নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

অভিমান

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

[si]আকাশ তুমি মেঘলা কেন :-<
বকল তোমায় কে?
রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে? :-< |-)
তাই তুমি আজ সারাদিন কাঁদছ এত?
তোমার ও কি মন খারাপ। ঠিক আমার মত?
ঝোড়ো হাওয়া মনের মাঝে,আসছে নেমে আঁধার, :-B
মুখের হাসি ডুব দিয়েছে,জানে নাতো সাঁতার।
আমার সাথে পাল্লা দিয়ে করছো যে মুখ ভার
রোদ কে আমি বকব খুব, করবে না আড়ি আর।
আমার যে আর কি হবে বলবে কি তুমি তাকে? :(( :(( :((
ঝগড়া যেন না করে আমায় আদর করে ডাকে।
আজ যে আমার মন একটু ও হালকা হচ্ছে না
তোমার মতো আজ যে আমি কাঁদতে পারছি না।
মনের মাঝে নেই যে মন,উড়েচে পাগল হাওয়ায়,
আসবে ফিরে যদি সে এসে হাত দুটো কে বাড়ায়। ।
B-)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতায়+++
খুব ভালো লাগলো পড়ে,
ব্লগে স্বাগতম, শুভ ব্লগিং...

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন ,শুভ কামনা রইল।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: মেঘলা আকাশ আর মেঘলা মনের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: এই জন্যেই মেঘলা আকাশ আর দিন দুটোই খুব প্রিয়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: মেঘলা আকাশের সাথে আপনার বাতচিত বেশ উপভোগ্য! আমার মন খারাপ হলে ব্রহ্মপুত্রের কাছে চলে যাই ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: নদীর কাছে যেতে আমারও খুব ভালো লাগে,আমিও তেমনি দামোদরের কাছে যায়।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে একটা গান মনে পড়ে গেল .......

আগে কি সুন্দর দিন কাইতাম


শুভ ব্লগিং .......

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,গানটা আমারও ভালো লাগে।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার কবিতায় আমি এই প্রথম।

ভালো লেগেছে। আরো বেশি বেশি লিখুন। ভালো থাকুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য ভালো থাকবেন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন খারাপের কাব্য বেশ প্রানবন্ত:)

মেঘলা আকাশ রোদেলা হয়ে হেসে উঠুক - শুভেচ্ছা

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেঘলা দিনে রোদ দেওয়ার জন্য,আপনার দিন ভালো কাটুক।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

জীবন সাগর বলেছেন: শেষ লাইনের আকাঙ্খা টুকু পূরণ হোক সেই প্রত্যাশায় ....
ভালই লিখেছেন। শুভকামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন......................।আর জীবনে আরও ভালো লিখবেন.......।শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.