![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া দুস্কর। আমিও ফেবু ব্যবহার করি এবং মাঝে মাঝে সাথে এটা-সেটা লিখে থাকি। নিম্নোক্ত ছোটখাটো লেখাগুলো আমার সেরকমই কিছু স্ট্যাটাস। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে লখাগুলো দিয়েছিলাম। কিছুদিন হল সামুর প্রিয় বন্ধুদের সমীপে এই সিরিজ শেয়ার করে আসছি। আজকে দিলাম এর চতুর্থ পর্ব। আপনাদের মতামত দিয়ে জানাতে ভুলবেন না আশা করি।
বন্যাঃ
১৯৮৮ সাল। দেশজুড়ে ভয়াবহ বন্যা। তখন স্কুলে পড়ি। ঝাপসা মনে পড়ে বিটিভির পর্দায় দশটার ইংরেজি সংবাদের আগের দৃশ্য। সে সময় বাংলাদেশের সিংহাসনে আসীন মহাশক্তিধর লেজেহুম এরশাদ। রাষ্ট্রপতি এরশাদ সাফারি স্যুটের প্যান্ট গুটিয়ে বন্যাদুর্গত এলাকায় হেঁটে চলেছেন। প্লে ব্যাকে শোনা যাচ্ছে এন্ড্রু কিশোরের কণ্ঠে এরশাদের নিজের লেখা গান :
‘তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা অপার…।
দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বন্যাকবলিত জেলার হাজার হাজার পানিবন্দি মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেসে গেছে মাঠের ফসল। খাদ্যাভাবে প্রতিদিন মরছে গবাদি পশু। বানভাসী মানুষের দ্বারে এখনও পৌছেনি ত্রান সহায়তা। এখনকার নেতা-নেত্রীদের তেমন একটা দেখা যাচ্ছে না সেখানে। তারা অবশ্য জঙ্গিবাদ নির্মূলেই ভীষণ ব্যস্ত আছেন।
বিশ্বের ৮ম সুখী দেশ বাংলাদেশঃ
বিশ্বে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। ব্রিটেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ ইকোনমিকস ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জনগণের শান্তি, সমৃদ্ধি, মৌলিক চাহিদা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর জরিপ চালিয়ে সুখী দেশের তালিকাটি তৈরি করা হয়েছে।
'টপ টেন'-এ থাকা প্রায় সকল দেশই গরিবের মধ্যে পড়ে। একেই বলে
পাগলের সুখ মনে মনে,
পাতা টোকায় আর টেকা গোনে’।
জিপি’র ‘অফারের বান্ডিলঃ
মাঝে মাঝে মনে হয় একটা ফুল লোডেড AK-47 নিয়ে জিপি’র হেডঅফিসে যাই এবং প্রতিদিন যারা চৌদ্দবার করে ‘অফারের বান্ডিল’ পাঠিয়ে কাস্টমারদের চরম বিরক্ত করে তাদের পাখির মত গুলি করে মারি!!
কবে শেষ হবে এই রক্তাক্ত অধ্যায়ঃ
টিভি, পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সর্বত্র শুধুই রক্তের স্রোত, রক্তাক্ত কিংবা মৃত মানুষের মুখ!!!
বিভৎস এ সব ছবি দেখতে দেখতে ক্রমান্বয়ে অসুস্থ্য হয়ে পড়ছি। এই নারকীয় অবস্থা থেকে মুক্তির কোন উপায় আছে কি?
এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন?
মুসলিম নামধারী কেউ সহিংস ঘটনা ঘটালে বিশ্ব মিডিয়া ‘জঙ্গি, জঙ্গি’ বলে হাউকাউ করে দুনিয়া মাথায় তোলে। আর একই কাজ যদি কোন উগ্রবাদী খ্রিস্টান করে তাহলে মিডিয়াই ‘মানসিক অবসাদগ্রস্ত’ বলে চালিয়ে দেয়।
এই ডাবল স্ট্যান্ডার্ড আর কত দিন? প্রবল ধিক্কার জানাই এই দ্বিমুখী আচরণকে।
একটি শ্রেষ্ঠতম উপন্যাসঃ
প্রতিটি মানুষের জীবন এক একটি শ্রেষ্ঠতম উপন্যাস। যার রচয়িতা স্বয়ং মহান আল্লাহ।
ব্রেকিং নিউজঃ
ইদানিং 'ব্রেকিং নিউজ' শব্দদ্বয়ে চোখ পড়লেই পিলে চমকে যায়।
গুগল বোধহয় একজন মহিলাঃ
গুগল বোধহয় একজন মহিলা। কারণঃ
১. সে আপনার কথা (বাক্য) কখনো শেষ হতে দিবে না। তার আগেই সে নানারকম সাজেশন দেয়া শুরু করে।
২. সে সব জানে
শতাব্দীর সেরা ছবি!
শুক্রবার রাতে ট্যাঙ্ক নিয়ে তুরস্কের নির্বাচিত সরকারকে উৎখাতে রাস্তায় নামে সেনাবাহিনীর কিছু সদস্য। আর সেনাদের সেই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যান এক যুবক।
গণতন্ত্রকে রক্ষার জন্য রাস্তায় নামা এমন সাহসী যুবক সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী হন বার্তা সংস্থা রয়টার্সের।
এমন সাহসের গল্প বইতে পড়েছি। এবার দেখলাম।
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশঃ
বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ধীরে ধীরে এক গভীর সংকটের মধ্যে নিপতিত হচ্ছে। এর থেকে পরিত্রাণের রাস্তাও ক্রমে ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের আত্বঘাতী রাজনীতি এবং জনগণের নৈরাশ্যের কারণেই এসব হচ্ছে। একদিন জাতিকে বহু মূল্য দিয়ে এ ঋণ শোধ করতে হবে।
“ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকরঃ”
“ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।” ধুমপানকে নিরুৎসাহিত করার এমন পরিস্কার সতর্কবার্তা থাকা সত্ত্বেও ধুমপান কমেনি। তবে ধুমপানকে ‘না’ বলার জন্য বিশ্বের বিভিন্ন দেশে সিগারেটের প্যাকেটের সামনে ও পেছনে বীভৎস সব ছবি ছাপা হচ্ছে (ছবি দেখুন)এবং এসব দেশের সংখ্যা দিনে দিনে বাড়ছে।
এই প্যাকেট দেখেও কি কেউ সিগারেট খেতে চাইবেন??
যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণঃ
সকল মানুষ তার নিজস্ব কর্মক্ষেত্রে কিছু রাবণের দেখা পায়। এই রাবণদের ধারাবাহিকতার কোন শেষ নেই। একজন যায় আরেকজন আসে।
রাবণদের এই অন্তহীন মিছিল কি কখনো শেষ হবে?
সবাইকে অনেক ধন্যবাদ।
বিঃদ্রঃ ছবিগুলো নেট থেকে নেয়া।
©somewhere in net ltd.