![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধৈর্যধারণ এর একটা সীমা আছে! সেই সীমা অতিক্রম করা উচিৎ নয়! কিন্তু আমাদের দেশের মন্ত্রীগণ সেই সীমা অতিক্রম করে ফেলছে। এতো দিন ছিল ফেসবুক বন্ধ। তারপর ফেসবুক খুলে দেওয়ার তিনদিন পর আবার ইমো, স্কাইপি, টুইটার বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারছি না, তারা কি চায়? তারা না কি আবার নতুন প্রজন্ম কে উন্নত করতে তথ্য প্রযুক্তি আপগ্রেড করবে। আপগ্রেড এর কোন খবর নাই, শুধু বাশ দিয়ে যাচ্ছে। আপনাদের সুস্থ মস্তিষ্ক থাকলে, সেই মস্তিষ্ক দিয়ে একটু ভেবে কাজগুলো করুন। তা যদি না ই করেন, তাহলে এইভাবে মন্ত্রীত্ব পদটা নষ্ট না করে, আপনি নিজে পদত্যাগ করুন। জনগণ এতো ফাছলামি সহ্য করবে না।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
Rezwan Ahmed Mohsin বলেছেন: হ্যাঁ!
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
মাটি ও মানুষ বলেছেন: বাংলালায়ন দিয়ে এক ঘনটা ধরে চেষ্টা করতেছি?
এই গুলায় মনে হয় ভাল করে চিটি পড়ে নাই
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
তাওহিদ হিমু বলেছেন: ইন্ডিয়াকে 10GBps স্পিডে ইন্টারনেট চালানোর সুবিধা দিতে বাৎসরিক মাত্র ৮ কোটি টাকায় সাবমেরিন ক্যাবল ভাড়া দিয়েছে হাসিনা দিদি। কিন্তু ক্যাবল অত চাপ নিতে পারে না; তাই বাধ্য হয়ে বন্ধ রাখছে নিজের দেশের ইন্টারনেটের কিছু অংশ। তাবেদারের কী দারুন আনুগত্য!
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মেনে নিন ভাই। সবই সরকার করতেছে জনগণের নিরাপত্তার জন্য। আগের সব কিছু যখন মেনে নিয়েছেন এইটা মানতে অসুবিধা কোথায়?
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
Rezwan Ahmed Mohsin বলেছেন: ভাই, কিছুদিন পর পর এরকম করলে যারা ফ্রিল্যান্সার আছে, তারা অনেক সমস্যায় পড়বে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
কারাবন্দি বলেছেন: বিজয়ের মাসে যাহারা এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করিবে, তাহারা স্বাধীনতাবিরোধি / রাজাকার বলিয়া গন্য হইপে
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
মাটি ও মানুষ বলেছেন: ফেসবুক চালু আছে?