![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধু-বান্ধবীগণ,
অতি আনন্দের সাথে সবাইকে জানানো যাচ্ছে যে, আগামী ২২/১১/২০১৩ ইং তারিখ রোজ শুক্রবার বেলা ৩:৩০ ঘটিকার সময়ে বসুন্ধরা সিটি চত্তরে একটি “বিশেষ চাপাবাজি শো” বা গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা নিজেকে উচ্চমানের চাপা সম্রাট বা চাপা সম্রাজ্ঞী মনে করে এবং নিজের চাপার জোড় জাহির করতে পছন্দ করে তারা সবাই উক্ত চাপা পার্টিতে আমন্ত্রিত । কেউ যদি Bag and Baggage মানে আন্ডা বাচ্চা, স্বামী বা স্ত্রী (ক্ষেত্রবিশেষে)সহকারে এসে মূল অনুষ্ঠানের বারোটা বাজাতে চাও তাহলেও কোন সমস্যা নেই
। আর হ্যাঁ, চাপাবাজি শেষে বুসুন্ধরা সিটি-র ফুড কোর্ট-এ বিশেষ ‘তাবারক’-এর ব্যবস্থা আছে। ...ভয়ের কিছু নেই;
তোমাদের স্ব স্ব পকেট নিরাপদেই থাকবে। কারণ খাবার পরিবেশনার জন্য একজন স্পন্সর পাওয়া গেছে। কাজেই কেউ যদি বেশী খাওয়ার উদ্দেশ্যে ‘ইলাস্টিকওয়ালা’ পোষাক পড়ে আসো তাহলে কেউ ‘মাইন্ড’ করবে না (শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য)
। কাজেই নির্দিধায় রাতের meal অফ করতে পার। উল্লেখ্য, সবার জন্য গত এক দশকের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু, কথার জাদুকর বা চাপা সম্রাট....(বাকিটুকু সশরীরে এসে দেখে যাও) সাথে বোনাস হিসেবে থাকছে জ্বলন্ত জলিলের ব্লকবাস্টার কমেডি হিট ছিঃনেমা “নিঃস্বার্থ ভালবাসা-What is Love” এর বিশেষ প্রদর্শনী।
তোমাদের উপস্থিতিতে বসুন্ধরা সিটি চত্তর হয়ে উঠুক চাপাময়। “এটম খাও চাপার জোর বাড়াও”।
আমাদের অসামাজিক বন্ধু-বান্ধবীদের (মানে যারা ফেবু ব্যবহার করে না) মোবাইলে খবরটি জানানোর জন্য বলা হলো।
অপারগতায়ঃ ০১৭১৭-০০০০০০
বিশেষ দ্রস্টব্যঃ যারা দাওয়াত পত্র পড়ে বলে উঠবেন “দাওয়াতকারী কোন manners জানে না” তাহলে তার আসার দরকার নেই।
বুঝতেই পারছেন এটা কিছুদিন আগের লেখা। ভাবলাম আমার সামু বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করি।
সবাইকে ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২
ইছামতির তী্রে বলেছেন:
ওকে ভাইজান, সামনে আরো অনেক দিন আছে, ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯
হেডস্যার বলেছেন:
ধুর্মিয়া....আমি আরো দিন তারিখের হিসাব করতে বসছিলাম।