![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এক পাড় মাতাল বাসে চড়ে কোথাও যাচ্ছিল। তার পোশাক-পরিচ্ছদ ছিল খুবই নোংরা, চোখগুলো ছিল টকটকে লাল। আর তার জামার পকেটে থাকা একটা আধা খালি মদের বোতল দেখা যাচ্ছিল। তার গা থেকে ভুরভুর করে মদের গন্ধ বের হচ্ছিল। তার ঠিক পেছনের আসনেই একজন ধর্মযাজক বসেছিল। যাক, সে তার হাতে থাকা পত্রিকাটি খুলে পড়তে শুরু করলো। মিনিট কয়েক পরে সে ঘাড় ফিরিয়ে ধর্মযাজককে জিজ্ঞেস করলো, ‘পিতা, আর্থ্রাইটিস (Arthritis) কি কারণে হয়?”
“জনাব, অসঙ্গত ও অগোছালো জীবন-যাপন, নোংরা ও সস্তা মেয়েদের সাথে অবাধে মেলামেশা করা, অতিমাত্রায় মদ্যপান করা এবং সহযোগী মানুষকে অযথা অবজ্ঞা বা ঘৃণা করলে আর্থ্রাইটিস হতে পারে” ধর্মযাজক জবাবে বলল। “হুমম” বলে মাতালটি অসন্তোষভরে গজগজ করতে করতে পুনরায় পত্রিকা পড়ায় মনোযোগ দিল।
এদিকে কথাগুলো বলেই ধর্মযাজক চিন্তা করলেন বেচারাকে এভাবে বলা বোধহয় ঠিক হয়নি। তাই সে লোকটির দিকে ফিরে ক্ষমা চেয়ে বলল, “আমি দুঃখিত বাছা; আমি বুঝতে পারিনি। তা, কতদিন যাবত তুমি আর্থ্রাইটিস-এ ভুগছো”?
মাতাল বলল, “আমার আর্থ্রাইটিস হয়নি, পিতা। তবে আমি এইমাত্র পত্রিকায় পড়লাম যে, পোপের নাকি আর্থ্রাইটিস ছিল”।
****************
এবারে অস্কার আসরের সেরা ছবি ‘স্পটলাইট’৷ এ ছবির বিষয়বস্তু ক্যাথলিক চার্চের যৌন কেলেঙ্কারি৷ ২০০২ সালে ‘দ্য বস্টন গ্লোব’ পত্রিকার সাংবাদিকদের তদন্তের জেরে যা ফাঁস হয়েছিল৷ অস্কারের সেরা নির্বাচিত হওয়া এ ছবিকে অভিনন্দন জানানো হলো ভ্যাটিক্যানের তরফে৷ সেইসঙ্গে যৌন কেলেংকারির জন্য দুঃখপ্রকাশও করা হলো৷
সবাইকে ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ইছামতির তী্রে বলেছেন: কিস্যু বলার নাই।
ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ইছামতির তী্রে বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
এ সামাদ বলেছেন: কি তা কইতামরে ভাই।