নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন মোড়ল

আমি অন্য সবার মতই।

রিমন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

হরতাল!হরতাল!!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

আমাদের এই একঘেয়ে জীবনে হরতাল অতীব প্রয়োজনীয়। হরতাল হলেই আমরা যারা ঢাকায় আছি এক সাথে অনেকগুলো ব্যাপার উপভোগ করতে পারি। সকাল বেলা অফিসে যাওয়ার সময় সুনসান রাস্তা। ট্রাফিক জ্যামের কোন বালাই নাই। আহা। কত সুন্দর। ঢাকা হয়ে উঠে আধুনিক শহরের প্রতিমূর্তি । আমরা ফিরে যাই সেই দূর অতীতে যখন ট্র্যাফিক জ্যাম ছিল না। শুধু তাই নয়, হরতালে তারাই বের হয় যাদের সত্যিই কোন কাজ আছে। আজাইরা কাজের মানুষজন বাসায় বসে টিভি দেখে, আর কোথায় ককটেল ফুটসে তার হিসেব করে। তাছাড়া, হরতালে বাইরে বের হওয়া আমাদের চিন্তা শক্তি , প্রতিক্রিয়া দেখানোর দ্রুততা বৃদ্ধি করে ব্যাপক হারে। রিকসা করে যাওয়ার সময় এর টায়ার ফুটলে আমরা ককটেল মনে করে, দ্রুত স্থান ত্যাগ করি, অবশ্যি দৌড়ে বা দৌড় হন্ঠন দিয়ে।। আমরা সবসময় আসন্ন বিপদ সম্পর্কে সচেতন থাকি। এতে, আমাদের DNA তে প্রয়োজনীয় পরিবর্তন ঘটবে বলে অনেকে মনে করেন। এবং, এর ফলে আমরা বাংলাদেশীরা যেকোন বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে, অন্য জাতিদের থেকে অনেক এগিয়ে থাকব সর্বোপরি, জীবন মানেই তো এক্সসাইটমেন্ট। আমারা রোলার কোস্টারে চড়ি তো ঐ এক্সসাইটমেন্ট এর জন্যি । হরতাল আমাদের জন্য ফ্রি এক্সসাইটমেন্ট এর একটা উৎস !! সুতরাং, পরিশেষে বলা যায়,হরতাল আমাদের জাতির শারীরিক, মানসিক, এবং জিনগত উন্নতি সাধনে অভূতপূর্ণ ভুমিকা পালন করছে! B-)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

দিশার বলেছেন: সাধারণ মানুষ না খেয়ে মরার যোগার, বেবসা বানিজ্য লাটে , আর আপনে আসছেন ফান পোস্ট করতে। মানুষের বিবেক।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

রিমন মোড়ল বলেছেন: ধন্যবাদ দিশার আপনার মতামতের জন্যে। আসুন আমরা নিরবতা পালন করি, সিনেমা মুভি দেখা বন্ধ করি, অফিস কামাই করি, খাওয়া-দাওয়া কম করি, লোক দেখানো ইভেন্টে যোগ দেই। ভেকধারী বিবেকের অনুশীলন করি। মানুষজন কস্টে আছে না!!!

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: ফালতু পোস্ট। বের হতে হয় আতঙ্ক বুকে নিয়ে। উৎকন্ঠায় থাকি স্বজনদের জন্যে। হরতাল এখন কোন ফানি বিষয় না।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

রিমন মোড়ল বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আপনার চিন্তিত এবং উদ্বিগ্ন মতামতের জন্যে।

লেখক বলেছেন: জীবনটা খুব বেশী সিরিয়াস হয়ে গেলে ফালতু ব্যাপারগুলোই দরকারি। হরতাল ফানি নয়, কিন্তু ফানি দৃষ্টিভঙ্গি নিয়ে মজা করার বাইরে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.