![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
মেয়েটির বয়স একুশ বছর,ছেলেটির সাতাশ।
মেয়েটা ছটফটে,চেলেটা সিরিয়াস।
প্রথম পরিচয় formal, no friendship
মেয়েটা সাদামাটা,ছেলেটা Attactive
কথা হতো মাঝেমাঝে ইয়ার্কি দু একবার
মেয়েটা প্রান খোলা ছেলেটা reserved.
এভাবে কাটল বছর খানেক,একদিন হঠাৎ
ছেলেটা বন্ধ করল কথা,মেয়েটা অবাক।
মেয়েটা একটু শান্ত হল,একটু বেশী কষ্ট পেল
ছেলেটা থাকে দূরে দূরে,বেশ কটাদিন কেটে গেল
তারপর একদিন বর্ষা এল বাইরে জলোচ্ছ্বাস
মেয়েটার চোখ ছলছল ,ছেলেটা উদাস
মোবাইলে একটা মেসেজ এল-unknown number.
"খুব দেখতে ইচ্ছে করছে -দেখতে চাই একবার।"
দু চোখে বর্ষার ধারা-বাইরে বৃষ্টি অঝোর
মেয়েটির রিপ্লাই- "চোখ বন্ধ কর"
মেয়েটির বয়স একুশ,ছেলেটির সাতাশ
মেয়েটির নাম বৃষ্টি ,ছেলেটি আকাশ
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ.........ভালো থাকবেন..শুভ নববর্ষ............।
২| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ,
কবিতা খুব সুন্দর হয়েছে
প্রকাশটাও হয়েছে দারুন
কিছু শব্দ হয়েছে ধারণ
যদিও নাই তাতে বারণ ।
নীচে একটুখানি দেখে নিতে পারেন
এই কথা গুলো হতে পারত কেমন
[মেয়েটির বয়স একুশ বছর,ছেলেটির সাতাশ।
মেয়েটা ছটফটে,চেলেটা সিরিয়াস।
প্রথম পরিচয় formal, no friendship
মেয়েটা সাদামাটা,ছেলেটা Attactive
কথা হতো মাঝেমাঝে ইয়ার্কি দু একবার
মেয়েটা প্রান খোলা ছেলেটা reserved.
মেয়েটির বয়স একুশ,ছেলেটির সাতাশ
মেয়েটা ছটফটে , ছেলেটা সিরিয়াস ।
প্রথম পরিচয় ফরমাল ,নয় বন্ধুসুলভ
মেয়েটা সাদামাটা, ছেলেটা চিত্তহারী,
কথায় কথায় ইয়ার্কি হত দু'একবার
মেয়েটা প্রাণ খোলা ছেলেটা গুরুভার ।
তবে Formal, Friendship , attractive , reserved
প্রভৃতি শব্দগুলির জন্য নীচের মত আরো অনেক বাংলা শব্দ আছে,
সেখান হতেও শব্দ বেছে নেয়া যেতে পারে মনের মত করে।
Formal
আনুষ্ঠানিক,নিয়মমাফিক,নিয়মনিষ্ঠ,বিধিবৎ,
প্রচলিত প্রথানুযায়ী,,বিহিত,বিধিসন্মত, স্বাভাবিক
Friendship
বন্ধুত্ব, মৈত্রী, মিত্রতা, সখ্যপুর্ণ , আনুকূল্য, সদ্ভাব
বনাবনি, অবিসন্বাদ, , সৌহাদ্র্য, চারুতা, ,
লাবণ্যময়ী , প্রেমময়ী , স্নেহময়ী , আদরী,
অনুরক্তি, অনুরাগী কিংবা সোহাগী
Attractive
আকর্ষণীয়, আকর্ষক, আকর্ষণপূর্ণ, আকর্ষিক, চিত্তগ্র্রাহী, চটকদার
মোহনীয় মনোরম, চিত্তাকর্ষক, চিত্তহারী, হৃদয়গ্রাহী, মনকাড়া।
Reserved
গম্ভীর,স্বল্পভাষী, চাপাস্বভাব, স্বল্পবাক, সংযতবাক
আমি নিশ্চিত এই প্রতি শব্দগুলি আপনার কাছে নয় অজানা । তার পরেও বাংলা ইংরেজী মিলিয়ে আপনার কবিতা সুন্দর হয়েছে এ কথা অকপটে বলাই যায় । শুধু আমার নীজের কৌতুহল বশত দেখলাম একে নীজের মত করে বুঝা যায় কেমন , পাঠকের স্বাধীনতার দৃষ্টিকোন হতেই তা দেখলাম । তবে এটা আপনার কবিতা , এখানে রয়েছে আপনার পুর্ণ স্বাধিনতা, একে আপনি আপনার মত করে লিখতে পারেন , আমরা তাতে শুধু জানাতে পারি ভাল লাগার কথা
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
নিরন্তর ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার এহেন গুরুজন ও বন্ধুত্বসুলভ মন্তব্যে আমি অনেক খুশি।কারন এটা আমার ভবিষ্যতে লেখা কে আরো উন্নত করে তুলবে।তবে এটাকে আমি এমন ভাবেই সাজাতে ছেয়েছিলাম।তবে আপনার টা বেশী সুন্দর।আর এই ষুন্দর হওয়াটাও স্বাভাবিক কারন একজন ১১ এ পড়া মেয়ের তুলনায় আপনি আরো অনেক বেশী ঞ্জান সম্পন্ন।ধন্যবাদ......................একটা অনুরোধ এভাবেই যেন আমার ভুল গুলোর সংশোধন করে দেন আরো ভবিষ্যতে..আশা করি আপনি অনেক ভালো আছেন আর থাকবেনও।
------------- নমস্কার।
৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
খায়রুল আহসান বলেছেন: বৃষ্টি আর আকাশ এর গল্প ভাল লাগলো।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপানর ভালো লাগায় ামি অনুপ্রাণীত.........অনেক দিন দেখা হয় নি, আশা করি ভালোই আছেন??
৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তর ও আমাকে অনুসরণ করার জন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনেকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: টাইপো অাছেঃ বচর < বছর,
অনেক সুন্দর কবিতা হয়েছে।
লিখতে থাকুন।