেলানো হচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না। কারন, আপনারা বিসিবি কমিটির সদস্য নয়। বিসিবি যা করে, তার ৯০% বাংলাদেশের ভালোর জন্যই করে।
.
আর কিছু লোক আছে, যারা কথায় কথায় লিটন দাসকে গালি দিচ্ছেন। তারা হয়তো ভুল করছেন। পূর্বে দেখেছি, মাহমুদুল্লাহ গালি দিতে! তামিম কে গালি দিতে! এখন যেইসব আবুল সাপোর্টাদের কাছে, তামিম ও মাহমুদুল্লাহ ফেভারিট হয়েছে! তাদের কি এখন নিজের মুখে তাদের ফেভারিট বলতে লজ্জা করে না। কিছুদিন পর দেখা যাবে, এই লিটন দাসই এমন কিছু করে দেখাবে যাতে করে, তখন আপনার কাছেও লিটন দাসই ফেভারিট হবে। এটুকু লিখে রাখিন। তারপর আমার পোস্টে গালি দিয়েন। বুঝছেন আবুল?
.
সবচেয়ে কষ্টকর ব্যাপার হল, একটা হিন্দু ধর্মাবলম্বী কে এভাবে অপমান করতে আপনি মুসলিম হয়ে লজ্জা করে না কেন? তারা সংখ্যালঘু দেখে কি তাদের গালি দিবে! ছিঃ বাঙালী! তোমাদের মেন্টালিটি ঠিক কর। আপনার নিজের ধর্মকে যখন কেউ গালি দিবে বা অপমান করবে। তখন তোমার কেমন লাগবে? সেটা হয়তো গেল, তুমি যেই ধর্মকে এখন গালি দিচ্ছো, আর তখন কি তাদের পূজায় যাওয়ার কথা মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে! বাট কিছু করার নাই। তাই না! আর কিছু বলব না, আপনার নিজেরা যোগ করে নিবেন।
.
নিজের মন্টালিটি ঠিক করে বাংলাদেশের সাপোর্টার বলে গর্বিত হবে! তার আগে নয়!
.
আর যদি পারেন একজন খারাপ খেললেও তাকে ভালো খেলার জন্য উৎসাহিত করবেন। তার কাছে সাপোর্ট গুলো অনেক দুর এগিয়ে দিবে।
.
চলো লিটন দা, এগিয়ে চল।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

নাবিক সিনবাদ বলেছেন: সৌম্যরে তো কেউ গালি দেয় না। পারফর্ম করতে না পারলে এমন কিছু সমালোচনা শুনতেই হবে। তবে কারো ধর্ম নিয়া বাজে কথা বলা অনুচিত।।

লিটনকে যথেষ্ঠ সুযোগ দেয়া হয়েছে, এবার আনামুল মমিনুলদেরও সুযোগ দেয়া উচিত।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

Rezwan Ahmed Mohsin বলেছেন: আপনার শেষ কথাটা ঠিক আছে। বাট, আমি এইটা মানতে পারি না, কি জন্য তাকে ধর্মকে তুলে এনে গালি দেওয়া হচ্ছে???

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

রক্তিম দিগন্ত বলেছেন: এই কথাটা মানতে পারলাম না যে, বিসিবি ৯০% বাংলাদেশের ভালোটা ভাবে।

সোউম্যও খেলছে, তাকে এইসব বলে না। পারফর্ম করলে কেউঅই আর বলবেও না।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২২

Rezwan Ahmed Mohsin বলেছেন: আজ মাশরাফি বস যে কথাটা বলছে, ঐটা শুনলে হয়তো কিছু একটা বুঝতে পারবেন!! :(

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

রুদ্রছায়া বলেছেন: বিসিবি ৯০% বাংলাদেশের ভালোটা ভাবে।" যারা বিসিবির স্বীদ্ধান্তের বিরোধীতা করেন তারাও হয়তো ১০ ভাগের কথা মাথায় রেখেই করে। সবাই হয়তো আপনার মত চিন্তা করেও না। চিন্তার ভিন্নতায় অসহিষনু হলে হবে না।

সংখ্যালঘু হিসেবে কারো ওপর আঘাতের মেন্টালিটি খুব খুবই খারাপ। আবার এটাও মাথায় রাখতে হবে সমালোচিত ব্যাক্তিটি সংখ্যালঘু হলেই তাকে সেই পরিচয়ে হাইলাইটস করার মানসিকতা আরোও খারাপ। যারা সংখ্যালঘুর ওপর নির্যাতন করেন আর যারা এই টার্ম নিয়ে রাজনীতি করেন তাঁরা পরস্পর পরিপূরক মাত্র। সৌম্যকে নিয়ে কেন কথা উঠছেনা? এদেশে যে খেলোয়াড়ই খারাপ ফর্ম করেছে তিনিই সমালোচিত হয়েছেন। তখন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই তো আসেনি! বাজে খেলার পরেও উৎসাহ দেয়ার আহ্বান অবশ্যই ভিন্ন কথা। আপনার আলোচনার সাথে পুরোপুরি সম্পর্কিত নয়।

অনলাইনে বাংলাভাষীর মিলনমেলায় সংখযালঘু শব্দটা আরও বেশি অগ্রহণযোগ্য। এখানে কুরবানী নিয়ে সমালোচনার বিপোরীতে পুজা নিয়ে সমালোচনার উগ্রবাদীদের উত্থান ঘটে। আপনিই কি করে নিশ্চিত হলেন লিটনের বিরোধীতায় নামারা সব বাংলাদেশী? ইন্ডিয়ান নির্যাতিত মুসলিমরাও এভাবে ক্ষোভ দেখাতে পারে! আফটার অল সেদেশে সংখ্যালঘুদের অবস্থা কি বিবেচনা করেছেন?

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

Rezwan Ahmed Mohsin বলেছেন: :( :( :(

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

নিরব শান্ত বলেছেন: আমাদের প্রত্যেকেই অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত।
হাসিদে আছে " গালি দেওয়া মুসলমানদের জন্য বড় অপরাধ"
হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) কখনও কাউকে গালি দেন নি।তাকে যদি কেউ ইসলাম প্রচারের সময় মেরেছে তো তিনি তাদের হেদায়াতের জন্য আল্লাহতায়ালার নিকট দোয়া করেছেন.......
আমাদেরও এই মহানবী (সঃ)- এর উম্মত হিসেবে তার আদর্শ পালন করা উচিত। :)

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২১

Rezwan Ahmed Mohsin বলেছেন: ঠিক বলেছেন। :)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: সৌম্যকে নিয়ে কেউ কিছু বলে না৷ অলক কাপালী, তাপস বৈশ্যকে নিয়ে তো কেউ গালি দেয়নি৷

আপনি তামিম, মাহমুদউল্লাহর কথা বললেন৷ তারা পরীক্ষিত পারফরমার৷ তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের বছরের পর বছর প্রমাণ করে আসছে৷ তারপরও পারফরম না করলে সমালোচনা সহ্য করতে হয়৷ আর আন্তর্জাতিক ক্রিকেটে এক নবিশ পারফরমার যাকে বারবার সুযোগ দেওয়ার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে৷ আনামুল পরীক্ষিত, জাতীয় দলে সবচেয়ে যোগ্য দাবীদার হওয়া সত্ত্বেও তার মতো খেলোয়াড় সুযোগ পাচ্ছে না এই নবিশের জন্য৷ আর আপনি এসেছেন হিন্দু মুসলিম বিভেদ করাতে৷

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৯

Rezwan Ahmed Mohsin বলেছেন: আমি বলেছি, খারাপ পারফর্ম করার কারনে কি তার ধর্ম নিয়ে বাজে কথা বলবে খবিশ সাপোর্টাররা?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: লিটনের সমলোচনা হচ্ছে কি সংখ্যালঘুর কারণে? না তার পারফরমেন্সের কারণে? একজন ক্রিকেটার হিসাবে তার পরিচয় দিন, ধর্মীয় পরিচয় না। সবকিছুতে ধর্মকে টেনে আনবেন না।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৩

Rezwan Ahmed Mohsin বলেছেন: অনেকে তার ধর্মকে টেনে এনে কথা বলতেছে। তাই আমি বলতে চাই, কোন রাজনীতি নয়, কোন ধর্ম নয়। খেলা থাকবে খেলার জায়গায়। সেটা কেন ধর্ম ও রাজনীতির মধ্যে পড়বে? খেলায় খারাপ করলে, খেলার ভিতর সমালোচনা হবে। সেটা কেন অন্য টপিকের ভিতর যাবে ? এটার উত্তর কেউ দিতে পারলো না।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

ছাসা ডোনার বলেছেন: আসলে যারা ধর্ম তুলে গালি দে্য তারা কোন প্রকৃত বাংগালী হতে পারে না, তারা হলো সৈরাচার পাকিস্তানী , আর ওদের লজ্জার কথা বলছেন ওদের কাছে তো আমরা যারা বাংগালী তারাই মানুষ নয়। এদের সাহস এত বেড়ে গেছে আমাদের দেশের কিছু বাংগালী নামধারীদের সহায়তায়। এদেরকে আসুন সামোনে পেলেই পাছায় লাথি মারি।দরকার নাই এইসব সাপোর্টারদের

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৭

Rezwan Ahmed Mohsin বলেছেন: এইসব সাপোর্টারদের লাথি মারতেও লজ্জা করে।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

টি এম মাজাহর বলেছেন: এখনও পর্যন্ত বাংলাদেশ দলে খেলা সবচেয়ে স্টাইলিশ খেলোয়াড় হিসেবে অলক কাপালীর নাম বলবে সবাই। তাপস বৈশ্য, বিকাশ, রনি তালুকদার, সৌম্য , অনেক আগে দেবাশীষ বলে একজন উইকেট কিপার ছিলেন, তাদের ভক্তও সারা দেশে ছড়িয়ে আছেন। আমার পরিবারের সবার এখনও সবচেয়ে প্রিয় খেলোয়ড় অলক কাপালী। ওরা সবাই দেশের জন্য খেলে। দেশের পতাকাকে উপরে তুলে ধরে। ওদের নিয়েই আমাদের আনন্দ, ভালোলাগা, অভিমান। এখানে দেশপ্রেমের কথাই আসবে, ধর্ম পরিচয় তো আসবে না। একজন খেলোয়াড় খারাপ খেললে অভিমান থেকে তাদের কে ভক্তরা গালমন্দ করে, তামিম, সাকিব থেকে শুরু করে প্রায় সবাইকেই এর মুখোমুখি হতে হয়েছে। এখানে ধর্মপরিচয় নিয়ে কটুক্তি করাটা অত্যন্ত ছোটলোকি ব্যপার যেমন, তেমনি তাকে অযাচিত সাপোর্ট করার জন্যেও ধর্মপরিচয় ব্যবহার করাটাও ছোটলোকি ব্যপার। অনেক আগে আল শাহরিয়ার রোকন, আশরাফুলদের টেলেন্ট প্লেয়ার নামে অভিহিত করে অসংখ্যবার খারাপ খেলার পরও বারবার সুযোগ দেয়া হয়েছিলো। কিন্তু তাতে কিন্তু দলের কিংবা সেই প্লেয়ারদের উপকার হয় নি। তেমনি লিটনের ভালোর জন্যেই ওকে ব্রেক দেয়া উচিৎ। কই, লিটনকে এতো সুযোগ দেয়া হলো অথচ রনি তালুকদার কে তো মাত্র একটি ম্যাচ দেখেই ছুড়ে ফেলে দেয়া হলো- সুযোগটা সবাইকে সমান দেয়া উচিৎ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

Rezwan Ahmed Mohsin বলেছেন: লিটন সম্পর্কে নতুন বার্তা-

.
.
জিম্বাবুয়ে সিরিজের ৩ ওয়ানডেতে লিটন দাসের রান যথাক্রমে ০, ৭ ও ১৭। গত জুনে ভারত সিরিজে অভিষিক্ত এই তরুণ ৯ ওয়ানডেতে সব মিলিয়ে করেছেন ১২৪ রান, গড় ১৫.৫০। এমন পারফরম্যান্স সত্বেও শুক্রবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন লিটন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, কাউকে দলে নিয়ে পর্যাপ্ত সুযোগ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে চান তারা।
.
বৃহস্পতিবার টিম হোটেলে অধিনায়কের সংবাদ সম্মেলনে উঠল লিটনের প্রসঙ্গ। মাশরাফি জানালেন, ঘরোয়া ক্রিকেটে রানের রেকর্ড গড়া এই তরুণকে দিয়েই একটা বার্তা দিতে চান তারা।
.
‘এটি বার্তা অবশ্যই। বার্তাটা শুধু লিটন বা অন্য কাউকে ব্যক্তিগতভাবে না। এটি আসলে একটি সংস্কৃতি গড়ে তোলা। আমরা টেস্ট ক্রিকেটে এখনও ধুঁকছি কেন? কারণ ১৫ বছরে অনেক বেশি ক্রিকেটার খেলিয়েছি আমরা। কাউকে দলে এনে আবার সরিয়ে ফেললে তার প্রতি ন্যায়বিচার হয় না। একজন ক্রিকেটারদের দলে নিলে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার সংস্কৃতি গড়তে চাই আমরা।’
.
শুধু লিটন নয়, এই সুযোগটা সবাই পাবে, আশ্বাস অধিনায়কের।
.
‘আমি চাই, সবার ক্ষেত্রেই এই নিয়ম থাকবে। বাংলাদেশ দলে নেওয়া মানে ক্লাব ক্রিকেট নয়। নেওয়া মানে তার ওপর বিশ্বাস আছে আমাদের। আন্তর্জাতিক ক্রিকেট তো আসলে অনেক কঠিন। চাপও অনেক বেশি। একজন ক্রিকেটারকে নিজেকে প্রমাণের যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া উচিত।’
.
অতীতে তো বটেই, গত কিছুদিনেও বেশ কজন পাননি এতটা সুযোগ। রনি তালুকদার না খেলেই বাদ পড়েছেন। ওয়ানডেতে যথেষ্ট সুযোগ পাননি মুমিনুল হকও। দায়টা মেনে নিয়েই ব্যখ্যা দিলেন মাশরাফি।
.
‘আসলে এই সংস্কৃতি তৈরি করা খুব কঠিন। বিশেষ করে আমাদের বাস্তবতা ও পারিপার্শ্বিকতায় আরও কঠিন’। কিন্তু সংস্কৃতিটা গড়তে পারলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। সবার ক্ষেত্রে হয়ত হয়নি, বা ভবিষ্যতেও সবসময় করা সম্ভব হবে না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই হবে, এই আশা করতে পারি।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: খেলায় ভালো কিংবা খারাপ সময় সবার আসে, এইতো মুসফিক কয়েকদিন আগে ওয়ানডেতে সেঞ্চুরী করলো, সেই মুসফিক প্রথম টিটোয়েন্টিতে মাত্র দুই.........লিটন দাস একজন বাঙালী, তথা বাংলাদেশী, সংখ্যা লঘু শব্দটা উচ্চারণ করতেও আমাদের লজ্জা হওয়া উচিৎ

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

Rezwan Ahmed Mohsin বলেছেন: এটা সবা উচিৎ। সব ধর্মকে রিসপেক্ট করা উচিৎ। কিন্তু আমর কি করছি? আমরা যে কারো ধর্মতে আঘাত হানছি।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

শিবাজি সিংহ বলেছেন: amader bharte rajniti theke khela sobtatei muslimder sujog amra diyechhi. tar jonne amra kauke gal die na. yousuf pathan, sahrukh khan ajaharuddin era muslim.but bharater prio.

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

Rezwan Ahmed Mohsin বলেছেন: হুম। আমরাও আমদের সবাইকে রিসপেক্ট করি। যেমন সৌম্য আমাদের কাছে সেরা।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

শিশির আহমেদ শিশির বলেছেন: ধর্ম নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। ইসলাম ইহার সমর্থন করে না।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

Rezwan Ahmed Mohsin বলেছেন: হুম।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

রুদ্রছায়া বলেছেন: কথা হল, যারা বাজে লোক তারা বাজে কথাই বলেছে। এদেরকে কীকরে বোঝাবেন? বরং কথা বলা উচিৎ পজিটিভলি যারা লিটনের বিরোধীতা করেছে তারা কী অন্যায় করেছে?

লিটনের বাজে ফর্ম আর তার বিপরীতে ভালো কিছু মুখ ভালো ফর্ম নিয়ে দলের বাইরে থাকায় এই কথাগুলো উঠেছে। খারাপ লোক সব সময় ছিলো। তাদের কথা বলে লিটনের বাজে ফর্ম ঢাকা যাবেনা।

ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

Rezwan Ahmed Mohsin বলেছেন: একজন খেলোয়াড় খারাপ খেললেই কি তাকে বাদ দিতে হবে? তাকে বড়মানের খেলোয়াড় বানানোর জন্যই তাকে বারবার চান্স দেওয়া হচ্ছে। লিটনের শটগুলো কি ভাল করে দেখছেন। তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

টি এম মাজাহর বলেছেন: " একজন খেলোয়াড় খারাপ খেললেই কি তাকে বাদ দিতে হবে?"
ভাইজান ইডা কিতা কইলেন? একজন খারাপ খেললে বাদ দিতে বলা কি মহা অন্যায়!!! তাহলে কি একজন ভালো খেললে তাকে বাদ দিতে হবে?

" তাকে বড়মানের খেলোয়াড় বানানোর জন্যই তাকে বারবার চান্স দেওয়া হচ্ছে।"
খুব ভালো, তা কেবল লিটনকে কেন একা সুযোগ দিতে হবে? বাকীরা কি দোষ করলো? শুভাগত হোম, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, এনামুল বিজয় ওরা কি এমন পাপ করেছে???

" লিটনের শটগুলো কি ভাল করে দেখছেন। তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন।"
খুব ভালো বলেছেন। শটগুলো দেখে আমাদেরও খুব পছন্দ হয়, আমরা তো খারাপ বলি নাই। লিটনের ভালোর জন্যেই ওকে ব্রেক দেয়াটা জরুরী। বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বলে, "টেলেন্টেড" বলে ওভার ভ্যালুয়েট করা খেলোয়াড়দের এরকমভাবে অন্যায়ভাবে সুযোগ দেয়াটা ওদের ক্যারিয়ারের জন্যেই ভালো হয় নাই্। এ মুহুর্তে সবার আগে মনে পড়ছে আল শাহরিয়ার রোকন বলে একজন খেলোয়াড়ের কথা। ওনার শট এবং খেলার স্টাইলও ছিলো অসম্ভব সুন্দর। নির্বাচক রা তাকে সেই "টেলেন্টেড" বলে ম্যাচ খেলাতেন, রোকন ব্যার্থ হতেন, তারপরও অফ ফর্মে থাকা রোকনকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে কি লাভ হয়েছিলো? রোকন ভাইয়ের ক্যারিয়ার গ্রাফটা একটু দেখে আইসেন। আমরা আমাদের ক্রিকেটারদের ভালো চাই। ওরা আমাদের গর্ব। তাই বলে অযথা অযাচিত অযৌক্তিক সাপোর্টিং ও হাস্যকর। তবে, আবারও বলছি, " এখানে ধর্মপরিচয় নিয়ে কটুক্তি করাটা অত্যন্ত ছোটলোকি ব্যপার যেমন, তেমনি তাকে অযাচিত সাপোর্ট করার জন্যেও ধর্মপরিচয় ব্যবহার করাটাও ছোটলোকি ব্যপার। " অফ ফর্মে থাকা খেলোয়াড়ের স্থান ধরে রাখার জন্য ধর্মপরিচয় নিয়ে ডিফেন্ড করার চেষ্টাটাও অন্যায় মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.