নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

একজন অমুসলিম সম্রাটের চোখে আমাদের প্রাণপ্রিয় রাসুল (সা) এবং ইসলাম...

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

অনেকেই হয়ত সুপরিচিত "Hundred-word Eulogy” সম্মন্ধে জানেন। তবুও সুপ্রিয় ব্লগার বন্ধুদের সামনে এটা নিয়ে যতকিঞ্চিত আলোচনা করা যেতেই পারে। তো শুরু করা যাক।



Hundred-word Eulogy আসলে কী?



"Hundred-word Eulogy” হলো ইসলাম, আল্লাহ, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উচ্চ প্রশংসা করে লিখিত ১০০ শব্দের একটি রচনা। অভিধান অনুযাযী Eulogy শব্দের মানে হলো উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা। এটি লিখেছিলেন চীন দেশীয় বিখ্যাত মিং রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট Zhu Yuanzhang যার উপাধি ছিল Hong-Wu ।



কে এই Hong-Wu: (১৩২৮-১৩৯৮)



সম্রাট Hong-Wu যার আসল নাম জু ইউয়ান জ্যাং (Zhu Yuanzhang) এবং Temple Name ছিল Ming Taizu অর্থ-‘মিংদের মহান পূর্বপুরুষ’। তিনি মিং রাজবংশের প্রথম সম্রাট। তিনি ১৩৬৮ থেক ১৩৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। Hongwu ছিল মূলত তাঁর যুগের নাম (Era name) যার অর্থ "Vastly Martial" বা অসম সাহসী (বুঝতে পারছি না অর্থ সঠিক হলো কি না)।



চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে চীনে ব্যাপক আকারে দূর্ভিক্ষ ও প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এর উপর ছিল কৃষক বিদ্রোহ। তিনি খুব সফলতার সাথে এইসব বিপদের মোকাবিলা করেন। তিনিই সমগ্র চীনকে একত্রিত করেন। তিনি দুর্ধর্ষ মোঙ্গলদের ইউয়ান রাজবংশের (Yuan Dynasty) রাজধানী খানবালিক (Khanbaliq) আক্রমণ করে তাদের পরাস্ত করে নিজেকে ‘Mandate of Heaven-এর দাবীদার বলে ঘোষণা করেন। Mandate of Heaven সম্পর্কে জানতে গুগুল-র সাহায্য নেয়া যেতে পারে। তিনি ১৩৬৮ সালে মিং রাজবংশের প্রতিষ্ঠা করেন যেটি সব মিলিয়ে ২৭৬ বছর চীন শাসন করে (১৩৬৮-১৬৪৪)। সেই খানবালিকই আজকের বেইজিং। তাঁর রাজধানী নানজিং।



সম্রাট Hong-Wu শাসন কাজে অতিশয় দক্ষ ছিলেন। তিনি ৩০ বছরকাল শাসন করে ১৩৯৮ সালে ৬৯ বছর বয়সে মারা যান। দেশের সকল বিশৃংখলার অবসান ঘটিয়ে তিনি দৃঢ় ও শান্তিপূর্ণ শাসন পদ্ধতির সূচনা করেন। তিনি খুব গরীব ও সাধারণ পরিবারের সন্তান হলেও স্বীয় মেধা, দক্ষতা ও রণ-কলাকৌশলে চরম পারদর্শীতার জন্য অতি অল্প সময়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। সম্রাট Hong-Wu চাইনিজ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য। মিং রাজবংশের শাসন কালকে অনেকেই অভিহিত করেন "মানব ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল সরকার ও সামাজিক স্থিতিশীলতা সর্বশ্রেষ্ঠ সময়গুলোর" অন্যতম যুগ হিসেবে। এটিই ছিল চীনের শেষ রাজবংশ যা জাতিগত হান চীনাদের শাসনাধীনে ছিল।



মুসলিমদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিঃ

জানা যায় তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। একজন অমুসলিম হওয়া সত্তেও তিনি মুসলিমদের যথেস্ট সম্মানের চোখে দেখতেন। তিনি রাজধানী নানজিং, ইউনান, গোয়াংডং এবং ফুজিয়ানে এলাকায় বেশ কিছু মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন। তিনি যে হুকুম জারি করেন সেটি ছিল এরকম "His Majesty ordered to have mosques built in Xijing and Nanjing [the capital cities], and in southern Yunnan, Fujian and Guangdong." তিনি জিনজুই (Jinjue) মসজিদ যেটির শব্দগত মানে ‘পবিত্র আলোকিত মসজিদ’ পুনঃনির্মাণ করার নির্দেশও দেন। তিনি মুসলিমদের প্রতি অনেক দয়ালু ছিলেন। এজন্য তাঁর শাসনামলে বিপুল সংখ্যক হুই (চাইনিজ মুসলিম) শহরে আগমন করে।



মুসলিমদের যথাযথ সম্মানও তিনি করেছেন। তাঁর সেনাবাহিনীতে কমপক্ষে ১০ জন জেনারেল ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, চ্যাং ইউচুন, ল্যান ইউ, ডিং ডেক্সিং, মু ইং, ফেং শেং এবং হু দাহাই। উপরন্তু, এটাও জানা যায় Hong-Wu-র ‘মা’ গোত্রীয় একজন মেয়েকে বিয়ে করেছিলেন যারা মুসলিম বংশোদ্ভুত ছিলেন।



Hundred-word Eulogy:



সম্রাট Hong-Wu ইসলাম, আল্লাহ এবং নবী করীম (সা) এর উপর ১০০ শব্দের একটি উচ্চপ্রশংসাসমৃদ্ধ কবিতা রচনা করেছিলেন। শুধু তাই নয়, তাঁর নির্মিত মসজিদগুলোতে এই কবিতার একটি করে কপি টাঙ্গিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। এটি রচিত হয়েছিল কবিতার ঢং-এ যার প্রতিটি পংক্তিতে ৪টি শব্দ বা characters ছিল এবং ৪টি সিলেবল ছিল।



এটি চায়নিজ ভাষায় লেখা হয়েছিল। ইচ্ছে ছিল চাইনিজ ভাষায় রচিত “Hundred-word Eulogy” আপলোড করে দিবি। কিন্তু আজও চেস্টা করেও পারলাম না। যাইহোক, এর

ইংরেজী অনুবাদ তুলে দিলাম। পড়ুনঃ



The One-Hundred Word Eulogy



Since the creation of the Universe,

God had decreed to appoint,

This great faith-preaching man,

From the West he was born,

He received the Holy Scripture,

A Book of thirty parts,

To guide all creation,

Master of all Rulers,

Leader of Holy Ones,

With Support from Above,

To Protect His Nation,

With five daily prayers,

Silently hoping for peace,

His heart towards Allah,

Empowering the poor,

Saving them from calamity,

Seeing through the darkness,

Pulling souls and spirits,

Away from all wrongdoings,

A Mercy to the Worlds,

Traversing the ancient majestic path,

Vanquishing away all evil,

His Religion Pure and True,

Muhammad,

The Noble & Great one.



কি অসাধারণ এক কবিতা! আমাদের রাসুল (সা) এবং ইসলাম সম্মন্ধে কি সুগভীর, কি উচ্চ ধারণা তিনি পোষণ করতেন! বিশ্ব চরাচরের সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা, প্রশংসা যেন আটকে গেছে ১০০ শব্দের মায়াজালে। এই ১০০ শব্দের মধ্যে দিয়ে তিনি গোটা ইসলামকে যেন পরিচয় করিয়ে দিয়েছেন। সত্যিই তাঁর বুদ্ধিমত্তায় অভিভূত হয়ে গেছি।



আপনাদের ভাল লাগলে জানাবেন



সবাইকে আগাম ধন্যবাদ।



সুত্রঃ গুগলে গুতা মারলে সব পই পই করে বলে দিবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

ইছামতির তী্রে বলেছেন: এত্তোগুলো + !!! ধন্যবাদ ভাই।
আরও অনেক বন্ধুরা পড়লে ভাল লাগবে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

নবীউল করিম বলেছেন: চমৎকার++++++++++++++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

ইছামতির তী্রে বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও +++++++++++++++
ধন্যবাদ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল জেনে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

ইছামতির তী্রে বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
আমার ইচ্ছা সবাই এটা জানুক।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আসফি আজাদ বলেছেন: +++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

ইছামতির তী্রে বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

HHH বলেছেন: +++++++++++++++্

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

ইছামতির তী্রে বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.