|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রিদওয়ান হাসান
রিদওয়ান হাসান
	শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
 ভালোবাসার নমিনেশন পাইনি ঋণখেলাপির অভিযোগে
 ভালোবাসার নমিনেশন পাইনি ঋণখেলাপির অভিযোগে
তাই জীবনের সমস্ত লেনদেন চুকে দিতে চাই সুদ-আসলে;
এই সংসারে ঋণখেলাপি বিশাল এক বোঝা এবং দোষও বটে
যার কারণে ভালোবাসার নির্বাচন কমিশন আটকে দিয়েছে মনোনয়ন।
সেদিন যাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউয়ের ফুটপাত ধরে
যেতে যেতে সংসদের ভবনের আলোকিত বাতি
আমার দিকে তীর্যক দৃষ্টি দিয়ে তাকিয়ে ছিল—
দেখলাম, ভালোবাসার প্রার্থিতা নিয়ে এ যাবৎকালে কেউ সংসদে যায়নি।
খেলাপি ঋণের মাশুল এক বসায় লেনদেন করে
চক্রবৃদ্ধি সুদে হারিয়ে ফেলেছি শেষ সম্বলটুকু—
আমার অন্তরভূমি।
ভিখেরি হয়েছি তোমার ঋণখেলাপির বেহিসেবি সুদে;
হয়েছি আমি নিঃস্ব।
তবুও উচ্চ আদালতে আপিল করে লড়ে যাচ্ছি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:২৪
২৩ শে এপ্রিল, ২০১৯  সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার।