![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
এই তো হেঁটেই চলেছি সময়চক্রে
প্রথম থেকেই পৃথিবীর পথ ধরে
পেরিয়ে এসেছি কতো বাঁক
ফিরছি সন্ধান করে
এই জীবনের প্রত্যাশার ধন।
কতো রাত কেটেছে নির্ঘুম
ধ্যানীর আদলে নিগূঢ় বাঁধনে
সময়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে
বিলিয়েছি নদীকে শীতল ছোঁয়া।
কালো মেঘে ঢাকা আকাশ আঙিনা
ঝড়োবায়ু বৃষ্টির ঝাপ্টায়
ভিজে ভিজে একাকার জীবনে যৌবনে
হারিয়ে ফেলেছি অনেক সময়
তবুও অগ্নি প্রবাহ।
আজও ফিরছি খুঁজে
কালো মেঘে ঢাকা আসমান জুড়ে
ভালোবাসা শীতল পরশ
কামনার এক একান্ত জীবন।
০৪ ঠা মে, ২০১৬ রাত ১:১৫
রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ রাত ১০:৫৯
মো: ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাললাগা।