| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রায়ান ঋদ্ধ
এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!
আমি শুধু দেখছি... কিছু বলছি না।
তারা খেলছে, ভাঙ্গছে, লুটে খাচ্ছে...
আমি শুধু দেখছি!!
তবে যেদিন আর সইতে পারবো না...
দেয়ালে যখন থেকবে পিঠ,
শুধু হুংকার দেবো,
"অনেক সয়েছি, আর নয়... ওরে ব্যাটা থাম!!
এবার আমি দেখাবো তোদের বাঙ্গালীর বুকে
কত এ মাটির মান।"
সেদিন আমার দৃষ্টিতে হবে বজ্রতীরের বাস
প্রবল ঝড়ে ভেঙ্গে হবে চুরমার ওরা,
যেখানেই লুকাক!!
সেদিন আমি মহাপ্রলয়, কেয়ামতের রূপ
আমার নিরবতা দুর্বলতা নয়,
শুধু সংযম বোধে আমি এখনো নিশ্চুপ।
বাঁধ ভাঙ্গবে... ঝড় আসবে...
ছুটবে আলোর মিছিল।
বাংলা মায়ের কত গৌরব
জানবে বিশ্ব নিখিল!!
---------------------------------------------
"নিরব দর্শক"
রায়ান ঋদ্ধ
সন্ধ্যা ৭:২৭
রবিবার, ৯ জুন, ২০১৩
১০ ই জুন, ২০১৩ রাত ১:২০
রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ!
কিন্তু ছবি যে যায়গায় সেটা সেভাবে আসে নাই। একটা তো আসেই নাই!!! ![]()
২|
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অস্থির!! হইছে ভাই
প্লাস লন
১০ ই জুন, ২০১৩ রাত ১:২২
রায়ান ঋদ্ধ বলেছেন: লইলাম..... অহন তো আরও অস্থির!!!
![]()
৩|
১০ ই জুন, ২০১৩ রাত ২:৫৪
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগছে ![]()
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
রায়ান ঋদ্ধ বলেছেন:
![]()
৪|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: +
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১
রায়ান ঋদ্ধ বলেছেন:
৫|
১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বরাবরের মতই সুন্দর।
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪
রায়ান ঋদ্ধ বলেছেন:
৬|
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: দেয়ালে পিঠ থেকে গেলে তো ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় কি! পোস্টে অনেক ভাললাগা।
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১
রায়ান ঋদ্ধ বলেছেন: আমরা জাতিগত ভাবে দেয়ালে পিঠ ঠেকার পর মুখ ঘুরিয়ে নেই। দেয়ালে কোনো ছিদ্র খুঁজি.. ভাবি, যদি পার পাওয়া যায়!!! ![]()
আপনাদের ভাললাগা আমার লেখার খোরাক।
![]()
৭|
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মাক্স বলেছেন: সুন্দর!
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩
রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ! ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
বোকামন বলেছেন:
বাঁধ ভাঙ্গবে... ঝড় আসবে...
ছুটবে আলোর মিছিল।
বাংলা মায়ের কত গৌরব
জানবে বিশ্ব নিখিল!!
চমৎকার ! চমৎকার ! চমৎকার !