নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

এইচ টি ইমাম ও কাকাতুয়া

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬

মুজিব নগর সরকারের কেবিনেট সেক্রেটারি ছিলেন এইচ টি ইমাম। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেস্টা। তার বইতে তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের কিছু মজার ঘটনা। ওনার গ্রামের বাড়িতে (সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া) একটি কথাবলা পোষা কাকাতুয়া ছিল। সেই পাখি মার্চ মাসের উত্তাল সময়ে সবার মুখে শুনে শুনে ‘জয় বাংলা’ বুলি মুখস্ত করে ফেলে। ‘জয় বাংলা’ ছাড়া সে আর কিছুই বলে না। উঠতে বসতে সে মুহুর্মুহু রিনরিনে গলায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তখন পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ২৫ মার্চের পর এটা হয়ে গেল আতংকের বিষয়। ‘জয় বাংলা’ স্লোগান শুনলেই পাকিদের গায়ে আগুন লেগে যেত। যখন তখন এই স্লোগান তোলা বড়ই কঠিন ছিল। কিন্তু পাখি তো আর যুদ্ধ বোঝে না। পাখি নির্ভয়ে ‘জয় বাংলা’ ডেকেই যায়। এক কান দু’কান করে এটা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের কিছু পাতি রাজাকার থানায় ঘাঁটি গেড়ে বসা পাক আর্মিদের কানেও দেশদ্রোহী পাখির সংবাদ পৌঁছে দিল। তারা তো রেগে অগ্নিশর্মা হয়ে গেল। গ্রামে তদন্ত ও অপরাধী পাখিকে শাস্তি দিতে এলো পাক আর্মির একটি দল। তারা এসেই উর্দুতে খোঁজ শুরু করল, ‘ইধার কোই তোতা হ্যায়, কাঁহা হ্যায় ও?’ এই শুনে গ্রামের এক লোক নাম, তোতা মিয়া দৌঁড়ে এলো। তারপর তাকে ধমক ও চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়া হলো। এদিকে এই তোতা বিষয়ক কূটচালে দ্রুত সেই দেশদ্রোহী তোতা পাখিকে গ্রামের বাইরে সরিয়ে ফেলা হলো। বিফল হয়ে ফিরে গেল পাক আর্মিরা।



সুত্রঃ পাক্ষিক অধিকরণ

বর্ষ ২৩, ১২ সংখ্যা, ১৬ জুন ২০১৩

http://www.adhikaran.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.