নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ

গোর্কি

ফেইসবুক: মাতরিয়শকা

গোর্কি › বিস্তারিত পোস্টঃ

অলীক সান্ত্বনায় মিষ্ট বোধ

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৩:৩৩

ক্ষনিকের এই জীবন! দুঃখের জীবনটাকে অনেক বড় মনে হয়, সহজে শেষ হয় না। অনেকের কাছে জীবন মানে শুধুই হতাশা। জীবন মানেই কষ্ট, যন্ত্রণা, বিষাদময়। জীবন মানেই তাদের কাছে শুধুই নিরাশা। জীবন মানেই কিছু না পাওয়া, হারানোর ব্যর্থতা। জীবন মানেই দুঃস্বপ্নের ঘুটঘুটে আঁধার রাত। জীবন মানেই একাকিত্বতা, শূন্যতা, ফাঁকা। জীবন মানেই তাদের কাছে অসহ্য সর্বনাশা। আমি মনে করতে চাইনা মনের কোনো দুঃখকে। মনে করতে চাইনা মনের কোনো যন্ত্রণাকে। মনে করতে চাইনা মনের কোনো কষ্টকে। মনে করতে চাইনা মনের কোনো ব্যথাকে। মনে করতে চাইনা মনের কোনো বেদনাকে। মনে করতে চাইনা মনের কোনো কষ্টের স্মৃতিকে। আর একদমই কোনো ভাবেই, কোনো প্রকারেই, কোনো মতে, ভুল করেও আর মনে করতে চাই না।



জীবন যেন না হয় কারোর বিবর্ণ, ফ্যকাশে, মূল্যহীন। রাঙ্গিয়ে থাকুক জীবন সবার, হয় না যেন রংবিহীন। জীবন মানেই হয় না যেনো সমস্ত চাওয়া পাওয়ার বিসর্জন। জীবন যেন না হয়ে যায়, হাজারো দায়িত্বের বোঝা সর্বক্ষণ। পূরণ হোক স্বপ্নগুলোর সব আকাংখা, আশা। থাকুক শুধুই জীবনে সবার সুখ,শান্তি, ভালবাসা। হোকনা জীবন, স্বাধীনভাবে উড়ে বেড়ানো রঙ্গিন প্রজাপতির মতো। থাকুক জীবনে, উচ্ছলতা, উদ্দীপনা, হাসি, আনন্দ যতো।



মনের চাওয়া পাওয়ার সমস্ত ইচ্ছেগুলো সম্পূর্ণ ভাবে কখনই পূরণ হয় না। জীবন থেকে যা পেয়েছো তাই নিয়ে সন্তষ্ট থাকলেই জীবন আনন্দময়। খুব বেশি চাহিদা কখনই সুখ দেয় না। অল্পতেই যারা খুশি, তারাই সব চাইতে সুখী। মনকে সর্বদাই শান্তি দাও। মন যা চায় না, জোর করে তাই করলে জীবনের প্রতি অনীহা আসে। মনের ভালোলাগাটাকে সবচাইতে বেশি প্রাধান্য দাও। জীবনকে যদি সুন্দর সময় দাও–জীবন তার প্রতিদান দিবে। সুখ, দুঃখ, হাসি, কান্না, ব্যথা, বেদনা এগুলি সবই তো জীবনেরই অংশ। অনেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো। জীবনকে ভালোবাসলে জীবনও তোমাকে ভালোবাসবে, দুঃখের মাঝেও সুখ দিবে, কান্নার মাঝেও হাসাবে। ধৈর্য্য হারিয়ে মনটাকে ক্ষুন্ন করে জীবনকে কখোনোই বলোনা ”অসহ্য”! তাহলেই সব শেষ, সবই হারাবে ! যতখানি পারো জীবন থেকে ভালো জিনিসটাই বেছে নাও, বিপদকে জয় করার চেষ্টা করো আত্মবিশ্বাসে। জীবন হয়ে উঠবে স্বর্গীয়ে। রঙয়ের তুলি তোমার হাতে। ইচ্ছে হলে সাদা, কালো কিংবা রঙ্গিন করে তুলতে পারো জীবনটাকে।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫১

লেখোয়াড়. বলেছেন:
শুভ সকাল।

আশাবাদী ও নিরাশাবাদী লেখাটি লিখলেন। লেখাটি ঠিক আপনার মতোই জীবনের গভীরের।

জীবনের সম্ভবনা কতটুকু জন্মের উপর, আর কতটুকু এই পার্থিব জীবনের উপর এটাই ভাবতে ভাবতে তো সময় চলে যাচ্ছ।
সবকিছু শূণ্য করে দিয়ে জীবনের শুরু কোথায় তা আমি ভাবতে পারি কি না।

তাই ভাবছি।
ভাল থাকুন।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

গোর্কি বলেছেন: অনাবিষ্ট মস্তিষ্কে আবোল তাবোল চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ মাত্র। গুরুত্বের সাথে নেয়ার কোনো মানে নেই।
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

২| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬

সুমন কর বলেছেন: যা বলেছেন, সহমত। জীবনকে নিয়ে চিন্তার বহিঃপ্রকাশ।

খুব বেশি চাহিদা কখনই সুখ দেয় না। অল্পতেই যারা খুশি, তারাই সব চাইতে সুখী।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০

গোর্কি বলেছেন:
ব্যাপারটা যদিও আপেক্ষিক, আমার ধারণাও তাই।
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৩| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১২

অন্ধবিন্দু বলেছেন: সরলমনা বক্তব্য। আহা, অতো সহজ করে ভাবা কী আর যাচ্ছে আজকাল !
আপনার আশা ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা জানাই, গোর্কি। ধন্যবাদ।

৪| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

গোর্কি বলেছেন:
সব কিছু সহজ করে নিতে পারলে জীবন সহজ কিন্তু সব সময় সেটা পারাও যায়না আফসোস।
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর লেখা। ভাল লাগলো।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৬| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আপনার জীবনদর্শন।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২

আমিনুর রহমান বলেছেন:


সহজ সরল জীবনদর্শন। সবার ভাবনা যদি এমন হতো তাহলে নিজেও ভালো থাকতো এবং অন্যকেও ভালো রাখতে পারতো।

পোষ্টে +

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

গোর্কি বলেছেন:
সব কিছু সহজ করে নেওয়াটা নিজের ইচ্ছের বাইরেও পারিপার্শ্বিক অনেক কিছুর ওপর নির্ভর করে। সেখানেই যত গন্ডগোল। যথাসম্ভব খুব সহজ-সরলভাবে দেখার চেষ্টা করি। তাই সহজভাবে ফুটিয়ে তোলার প্রয়াস। হাসি-কান্না, দুঃখ-বেদনা নিয়েই জীবন। এটাই করুণ বাস্তবতা। সুতরাং কঠিন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

এহসান সাবির বলেছেন: চমৎকার ভাবনা।

ভালো লাগা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

গোর্কি বলেছেন:
অনেকদিন বাদে আবারও সেই পথে দেখা। খুব ভাল লাগল পোস্টে পেয়ে। কৃতজ্ঞতা জানুন সুপ্রিয়।

৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

তুষার কাব্য বলেছেন: জীবনবোধের চলমান গল্প।খুব ভাল লাগলো ।
ফিরে আসলাম আবার :)
শুভেচ্ছা জানবেন ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

গোর্কি বলেছেন:
পোস্টে আপনাকে পেয়ে ভাল লাগল। ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

গোর্কি বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

উর্বি বলেছেন: চাইলেও কি আর রাঙনো যায় জীবন!
ভাল লাগল লিখা

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৯

গোর্কি বলেছেন:
হয়তো বা আপনিই ঠিক। তবে অধিকাংশ ক্ষেত্রেই রঙের তুলি জীবনের চিত্রপট পরিবর্তনে সক্ষম।
ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

১২| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

উর্বি বলেছেন: হাহাহাহহাহা। ইতিমধ্যে দেখি ঢু মারা হইল ক্যানভাসে বুঝি :D

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯

গোর্কি বলেছেন:
যার একটি পাঠাগার ও ফুলের বাগান আছে, তার সম্ভবত জীবনের সব কিছুই আছে। ছবিগুলো কী আপনার আঁকা? খুব সুন্দর। শুভকামনা রইল।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

উর্বি বলেছেন: জ্বী। প্রতিটা ছবিই আমার আকা। ধন্যবাদ :)

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

গোর্কি বলেছেন:
আঁকাআঁকির হাত নিঃসন্দেহে খুব ভাল। উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ছবির মত সুন্দর থাকুন।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

উর্বি বলেছেন: প্রীত হইলাম

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৬

গোর্কি বলেছেন:
প্রীত হয়েছেন জেনে আনন্দিত হলাম। কৃতজ্ঞতা জানবেন।

১৫| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: নিয়মিত পোস্ট চাই।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

গোর্কি বলেছেন:
ইদানিং এমনিতেই লেখালেখিতে ভীষণ একটা জড়তা জেকে বসেছে। বড্ড মুশকিলে ফেলে দিলেন। গ্রীস্মকালীন অবকাশযাপনে ক'দিনের জন্য মস্কোর বাইরে যাচ্ছি। ফিরে এসে দেখা যাক ইনশাল্লাহ।আপনিও অনেক দিন হলো পোস্ট দিচ্ছেন না। পোস্টের অপেক্ষায় রইলাম। খুব সুন্দর থাকা হোক সুপ্রিয়।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো ও খাঁটি কিছু কথা লিখেছেন। সবাই সুখী হোক। অল্পতেই খুঁজে নিক শান্তি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

শায়মা বলেছেন: খুবই সত্য কথা!!!!!!!!!

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//জীবনকে ভালোবাসলে জীবনও তোমাকে ভালোবাসবে, দুঃখের মাঝেও সুখ দিবে, কান্নার মাঝেও হাসাবে।... রঙয়ের তুলি তোমার হাতে। ইচ্ছে হলে সাদা, কালো কিংবা রঙ্গিন করে তুলতে পারো জীবনটাকে।//

দারুণ :)
শুভেচ্ছা, গোর্কি :)

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

গোর্কি বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়। লেইট লতিফ আমি ক্ষমাপ্রার্থী খুব দেরিতে উত্তর দেবার জন্য। আশা করি খুব আনন্দময় সময় কেটেছে। শুভেচ্ছা ও শুভকামনা অফুরন্ত।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: বিলম্ব ঈদের শুভেচ্ছা !:#P

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

গোর্কি বলেছেন:
অনেক ধন্যবাদ। জীবন হোক রূপকথার মত এই কামনা সবসময়।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

অদৃশ্য বলেছেন:




শ্রদ্ধেয় গোর্কি...

আমার সবসময়ই মনে হয়েছে যে জীবনটা অনুভব করবার জন্য... আমরা অধিকাংশই জীবনকে অনুভব করতে পারিনা, এর বাহ্যিকটা নিয়েই মেতে থাকি আর জীবন সময় শেষ করে দিই...আপনার লিখা বরাবরই আমাকে আকর্ষণ করে...

আশাকরছি আপনি ভালো ছিলেন এবং আছেনও আর দোয়া রইলো প্রতিটি সময় ভালো থাকবার...
শুভকামনা...

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

গোর্কি বলেছেন:
দৃশ্যমান হতে দেখে যারপরনাই ভাল লাগছে। এত ভাল লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনার মন্তব্য পেয়ে মনে হচ্ছে নব উদ্দীপনায় ভাল-মন্দ যাইহোক কিছুমিছু প্রাত্যহিকভাবে লেখা শুরু করি। আশা করি আবারও নিয়মিত পাব। খুব সুন্দর থাকবেন সুপ্রিয়। শুভকামনা সর্বক্ষণ।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

নীলপরি বলেছেন: প্রথম আসলাম আপনার ব্লগে । লেখাটা পড়ে ভালো লাগলো ।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

গোর্কি বলেছেন:
ভাল লাগল জেনে প্রীত হলাম। খুব সুন্দর সময় কাটুক হিমের দিনগুলোতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.