![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
-dekhte dekhte 6ta bo6or hoye gelo par
charidike aaj kmon jeno sob e andhokar,
8 joner sei golpo kotha ,hasi r kanna,
aaj tader 6ere thakte akdom e mon chaina.
nil ronger sei school ghore te dustumi koto krtam,
khunsuti r adda niye masti te moje thaktam.
porar majhe miss ra amader kotona golpo bolto,
boring class e amader sudhu P.N.P.C.cholto
hingsemi r aari bhab niye cholto nana sin,
jibone kokhono pabona fire fele asa sei din.
kokhono sobar sunglass pre school e jabar baina,
kokhono abar aksathe sobar school e jata mon jaina.
akhono sei sob kotha amadre khub e mne pore ,
thakbe sob e amader mne chiro sriti hoye..................................
২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমি ফোনেই করি,আমি বুঝতে পারছি আপনার ডিরেকসন গুলি।
২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮
মাইন্ড বুক বলেছেন: আস্তে আস্তে হবে।চালিয়ে যান
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকে কিছু বলার নেই...
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
ঋতো আহমেদ বলেছেন: পড়লাম। ভালইতো লিখেছেন। তবে বাংলা অক্ষরে লিখলে ভাল হোতো। পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমি একটু কাচা তবে চালাছি।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭
খোলা মনের কথা বলেছেন: লেখাটি সুন্দর। বাংলায় লিখলে সবাই উপভোগ করতে পারতো। ব্লগে অনেকে ইংরেজী পড়তে চাই না।
নতুন ব্লগ'র হিসেবে আমাদের নগরীতে আপনাকে স্বাগতম।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করবো ভেবেছিলাম, কিন্তু ইংরেজী হরফে এবং সংখ্যা দিয়ে কবিতাটি লেখা দেখে পড়তে ইচ্ছে হলোনা। পরেরটাতে চলে যাচ্ছি।
আশাকরি সাহসী সন্তান এর উল্লেখ করা পয়েন্টগুলো আমলে নেবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,তখন আমি বাংলা লিখতে জানতাম না,আশা করি আর ভুল গুলি হবে না।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
ভাল থাকুন রিক্তা। ( রিকতা )।
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: নাম পাল্টাবার কি কোনো উপায় নেই??তখন বাংলা টাইপ করতে পারতাম না।এখন বেশ ভালই শিখেছি।আর আপনাকেও অনেক অনেক প্রনাম।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অবশ্যই নাম পাল্টানোর উপায় আছে।
ব্লগপাতার উপরে ডান পাশে দেখেন সহযোগিতা নামে একটি যায়গা আছে ওটা ক্লিক করলে আপনার সমস্যা জানান এটা পাবেন। ওখানে আপনার শুদ্ধ নামটি লিখে জানিয়ে দেন যে আপনি এই নামটি নিতে চান নিক হিসেবে। যদি একবারে না করে তো কয়েকবার করুন।
অথবা যে ইমেইল দিয়ে আপনি ব্লগে নিক খুলেছেন সেটা দিয়ে ইমেইল পাঠিয়ে ব্লক কর্তৃপক্ষকে জানান, আশা করি কাজ হবে।
আচ্ছা, আপনি কি পশ্চিমবাংলার না বাংলাদেশের?
শুভকামনা।
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ।আমি পশ্চিমবাংলার,বুঝলেন কিভাবে আমি পশ্চিম বাংলার?
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: কি জানি, কেন যেন মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আবার কিছু মনে না করেন।
আমার জন্য ভাবনাটা স্বাভাবিক।
ওখানকার অনেকেই তো আমাদের এই ব্লগে লেখেন।
দ্পািন্বীতা
দেবজ্যোতি কাজল
এই দুজন অন্যতম।
ধন্যবাদ।
৯| ০৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: "তখন আমি বাংলা লিখতে জানতাম না" - এখন তো বেশ ভালো জানেন। তাই, ইংরেজি অক্ষরগুলো বদলে দিয়ে বাংলায় লিখুন। পোস্টের নীচে "এডিট" কথাটাতে ক্লিক করে সম্পাদনা করা যাবে।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সাহসী সন্তান বলেছেন: ব্লগে একদম নতুন দেখি! নোটিফিকেশন পাইলাম, আমাকে অনুসরণ করছেন দেখে আমিও আপনাকে দেখতে আসলাম। আর ভাবলাম আসছি যখন তখন দু'চার কথা কিছু বলে যাই!
=< প্রথমত, আপনি কি পোস্টটা মোবাইল থেকে দিয়েছেন? সম্ভাবত তাই মনে হচ্ছে! তবে সেক্ষেত্রে অভ্র/রিদমিক কিবোর্ড ব্যবহার করে বাংলায় লিখলে ভাল হয়। কেননা বাংরেজি লেখা গুলো পড়তে যতটা বিরক্ত লাগে, তার থেকে বিরক্ত লাগে ব্লগের পাতায় এমন পোস্ট দেখলে।
আর যদি পিসি থেকে লেখেন, তাহলে দেখবেন এখানে যে কয়েকটি ফন্টের নাম উল্লেখ আছে, সেখানে 'বিজয়' কিবোর্ডও আছে। 'নতুন ব্লগ লিখুন' এর নিচেই দেখবেন দেখবেন লেখা আছে 'কিবোর্ড বেছে নিন' সেখান থেকে নিজের ইচ্ছামত কিবোর্ড বেছে নিয়ে লিখতে পারেন। বিজয় কিবোর্ড আছে সর্ব ডানপাশে ইংরেজি ফন্টের ঠিক পাশেই।
=< দ্বিতীয়তো, এটা ব্লগ ফেসবুক নয়। এখানে পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ। তাই এখানে চলতে হলে একটু সাবধানে চলতে হবে। এই যেমন আপনি নিজের পোস্টেই যে মন্তব্য করে বন্ধুদের কাছ থেকে ভাল মন্দ জানতে চাইছেন, এগুলা ব্লগে চলে না।
প্রকৃতপক্ষে আপনি এখনো ব্লগে সেফই হননি। আগামী একসাপ্তাহ আপনাকে পর্যবেক্ষনে রাখার পরেই তারপর আপনি সেফ হবেন (যদিও মডারেশন থেকে বলা আছে তিন দিন)। তারপর আপনার পোস্ট গুলো প্রথম পাতাতে প্রকাশের এক্সেস পাবে, এবং আপনার লেখা অন্যেরা পড়তে পারবে (তবে কেউ আপনার ব্লগে ঘুরতে আসলে সেটা আলাদা কথা)।
=< তৃতীয়তো, ব্লগে বেশি বেশি করে অন্যের লেখা গুলো পড়বেন, মন্তব্য পড়বেন, তারা কি বলতে চাচ্ছে বা কি বলছে, এছাড়াও ব্লগ ঠিক কোন ধরনের পোস্টকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে গ্রহণ করে সেগুলোও দেখবেন। তারপর না হয় আপনিও অন্যদের মত লিখবেন! তবে একেবারেই যে লিখবেন না তা বলি নাই।
=< চতুর্থত মন্তব্যের প্রতিউত্তর করার জন্য একটা মন্তব্যের ডান পাশে যে এ্যারো চিহ্ন গুলো আছে, সেখানে তীর চিহ্নিত এ্যারোটাতে ক্লিক করলে যে ঘর আসবে সেখানে আপনার প্রতিউত্তর করলেই একটা মন্তব্যের প্রতিউত্তর হয়ে যাবে (পিসির ক্ষেত্রে প্রযোজ্য)।
আপনি নতুন, তাই আগ বাড়িয়ে কিছু ডিরেকশান দিয়ে গেলাম। আশাকরি বিষয়টাকে জ্ঞান দিচ্ছি বলে ধরে নেবেন না। ব্লগের আরো বেশ কিছু রুলস আছে, যেগুলো আপনি এখানে থাকলেই বুঝতে পারবেন।
আপনাকে সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম! আপনার ব্লগিং জীবন সুখের হোক!
শুভ কামনা রইলো!