![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনজন লোক আলাপ করছে। তাদের আলাপের বিষয়বস্ত ‘আল্লাহ কোন পেশার মানুষদের প্রথমে সৃষ্টি করেছেন’। আলাপরত তিনজন তিন পেশার মানুষ। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার ও বাকীজন রাজনীতিবিদ। তারা সবাই দাবী করছেন তাদের আগে সৃষ্টি করা হয়েছে। অযথা তর্কে কোন সিদ্ধান্ত আসবে না বিধায় তারা তাদের দাবীর স্বপক্ষে যথাযথ যুক্তি পেশ করতে বলল।
প্রথমে ডাক্তারের পালা।
ডাক্তারঃ আল্লাহ প্রথমে আমাদের সৃষ্টি করেছেন। কারণ মানুষ সৃষ্টির পরে তাদের রোগ-ব্যাধি দেখা দেয়। এজন্য ডাক্তারের প্রয়োজন। কাজেই এটা প্রমাণ হলো দুনিয়াতে আমরাই প্রথম পেশাজীবি মানুষ।
এবার ইঞ্জিনিয়ার তার যুক্তি পেশ করল।
ইঞ্জিনিয়ারঃ দেখুন দুনিয়া সৃষ্টির শুরুতে সব কিছু এলোমেলো, বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল। তখন বসবাসের মত কোন অবস্থা ছিল না। দুনিয়াকে বসবাসের উপযুক্ত করার জন্য প্রথমে দরকার ছিল এই অবস্থার উন্নয়ন করে একটা গোছালো পরিবেশ আনয়ন করা। আর আপনারা তো জানেনই এই কাজ আমাদের। কাজেই এটা প্রমাণিত হলো, আমাদেরই আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন।
ইঞ্জিনিয়ার সাহেব বেশ আত্ববিশ্বাসের সঙ্গে রাজনীতিবিদের দিকে তাকালো।
মানে এবার তার পালাঃ
রাজনীতিবিদঃ আচ্ছা বলুন তো ঐ এলোমেলো, বিশৃঙ্খল অবস্থা কে করেছে?????
সবাইকে ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
নিজাম বলেছেন: ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
ইছামতির তী্রে বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর । এখানে কিছু কৌতুক আছে দেখুন তো কেমন ১৮+
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ।
আপনার কৌতুকগুলো আরো মজার।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
জিনিয়া_ইসলাম বলেছেন: সবার আগে পুলিশ পাঠানোর দরকার ছিল
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
ইছামতির তী্রে বলেছেন: তাই!!(
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
হরিপদ কেরাণী বলেছেন: ভালো হইছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
ইছামতির তী্রে বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
গোবর গণেশ বলেছেন: সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ইছামতির তী্রে বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
চারশবিশ বলেছেন: সময়োপযোগি