![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
একটা জবানবন্দি.........
ব্যর্থ মানুষ : তুমি এখন কেমন আছো জিহাদ?
জিহাদ : কেমন আছি জানি না...ভাল থাকতে দিল কই আমাকে মানুষ? দেখছেন না এখনও প্রহসন চলছে আমাকে নিয়ে।
ব্যর্থ মানুষ : তোমাকে আমরা বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না । তুমি আমাদের উপর কি রাগ করে আছো ??
জিহাদ : নাহ ...... রাগ করে নাই... কিন্তু কেন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার......আমি তো বেঁচে ছিলাম তাইনা.........তাহলে এভাবে আমার নামে " পাইপে পড়ার ২ ঘণ্টা পড়ে মারা গেছে " বলা হল কেন ?? উত্তর দিতে পারবেন??
ব্যর্থ মানুষ: তাহলে শেষ পর্যন্ত আমাদের মত মেরুদণ্ডহীন মানুষের কাছে কি আশা রাখো তুমি ??
জিহাদ : আর কাউকে পরবর্তীতে আমার মত করে প্রহসনের নাটক বানিয়ে মেরে ফেলবেন না...... আমি আমার মা কে ডেকেছিলাম , বাঁচার জন্য চিৎকার করেছিলাম...... কেউ কেউ আমাকে শুনতে পেলেও, অনেকে আমাকে উদ্ধার করতে আসলেও.....সবার কাছে , সবার মনে আমার আর্তনাদ পৌছায়নি...আমি ব্যর্থ ঠিক আপনাদের মত...তাই চলে যাওয়াটায় শ্রেয় মনে করলাম ।
ব্যর্থ মানুষ : আমাদের ক্ষমা করতে পারবে কখনও ??
জিহাদ : ..............................................................
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
রিকি বলেছেন: জ্বি।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
রিকি বলেছেন: সামুতে টেস্টিং পোস্ট ছিল প্রথম দুইটা। সিস্টেম দেখেছিলাম পোস্ট করার, আর প্রথম পাতায় আসে কিনা, প্রথম দুইটা আমার ফেসবুকের স্ট্যাটাস ছিল । মেইন সিরিয়াস ব্লগ পোস্ট প্রথম এটা। ঐ দুইটা পরে আর ড্রাফট করিনি, আফটার অল প্রথম তো
কর্ডাটা-- আদিম বনাম আধুনিক
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটা পড়তে এলাম। আপনি তো চার বছরের বেশী সময় ধরে এই ব্লগে লিখছেন। আগেরগুলো কি মুছে দিয়েছেন?
যাহোক একটা স্পর্শকাতর বিষয় নিয়ে লিখে সমাজের বিবেককে কশাঘাত করে গেলেন।
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
রিকি বলেছেন: উহু স্যার......আমি এক বছর ধরেই লিখি। চার বছর আগে অ্যাকাঊন্ট খুলে রেখেছিলাম, কোনদিন আসিনি, লেখালিখি করার জন্য খুলেছিলাম না তো----পড়তে ভালো লাগতো, আর পোস্ট প্রিয়তে রাখা একটা বিষয়ও ছিল এবং আছে---অ্যাকাঊন্ট খুলেছিলাম সেই সূত্রে। ব্লগ লেখা শুরু করেছি গত বছরেই। প্রথম দিয়েছিলাম এটা--টেস্টিং পোস্ট হিসেবে (আই হ্যাভ নো আইডিয়া দেন)। প্রথম দুটো পোস্ট তাই একটু এরকম, পরের গুলো সামলে নিয়েছি। মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
খায়রুল আহসান বলেছেন: জেনে ভালো লাগলো, বিশেষ করে অন্যের লেখা পড়ার জন্য, প্রিয়তে রাখার জন্য ব্লগে একাউন্ট খোলার কথাটা।
শুভেচ্ছা জানবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
রিকি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
সাহসী সন্তান বলেছেন: জিহাদকে নিয়ে লেখা আপনার প্রথম পোস্ট? অনেক ভাল লাগলো আপু? আমারতো সেইদিনটার কথা মনে পড়ে গেল!