নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

টাটকা একটা কৌতুক শুনে দিনের কাজ শুরু করুন (৪)

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

Executive Decision



একজন কঠোর পরিশ্রমী মহিলা নির্বাহী মারা গেলে স্বর্গের তত্তাবধায়কের সাথে মোলাকাত হলো। সে তাকে বলল, “কর্মক্ষেত্রে নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি সামর্থের চুড়ান্ত রুপ দেখিয়েছেন। আমরা আপনার উপর খুশি। এজন্য আপনাকে একটা সুযোগ দেয়া হয়েছে। তাহলো স্বর্গে নাকি নরকে যাবেন এই পছন্দ আপনার।



“আমি জানি না কি করা উচিত আমার” দ্বিধান্বিত কন্ঠে বলল মহিলা নির্বাহী।



“ঠিক আছে”, বলে স্বর্গের রক্ষী আরো জানালো, “আপনাকে স্বর্গ ও নরক দেখার জন্য ২৪ ঘন্টা করে সময় দেয়া হলো। সব দেখেশুনে আপনিই সিদ্ধান্ত নিবেন অনন্তকালের জন্য আপনি কোথায় থাকতে চান”।



“খুব ভাল প্রস্তাব”, মেয়েটি খুশি হয়ে এও বলল, “তাহলে স্বর্গ দিয়েই শুরু করা যাক”।



সে স্বর্গের ভেতরে প্রবেশ করে তার দু’একজন পরিচিতজনকে দেখতে পেল। স্বর্গের সুন্দর বাগানের মধ্যে দিয়ে সে হেঁটে বেড়াতে লাগলো। এখানকার অধিবাসীরা তখন মজার উপাদেয় খাবার দিয়ে লাঞ্চ সারছিলেন। এক কোণায় সুবিশাল গাছের ছায়ায় বেশ কিছু বয়স্ক লোককে দেখতে পেল হালকা চালে আড্ডা মারতে। এখানে সেখানে অসংখ্য বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করছে। তার মনে হলো এখানকার সব কিছু কেমন যেন শান্ত, সৌম্য ও ভাবগম্ভীর। কোন হৈচৈ নেই, নেই কোন কোলাহল। দুনিয়াতে শোনা ‘স্বর্গীয় পরিবেশ’ এর বাস্তবরুপ যেন। সে আরো লক্ষ্য করলো কেউ কেউ নীল সমুদ্রের অসাধারণ বীচে হালকা পায়ে হেঁটে বেড়াচ্ছে। দিন শেষে তাকে রাত্রিবাসের জন্য খুবই সাজানো-গোছানো মনোরম একটা রুম দেখানো হলো যেখানে অনেক সুস্বাদু খাবার রাখা ছিল। সে রুমের বেলকনিতে গিয়ে বাইরের নীল সাগরের অপরুপ দৃশ্য অবলোকন করে মনের অজান্তেই বলে উঠলো, “ওয়াও”।



সে সত্যিই স্বর্গের নয়ন মনোহর দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল।



পরের দিন সকালে স্বর্গের তত্তাবধায়ক তাকে নরকের গেটে শয়তানের হাতে হস্তান্তর করলো।

শয়তান তার সম্মানে একটা জাকালো নাস্তার আয়োজন করলো। পরে তাকে escort করে নিয়ে যাওয়া হলো টেনিস ক্লাবে। ওখানে গিয়ে সে খুব খুশি হলো। কারণ ওখানে সে তার পুরাতন বস, বেশ কিছু পুরাতন কলিগ এবং পুরাতন ব্যবসায়ীক বন্ধুদেরও সাক্ষাত পেল। সে কিছুক্ষণ টেনিস খেলল, সবার সাথে আড্ডা দিল। লাঞ্চের সময় তার পুরাতন বস তাকে নামকরা রেস্টুরেন্টে নিয়ে গেল। নানা উপাদেয় খাবারের সাথে ছিল নামকরা পানীয়।



লাঞ্চের পর তারা গলফ কোর্টে কিছু সময় কাটালেন। পরে সে অন্যান্য ব্যবসায়িক বন্ধুদের কাছে ফিরে গেল এবং তাদের সাথে জমিয়ে আড্ডা দিল।



পরে তাকে তার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য ‘স্পা’ করানো হলো। স্পা শেষ হলে, একজন পরিচিত তাকে শপিং-এ নিয়ে গেল। সে খুব সুন্দর একটা সান্ধ্যকালীন গাউন কিনল, এবং শয়তান স্বয়ং তাকে নিয়ে গেল একটা জমকালো পার্টিতে যেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল নাচ-গান, পানাহার এবং বিখ্যাত সব মানুষের সমাহার।



সন্ধ্যার দিকে একটি লিমোজিনে করে তাকে একটি পাঁচ তারকা হোটেলে ড্রপ করা হলো। সেখানে সে আকন্ঠ পান করলো, সুন্দর মোলায়েম সোফায় গা এলিয়ে দিয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো।



পরদিন সকালে সে স্বর্গের তত্তাবধায়কের সাথে সাক্ষাত করলো।



তাকে সে সুধালো, “নিশ্চয়ই আপনি সিদ্ধান্তে আসতে পেরেছেন?”



আমি নরকের যাবার সিদ্ধান্ত নিয়েছি” মহিলাটি ঘোষণা করলো।



“তাই হবে” বলে স্বর্গের তত্তাবধায়ক তাকে বিদায় জানালো এবং মেয়েটি নরকের গেটের সম্মুখে পুনরায় উপস্থিত হলো।



সে ভেতরে প্রবেশ করলো। সে তার বসকে ‘হাই’ বলল কিন্তু সে তাকে মোটেও পাত্তা দিল না। অন্যান পরিচিতরা তাকে উত্যক্ত করতে লাগলো। সে খুব অবাক হয়ে গেল। কালকে যাদের অমন দেখেছিল তারা আজ সবাই ছিল খুবই নোংরা, বিশ্রী, রোগগ্রস্ত, অপুস্টির স্বীকার, এবং তারা বসবাস করছিল একটি খোলা মরুভূমিতে। তারা সবাই খাদ্য, পানি, কাপড় এমনকি একটু আশ্রয়ের জন্য হাপিত্যেশ করে মরছিল।



“কি হলো”!?! বলে সে চেঁচিয়ে উঠলো :-*:-*



“আসলে” বস বলল, “কালকে তুমি ছিলে রিক্রুট, আর আজ একজন স্টাফ”।

:((:((:((:((



মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

কাজের কথা বলেছেন: মজা পাইছি !!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

ইছামতির তী্রে বলেছেন: শুনে ভাল লাগল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

উড়োজাহাজ বলেছেন: ভাল লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

জো জো বলেছেন: দারুন একটা কৌতুক।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: =p~ =p~

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

ইছামতির তী্রে বলেছেন: =p~ =p~

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

মাথা ঠান্ডা বলেছেন: ভাল লাগছে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

ইছামতির তী্রে বলেছেন: শুনে ভাল লাগল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

জাহাঙ্গীর জান বলেছেন: অনেকগুলো মজার বাক্য, সুন্দর পোস্ট ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

ইছামতির তী্রে বলেছেন: মনযোগ দিয়ে পড়েছেন বোঝা যাচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

C/O D!pu... বলেছেন: ;) ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

ইছামতির তী্রে বলেছেন: ;) ;) ;)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লেগেছে ভাই

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সোহানী বলেছেন: হাহাহাহা ঠিক তাই.........দারুন কৈাতুক.........

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

হেডস্যার বলেছেন:
দারুন :|

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

আদম_ বলেছেন: শেষের দিকটা পড়ার আগে আমিও তো নরকরে চয়েস করছিলাম.............

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

ইছামতির তী্রে বলেছেন: বলেন কি! হাহাহা
দেখলেন তো 'চকচক করলেই সোনা হয় না'।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

ইছামতির তী্রে বলেছেন: + সানন্দে গ্রহণ করা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.