নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
এক চুমুক প্রেম দাও!
আমি সারারাত সন্তর্পণে দেখতে চাই তোমায়
একটু অতল গহ্বরে অবারিত শাসন চাই
আমি তৃষ্ণার্ত চাতক তোমায় দেখবার।
শীতোষ্ণ আলোজ রাতের পাখিরা তোমায় চেনে
তারা জানে, রাতে তুমি চাতক হয়ে যাও।
তবে আমি কেন কৃতঘ্ন হবো?
আমারও চেনার শক্তি আছে—ঢের আছে! পরম অধিকার আছে!
এ এতটুকোন অধিকারের মায়াজালেই বিস্তার তুমি।
তোমার ফসলের রাজ্যে বর্গি হয়ে হানা দিতে চাই না
আমার আজন্ম প্রেম তুমি
আমি খদ্দের হতে চাই, সামান্য প্রেম কিনবো আমার বিনিময়ে
কড়ায়গণ্ডায় উশূল করে নিবো তোমায়।
তোমার অন্তঃপুরের গোপন রাজ্যে বিস্তর জোনাকি হবো
কসম তোমার; তোমার স্বকীয়তার
আমার প্রাণ দিবো তবু রিক্তহস্ত করবো না তোমায়।
কসম আমার; আমার বন্দেগির
শুধু এক চুমুক প্রেম দিলে—
আমি তোমার তুমি আমার বলতে বলতে
মৃত্যুর যৌবনটক চুকে নিবো।
©somewhere in net ltd.