![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৩০ জুন মার্ক জাকারবার্গ ফেসবুকে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন৷ ‘টাউনহল কিউঅ্যান্ডএ’ (Town Hall Q&A) নামের এই প্রশ্নোত্তর পর্বগুলো ২০১৪ সালের ৭ নভেম্বরে শুরুর পর থেকে একরকম নিয়মিতই আয়োজন করা হচ্ছে—কখনো ফেসবুক সদর দপ্তরে সরাসরি, আবার কখনো অনলাইনে৷ উদ্দেশ্য নিয়ে মার্ক নিজেই লিখেছেন, আমাদের কমিউনিটি কী নিয়ে ভাবছে, তা জানার গুরুত্বপূর্ণ মাধ্যম এই টাউনহল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বের প্রশ্নকারীদের মধ্যে স্টিফেন হকিং, আর্নল্ড শোয়ার্জনেগার থেকে শুরু করে ১০ বছরের এক বালিকাও ছিল। যাইহোক, সেই প্রশ্নোত্তর পর্বে জেনিফার লিন্ডসে প্রোভান নামের একজন মার্ক জাকারবার্গকে নিম্নলিখিত প্রশ্নটি করেছিল।
জেনিফার লিন্ডসে প্রোভান: আমার ১০ বছর বয়সী মেয়ে জানতে চায়, যদি কখনো তুমি মনুষ্যবিহীন কোনো দ্বীপে যাও, তবে কোন তিনটি জিনিস সঙ্গে নেবে?
মার্ক জাকারবার্গ: আমার স্ত্রী, পোষা কুকুর ও মোবাইল ফোন৷
জাকারবার্গের উত্তর জানা গেল। আমি এবার আপনাদের সবার উদ্দেশ্যে একই প্রশ্ন রাখছিঃ
যদি কখনো মনুষ্যবিহীন কোনো দ্বীপে যান, তবে কোন তিনটি জিনিস সঙ্গে নেবেন?
আমি কি কি নিয়ে যেতে চাইব তা জানা যাবে আড্ডার তালে তালে।
সবাইকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তথ্যসূত্রঃ তথ্যসূত্র
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮
ইছামতির তী্রে বলেছেন: হাহাহা। দারুণ!
ধন্যবাদ আপনাকে।
২| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮
যোগী বলেছেন:
১। জেনিফার লরেন্স
২। জেনিফার লরেন্স
৩। জেনিফার লরেন্স
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১১
ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা। বসকে ত কোনক্রমেই যোগী মনে হচ্ছে না। হাহাহা
জেনিফার লরেন্স কি জানে? হাহাহা
ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮
মাটি আমার মা বলেছেন: ১। আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই বা বারুদ
২। একটা মাঝারি ধারালো ছুরি
৩। প্রচুর বই।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১২
ইছামতির তী্রে বলেছেন: টিকে থাকার পাকা ব্যবস্থা আর কি! খুব ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।
৪| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩
সাদী ফেরদৌস বলেছেন: বেয়ার গ্রিলস কে সাথে নিয়া যাব , সাথে একটা চুলা ।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
ইছামতির তী্রে বলেছেন: বেয়ার গ্রিলস ঠিক আছে। সে থাকলে আপনার সব মুশকিল আসান।
চুলা দিয়ে কি হবে? কাবার ঝলসে খাবেন।
ধন্যবাদ আপনাকে।
৫| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪০
হাসান মাহবুব বলেছেন: এটা কি সারাজীবনের জন্যে? তাহলে বিষ নিয়ে যাবো।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
ইছামতির তী্রে বলেছেন: কেন রে ভাই! কোন বান্ধবী নিয়ে যান উইথ মোবাইল প্লাস প্রিয় কিছু বই। হাহাহা
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
মানুষমানব বলেছেন: ১ সিগারেট
২ দিয়াশালাই
৩ চা পাতা