![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সহ ব্লগার ভাই ও বোনেরা
সামু
মনোযোগঃ প্রিয় জানা আপা/মডুগণ
সামু
বিষয়ঃ একজন মুমূর্ষু রোগীর (ব্লগারের) সাহায্যার্থে এগিয়ে আসুন
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত প্রায় ৩মাস আগে একবুক আশা নিয়ে একজন মুমূর্ষু রোগী (নিম্নে স্স্বাক্ষরকারী ব্লগার) দেশের একটি স্বনামধন্য হাসপাতালে (সামু-তে) সুচিকিত্সার উদ্দেশ্যে (নিজের বস্তাপচা লেখা অন্যকে পড়াতে, বিনিময়ে অন্যদের সুন্দর সুন্দর লেখা পড়তে এবং ইচ্ছেমত প্রিয় পোস্ট-এ জমাতে) হাসপাতালে ভর্তি (রেজিস্ট্রেশন) হয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, এক গত ৩মাসে কোন এক অদৃশ্য কারণে (ভয়ঙ্কর Watch এর গ্যাড়াকলে পড়ে) হতভাগ্য রোগী (আসলে আমি) এখনও সীট (জেনারেল হওয়া) না পেয়ে এই চিঠি লেখা পর্যন্ত বারান্দায়ই (প্রথম পাতায় লেখার সুযোগ না পাওয়া) অসহায়ভাবে পড়ে রয়েছেন
। প্রতিদিন তিনি নিয়ম করে কোন সুখবর পাবার আশায় ধরনা দিয়ে (লগ ইন) যাচ্ছেন। কিন্তু প্রতিদিন তাকে একই কথা বলে বুঝিয়ে (সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায়...) রাখা হচ্ছে
। প্রায় ৩মাস ধরে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকলেও কোনো চিকিৎসক(মডুগণ) তাঁকে পরীক্ষা করে দেখেননি
। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় অবহেলায় অনাদরে থাকার ফলে এবং সুচিকিত্সার অভাবে রোগীর শরীরে ও মনে মারাত্বক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চিকিৎসকেরা আরো জানিয়েছেন, এমন অবস্থা আরো কিছুদিন চলতে থাকলে রোগী কাহিল হয়ে এমনকি ধীরে ধীরে মৃত্যুর দিকে (মানে ব্লগিং বাদ দেওয়ার কথা বলা হচ্ছে
) এগিয়ে যেতে পারেন। এদিকে রোগীর আত্বীয়-স্বজন অন্য কোন হাসপাতালে (মানে নতুন নিক নিয়ে আর কি
) ভর্তি (রেজিস্ট্রেশন) করানো যায় কি না তা গভীরভাবে খতিয়ে দেখছেন। কিন্তু রোগীর উক্ত নামে (ব্লগনেমঃ ইছামতির তীরে; ইউজারনেমঃ Rhythm01) এবং শুধুমাত্র সামুতেই ভর্তি হবার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকায় স্বজনেরা অন্য কোথাও ভর্তির ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই কোন উপায়ন্তর না দেখে আপনাদের শরণাপন্ন হতে হলো। আশা করি আপনারা বিষয়টি বিবেচনা করতে যথাযথ কর্তৃপক্ষ সমীপে তার জন্য সুপারিশ করবেন। আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে, সে খুবই নিরীহ, শান্ত-শিষ্ট এবং গোবেচারা টাইপের ছেলে। তার বিরুদ্ধে দেশবিরোধী, সমাজবিরোধী, মানবতাবিরোধী, চুলকানিযুক্ত পোস্ট বা আচরণ বা অমুকবাগি তমুকবাগি অপবাদ ইত্যাদির দূরতম সংযোগও নেই। আমি আরও হলফ করে বলতে পারি যে, তার কোন শাখা অফিসও (মাল্টি নিক) নেই। আমি আরো একধাপ এগিয়ে বলতে চাই যে, সে যতদিন ব্লগিংগিরি করবে ততদিন নিজেকে একজন সুনাগরিক (সু-ব্লগার
) হিসাবে যোগ্য করে তুলতে আপ্রাণ চেস্টা করে যাবে (আগে জেনারেল হই তারপর...
)।
আমি এমন একটা সুন্দর, স্বপ্নময় দিনের প্রতীক্ষায় আছি যেদিন আমার বরাবর সামু থেকে একটা মেসেজ আসবে “আপনি এখন জেনারেল”।
নিবেদনে,
আপনাদের ভালবাসা প্রত্যাশী
ব্লগনেমঃ ইছামতির তীরে
ইউজারনেমঃ Rhythm01
©somewhere in net ltd.