![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ জাগ্রত। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই, কাউকে হত্যা করবে না। সাম্প্রতিক সময়ে যা ঘটছে সেটা মূলত ষড়যন্ত্র। বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হতে পারবে কি পারবে না? সেইটা নিয়ে আমি কিছুটা চিন্তিত। কিন্তু শক্ত কণ্ঠে বলতে পারি যে, ষড়যন্ত্রের মূল এডমিন যুক্তরাষ্ট্র। এতটুকু ৭১ এর ইতিহাস আত্মবিশ্বাস করি দেখে বলতে পারি, যারা ই ষড়যন্ত্র করুক, কিন্তু তারা সফল হতে পারবেu না।
আসল কথায় আসি, বাংলাদেশে খেলার ভিতরে বা বাহিরে মধ্যে কখনও অরাজকতা হয়নি। ইনশাআল্লাহ হবেও না। কিন্তু অস্ট্রেলিয়া দল কিসের ভয় পাচ্ছে? আমি যেটা মনে করি তা তো শিরোনামে ই বলছি। এই যে অস্ট্রেলিয়ান নাগরিকেরা এইটুকু আপনাদের জেনে রাখা উচিৎ, এটা পাকিস্তান নয়। এটা বাংলাদেশ । যেখানে ৯০ শতাংশ মানুষ খেলা কে ভালবাসে। তারা তাদের দেশকে যেমন ভালবাসে, সেরকম খেলাকে ভালবাসে। তাদের দ্বারা অরাজকতা সংগঠিত করার কথা মাথায় রাখাও উচিৎ না। আর যেখানে খেলোয়াড়দের রেকর্ড করা নিরাপত্তা দেয় বাংলাদেশ। আর সেই বাংলাদেশে নিরাপত্তার অযুহাত দেখিয়ে আসতে চায় না। বাংলাদেশে তো অন্যান্য সব দল খেলতে আসছে। তাদের কাছে থেকে তো কোন অভিযোগ পাওয়া যায় না। আপনারা নিজেরাই ভুল করছেন। আপনারা সঠিকভাবে মস্তিস্ক দিয়ে ভেবে দেখুন। আশা করি, আপনাদের ভুলের সমাধান হবে। আপনারা ভুলের সমাধান করে, বাংলাদেশে আসবেন। আপনাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। যদি না ই মনে চায়, কিন্তু বাংলাদেশে নিরাপত্তার অভাব দেখিয়ে মিথ্যা অভিযোগ করবেন না।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০০
চাঁদগাজী বলেছেন:
অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এসব দেশে মানুষের জীবনের দাম অনকে অনেক বেশী; সমস্যা সেখানে
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২১
চাঁনপুইরা বলেছেন: ১ নং মন্তব্বের জবাবে ঃ- " হ তরে কইছে ? তুই দাওয়াত দিলি আর হেতেরা সুরসুর কইরা চইলা আইব " এই ধরনের ব্যঙ্গ, বিদ্রুপ চলতে পারে ইয়ার দোস্ত বিশেষ করে কম বয়সী ছেলে ছোকরাদের মধ্যে। আফসোস এত জ্ঞানী " চাঁদগাজী" এর এ জ্ঞান টুকু এখন ও হল না যে ব্লগের মাধ্যমে সামান্য পরিচয়ের সুত্রে এ ধরনের ছ্যাবলামো অনুচিত।
দেশের প্রতি ভালোবাসা আর প্রচণ্ড খেলা পাগল একজনের মনের আকুতি সরল সিধা ভাষায় প্রকাশ পেতেই পারে । আর জবাবে বলা যায় - " হুম, সঠিক ব্যক্তিরা সঠিক জায়গায় ঠিক মত লবিং করলে অস্ট্রেলিয়ান টীম আসতেও পারে হয়তো"।
ব্লগে বেশ কদিন ধরে তোলপাড় হয়ে গেল " চাঁদগাজী" এর এসব তির্যক মন্তব্য কে ঘিরে। কিন্তু ভদ্রলোকের অবস্থা দেখি তথৈবচ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
রানার ব্লগ বলেছেন: ইঁদুর যখন নিজের ঘড়ের খূটির বান কাটে তখোন অন্যরা তো সুজুগ নিবেই। তাই না ??
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি এতটুকু নিশ্চয়তা দেয়ার পর, অস্ট্রেলিয়ানরা আপনার নিমন্ত্রনে আসতে পারে, মনে হচ্ছে!