নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

Three things in life are…

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

এখানে এমন কিছু দরকারী কথাবার্তা আছে যেগুলো আমাদের সমাজে চিরন্তন সত্য হিসেবে প্রতিষ্ঠিত। অনেকেই এটা জানেন; তবু কেউ ইচ্ছে করলে সারাজীবনের জন্য কথাগুলো নিজের সংগ্রহে রেখে দিতে পারেন। শুধু তাই নয়, কেউ ইচ্ছে করলে জীবনকে নতুন উদ্যমে, নতুন গতিতে শুরু করতে পারেন।



বেশী কথা না বলে আমরা সরাসরি মূল আলোচ্য বিষয়ে চলে যাই।



Three things in life are…



Three things of life once gone never back

Time, words & opportunity



Three things of life must not be lost

Character, Hope & Honesty



Three things of life are most valuable

Love, Self-confidence & Friends



Three things of life are never sure

Dreams, Success & Fortune



Three things make a man perfect

Hard work, Sincerity & Success



Three things of life that destroy a man

Wine, Wealth & Women



OUR ATTITUDE towards Life and Work



Amazing mathematics নামে একটি লেখা দেখেছিলাম যেখানে Hard work, knowledge, Love, Luck, Money অথবা Leadership এর কোনটাই আপনাকে ১০০% সফলতা দিতে দিতে পারেনি সেখানে একমাত্র ATTITUDE শব্দটি ১০০% সফলতার পরিচয় বহন করে।



দেখুনঃ

A+T+T+I+T+U+D+E;

1+20+20+9+20+21+4+5 = 100%



মানে যেকোন কাজে সফল হতে হলে সর্বাগ্রে দরকার ইতিবাচক মনোভাব মানে Positive Attitude. চলুন কিছু নমুনা দেখি।



Failure doesn’t mean-you are a failure

It means-you have not succeeded.



Failure doesn’t mean- you accomplished nothing

It means- you have learned something.



Failure doesn’t mean- that you have been a fool

It means- you had a lot of faith.



Failure doesn’t mean- you’ve been disgraced

It means- you were wiling to try.



Failure doesn’t mean- you don’t have it

It means-you have to do something in a different way.



Failure doesn’t mean- you are inferior

It means- you are not perfect.



Failure doesn’t mean- you’ve wasted your life

It means- you have a reason to start afresh.



Failure doesn’t mean- you should give up

It means-you must try harder.



Failure doesn’t mean- you will never make it

It means-it will take little longer.



Every morning in Africa

When the sun sires,

A deer awaken,

Knowing, it has to outrun the fastest lion

OR, be hunted to death…



It does not matter whether you are a deer or lion

When the sun rises

Better be running at your best.



একটা সত্যিকারের ইতিবাচক মনোভাব বা Positive Attitude থাকলেই মানুষ ব্যর্থতা শব্দটি জয় করতে পারেন। এটি আপনাকে বাকী পর্যায়গুলো অতিক্রম করতে অনুপ্রেরণা যোগাবে।



সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

খেয়া ঘাট বলেছেন: GP

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

ইছামতির তী্রে বলেছেন: অনেক ধন্যবাদ বস।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

খেয়া ঘাট বলেছেন: আমাকে আমার অফিস থেকে একবার বলা হয়েছিলো- কোন রকমের লোক আপনি হায়ার করবেন?
তারপর উনারাই বলে দিলেন- সবকিছু শিখিয়ে নেয়া যাবে, কিন্তু কারো অ্যাটিচিউড যদি ভালো না থাকে তাহলে তাকে দিয়ে কিছুই করানো যাবেনা।
GP
++++++++++++++++++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

ইছামতির তী্রে বলেছেন: সত্যি পজিটিভ অ্যাটিচিউড সাফল্যের চাবিকাঠি।
আবার আপনাকে ধন্যবাদ।
অনেক দিন লেখা দিচ্ছেন না, ব্যস্ত নাকি?

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

ইছামতির তী্রে বলেছেন: আপনি এত + দিলেন। অথচ আর কারো কোন খবর নেই। :( :( :(

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

ফিলিংস বলেছেন: শেয়ার করার মতো পোস্ট........

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

ইছামতির তী্রে বলেছেন: শেয়ার করতে পারেন।
আপনাকে ধন্যবাদ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

ফিলিংস বলেছেন: শেয়ার করার মতো পোস্ট........

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

ইছামতির তী্রে বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: এই ATTITUDE যেমন সফলতা দেয় তেমনি যে কোন কিছু ধংসের মুলমন্ত্র হয়ে কাজ করে /:)

।অনেক ধন্যবাদ আপনাকে

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

ইছামতির তী্রে বলেছেন: সফলতার কথা বুঝলাম। কিন্তু 'ধংসের মুলমন্ত্র হয়ে কাজ করে'-ব্যাপারটা একটু পরিস্কার করবেন?

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: ওহ!! প্লাস দিতে চেয়ে ভুলে গেছি :-*


+++ :)

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

ইছামতির তী্রে বলেছেন: আপনার +++ গ্রহণ করা হলো; হাসিসহ। :):)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: ATTITUDE শব্দের আগে যখন পজিটিভ না হয়ে অন্য কিছু হয় :)

আশা রাখছি আমার অ্যাটিচিউড এখন পরিস্কার :#>

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

ইছামতির তী্রে বলেছেন: ঠিক বলেছেন। আপনার অ্যাটিচিউড খুবই পরিস্কার :``>>

তবে আমি কিন্তু আগে পজিটিভ শব্দটি ব্যবহার করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.