নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা দেশ কোনটি?

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান বাভ কনসাল্টিং পরিচালিত এক জরিপে বিশ্বের সেরা দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়, অর্থনীতি এবং জীবনমানের সূচকের ওপর ভিত্তি করে পরিচালিত এই জরিপে শীর্ষে চলে এসেছে জার্মানি। এর পরেই যথাক্রমে কানাডা, যুক্তরাজ্যে, আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং দশম স্থানে আছে ডেনমার্ক।

তবে ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন।

এছাড়া অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল, উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ, সংস্কৃতির জন্য ফ্রান্স, বাণিজ্যের জন্য জার্মানি, জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা, ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে।

এবার মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, জরিপটা যদি উল্টা দিক দিয়ে হত তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় থাকতে পারে বলে আপনাদের মনে হয়?

সবাইকে ধন্যবাদ।

রেফারেন্সঃ Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

কাউন্টার নিশাচর বলেছেন: বাংলাদেশ টপ টেনে থাকবে মনে হয়

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

ইছামতির তী্রে বলেছেন: উল্টা জরিপে বাংলাদেশ সবসময় দেখা যায় 'টপ থ্রি-ফাইভ' এ থাকে।

সাড়া দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

মঞ্জু রানী সরকার বলেছেন: ধন্যবাদ, তথ্যের জন্যে

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

ইছামতির তী্রে বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, পড়ার জন্য।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রশ্নের উত্তর হলো


আমি হতাশ

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

ইছামতির তী্রে বলেছেন: আপনার উত্তর শুনে আমিও হতাশ। :(

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ, সুন্দর তথ্যের জন্যে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

ইছামতির তী্রে বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, পড়ার জন্য।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অেসন বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্নটা মনে হল নিজের দেশকে কটাক্ষ করছেন। এটা ঠিক না।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

ইছামতির তী্রে বলেছেন: না, নিজের দেশকে কটাক্ষ করার কোন অভিপ্রায় ছিল না। বরং হতাশা ছিল। কারণ ভাল কোন কিছুর প্রথম দিকে আমাদের দেশের নাম প্রায় দেখা যায় না বললেই চলে। অথচ আমাদের দেশটা অতি সুন্দর। এই সুন্দর দেশটাকে আমরা অসুন্দর করে দিয়েছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
কানাডা, আমেরিকা ?

বাংলাদেশের জনসংখা কত? বংলাদেশ সমগ্র পৃথিবীর সবচাইতে ঘণবসতির দেশ।
অপর্যাপ্ত অবকাঠামো, তিনদিকে কাটাতারে অবরুদ্ধ, একদিকে সাগর। বংলাদেশ এখনো টিকে আছে এটাই তো বিষ্ময়কর।
পৃথিবীর মোট জনসংখা ৮০০ কোটি প্রায়। বাংলাদেশের ১৭ কোটি সহ পৃথিবীর ৮০০ কোটি পাবলিক সবাই যদি আম্রিকায় ঢুকে পরে এরপরও আরেকটি বাংলাদেশের মত ঘণবসতি হবে না।
আম্রিকা, কানাডার কর্তাদের খালিহাতে বাংলাদেশ একবছর চালাতে বললে দেখবেন, বংগপসাগরে লাফাইয়া আত্নহত্যা করতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

ইছামতির তী্রে বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। গাদাগাদি মানুষের বাস যেখানে সেখানে সমস্যা হবেই। কিন্তু এটাই কি আমাদের একমাত্র সমস্যা? নিজের দেশের এ হেন দূরবস্থা থেকে উত্তরণের জন্য কি আমরা কিছুই করতে পারি না? এই রাজধানী শহর একবার ভাল করে দেখুন। ভীষণ বিশ্রী, নোংরা একটা শহর এটি। কিছুদিন আগেই 'বসবাসের সবচেয়ে অযোগ্য শহর'র তালিকায় গত ৫ বছর ধরে যুদ্ধ-বিধ্বস্ত শহর দামাস্কাসের পরেই এর স্থান। একটা দেশের রাজধানীই যদি এত বিশ্রী, এত নোংরা হয় তাহলে বাকী এলাকার চেহারা কেমন হবে তা সহজেই অনুমেয়। অন্যান্য সেক্টরেও একই অবস্থা।

দেশটা ভাল করতে টাকার চেয়ে দেশপ্রেম আগে দরকার, রুচি দরকার। দুঃখজনক হলেও সত্য এগুলোর বড্ড অভাব এই দেশে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
"রাজা আসে যায়, তবু আসে না সুদিন" গানটির কথা মনে পড়ে গেল !
কেমন আছেন প্রিয় ভ্রাতা ?? দেখা যায় না, নাকি আমিই নাই !!

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

ইছামতির তী্রে বলেছেন: আরে ভাই আপনি! কেমন আছেন? আমি কিন্তু মাস দুয়েক হলো বেশ নিয়মিত। আপনাকেই ইদানিং দেখা যাচ্ছে না। খুব ব্যস্ত নাকি?

আমাদের দেশের মানুষজন আসলেই খুব হতভাগা। শান্তির 'মা' মারা গেছে আমাদের।

আপনাকে পেয়ে ভাল লাগল।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

আমি তুমি আমরা বলেছেন: তথ্যগুলো জানলয়াম।ধন্যবাদ।

উল্টো দিক থেকে কেন জরিপ করবে? ঠিকঠাক জরিপ করলে তাতেই একদিন বাংলাদেশ উপরের দিকে উঠে আসবে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

ইছামতির তী্রে বলেছেন: আমরা সেই প্রত্যাশায়ই থাকলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

বিজন রয় বলেছেন: বাংলাদেশ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.