![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ের বেবুসাদের বক্তব্য -
• সাকিব খেলতে পারে না! সাকিব কে বাদ দেওয়া উচিৎ! সাকিব যে কিভাবে অলরাউন্ডার হয়েছে তা নিয়ে সন্দেহ আছে? সাকিবের খেলার মধ্যে মন নেই, ওর মন ওর বউয়ের কাছে! এর জন্য ই ক্যাচও ধরতে পারে না। ও একটা লুচ্চা! নিজের দলে ঠিকমত খেলতে পারে না, ঠিকই অন্যদেশে ভালো খেলে। ও টাকার লোভে খেলে! সাকিবের অনেক বয়স হয়ে গেছে, ওর অবসর নেওয়া উচিৎ।
ভবিষ্যৎ সময়ে বেবুসাদের বক্তব্য যা হবে -
• সাকিব টাকা দিয়ে অলরাউন্ডার হয়েছে। সাকিব রাজনীতির জোড়ে এখনও দলে আছে। সাকিবের আর দরকার নেই, ওছাড়া আমাদের দল এমনি ই চলবে। সাকিব ২ কোটি সামথিং টাকা সব ডাকাতি করছে। (ভিডিও সহ)
আরে পাগলা! সাকিব যে একজন বিশ্বসেরা অলরাউন্ডার সেইটা ভুল গেলেন কি করে? ও ছোটখাটো দলের অলরাউন্ডার নয়। তিন তিনটা ফরম্যাটের অলরাউন্ডার,ছোট্টখাট্টো বিষয় নয়। এতটুকু অন্যদেশে খেলে হয় নাই। এইটা নিজের দেশের জন্য পরিশ্রম করে খেলার ফলাফল। ৮১৩৪ রান, ৪০৬ উইকেটের সঙ্গে সব ফরম্যাট মিলিয়ে ২১টি ম্যাচসেরা আর ৮টি সিরিজ সেরার পুরস্কার আছে তাঁর কাপবোর্ডে। তিনি, মানে সাকিব আল হাসানকে মাশরাফি বিন মর্তুজাসহ আরো অনেকে বলেন, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার’। এগুলো কি টাকা দিয়ে কেনা যায়। এগুলো কি অন্যদেশে প্রিমিয়ার লীগ, সুপার লীগ, বিগ ব্যাশ খেললে রান-উইকেট হয়ে যায়। আর এক ম্যাচে নিজের যোগ্যতার একটু ফ্লপ হলে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। এটা কি আপনার নিজের স্বাভাবিক বুদ্ধিতে মানায়?
আপনি কি একটু ভেবে দেখতে পারেন যে, ভারত ম্যাচ চলাকালীন কেন তাসকিনের ওভারে পয়েন্টে সাব্বিরের পরিবর্তে সাকিবকে আনা হয়? সাব্বির যেখানে পয়েন্টের জন্য পারফেক্ট হয়, সেখানে কেন সাকিব কে আনা হল এই প্রশ্নটা বাজে মন্তব্যের সময় মনে পড়ে না।
আপনি কি আর একটু ভেবে দেখবেন, সাকিবকে কেন ৩ নং না নামিয়ে ৬ নং ব্যাটসম্যান হিসেবে নামায়?
আরে পাগলা! খেলার সাথে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় সেটা আগে জানতাম না। সাকিব হেটার্সদের কাছ থেকে বুঝতে শিখলাম। সাকিব হেটার্সরা অবশ্যই অনেক বড় কথায় পাকনা বিশ্লেষক হবে। এদের স্বাভাবিক জ্ঞানের খুব অভাব। আসলে ই আমরা একটা স্বার্থপর জাতি। নিজের স্বার্থ ঠিক থাকলে সব ঠিক হয়ে যায়। আমরা নিজেরা যদি নিজের দেশের খেলোয়াড়কে অপমান করি, তাহলে অন্যরা করলে এতো প্রেস্টিজে লাগে কেন? নিজেদের একটু বদলানোর চেষ্টা করেন। দেশকে যখন ভালবাসেন তাহলে সব সময় ই দেশের সাথে থাকেন। তারা হেরে গেলে কেন সব ভুলে তাদেরকে অপমান করি।
"নিজেকে মনুষ্যত্ব পরিবর্তন করুন, সব পরিবর্তন হয়ে যাবে" আরে যাকে এতো অপমান করেন, তাকে বাদ দিয়ে দেন তো। দেখি কয়দিন চলে! তখন হয়তো বলবেন, জিম্বাবুয়ে সিরিজে সাকিব ছাড়া জিতছি! মনে আছে তো? হ ভাই! মনে আছে। কিন্তু একদম বাদ দিলে জব্বর হবে। তারপর সাকিব হেটার্স, !!!!!!!!!!!!! চুপ হয়ে আছেন!!!!!!!!!!!!
আমি চাচ্ছিলাম, সাকিব হেটার্সদের জন্য একটা সাংবাদিক সম্মেলন করব। সেখানে তারা তাদের দাবি তুলে ধরুক। কে কে রাজি আছেন জানাবেন? শেষ পর্যায়ে একটা কথা বলব, সাকিব যে দেশের প্রাণ সেইটা প্রমাণ তার পারফর্ম। একটু চোখ বুলিয়ে নিবেন। আর যখন তার ফ্লপ হবে তখন বাজে মন্তব্য করার আগে আরেকবার দেখবেন। ওকে! এতটুকু ই আপনার মন্তব্যকে আটকে দিবে।
একটাই স্লোগান, "১৬ কোটির প্রাণ, সাকিব আল হাসান" প্রাণ ছিল, আছে এবং থাকবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
Rezwan Ahmed Mohsin বলেছেন: আরও কত বছর লাগবে বুঝতে!! আল্লাহ মাবুদ জানে! ☺
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: আমি সেই বিশ্ব সেরা সাকিবকে দেখতে চাই।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
Rezwan Ahmed Mohsin বলেছেন: কেন দেখতে চান? সে তো খ্রাপ!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
অগ্নি কল্লোল বলেছেন: আমিতো কখনো বলি নি সে খ্রাপ।।।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
Rezwan Ahmed Mohsin বলেছেন:
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩
সায়েল বলেছেন: সাকিব খ্রাপ পিলিয়ার। ওরে চাই নাাআআ
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
নতুন বলেছেন: যারা সাকিবকে চায় না বলে তাদের মাঠে নামিয়ে দেওয়া দরকার... তারাই তো সাকিবের চেয়ে বেশি পারে...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
Rezwan Ahmed Mohsin বলেছেন: তখন বলবে, আমি পারলে ঠিক ই নামতাম।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: হেটারদের কাজ হেটাররা করবেই। কি আর করা যাবে?
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
মুদ্দাকির বলেছেন: বাঙলি জেলাস জাতি বার বার প্রমান করে।
অথচ এটা বুঝে না যে সাকিব আমাদের জিততে শিখিয়েছে