![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেটকিপার/ লিফটম্যান যদি স্যালুট না দেয় বা দরজা খুলে না দেয় , আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে । কর্পোরেট জবে আসার পড় থেকেই আমার এমনটা হয়েছে । লিফটম্যান আমাকে দেখে সালাম না দেয়াতে , ব্যাপারটি আমার চোখে পরেছে , ব্যাপারটা আমার কাছে অস্বস্তি লাগছে । সম্ভবত লিফটম্যান আজই নতুন এসেছে । আগের লিফটম্যান তো আমাকে দেখে , আমার হাত থেকে ব্যাগ নিয়ে , অফিসের টেবিলে রেখে আসতো । আজ এমন কিছুই হল না , তাই বিরক্তি লাগছে । আমার অসম্মান , আমার কাছে খুব অপছন্দ ।
অফিসে ঢুকতেই প্রায় সবাই উঠে দাড়িয়ে সালাম জানালো , পিয়ন দরজা খুলে দিলো । আমি চেয়ারে বসতেই আমার সেক্রেটারি রুমে ঢুকে সালাম দিলো ।
- কি খবর রুমানা , আজ কি কি মিটিং আছে ?
- স্যার , আজ তিনটা মিটিং আছে , আমি আজকের শিডিউলটা আপনার টেবিলে প্রিন্ট দিয়ে রেখেছি । আর সালাম সাহেব ফোন দিয়ে আপনার সাথে আজ লাঞ্চ অফার করেছেন , আপনি আপানার সুবিধামত রেস্টুরেন্ট পছন্দ করে , তাকে একটু সময় দিতে বলেছেন ।
- আজ কি কোথাও আমাদের বসে লাঞ্চ করার সময় হবে ?
- কঠিন হয়ে যাবে স্যার । ১২টায় টেন্ডার নিয়ে , মন্ত্রণালয়ে মিটিং আছে স্যার ।
- ঠিক আছে , আজ ফোন করে সরি বলে দিও আর আগামিকাল লাঞ্চের শিডিউল রাখো ।
- কিন্তু স্যার , আগামিকাল আপনার স্কুল ফ্রেণ্ডদের সাথে গেট-টুগেদার আছে , রেডিসনে , দুপুরে ।
- তাই তো , ভুলেই গিয়েছিলাম । স্কুল ফ্রেন্ডদের আড্ডা মিস করা যাবে না । আচ্ছা ঠিক আছে , তুমি শিডিউল করে রেখো । আর হ্যাঁ , শোন, পুরাতন লিফটম্যান কোথায় ? তার বদলি আজ কে এসেছে ?
- স্যার ,আমি খোজ নিয়ে জানাচ্ছি । কিন্তু কোন সমস্যা হয়েছে ?
- না না , আগের লোকটাকে দেখলাম না , তাই । ঠিক আছে , তুমি যাও ।
কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করলাম কিন্তু মন বসাতে পারছি না । লিফটম্যানের চেহারাটা মনে আসছে । আমাকে দেখে ওর কেন এতো অস্বস্তি হচ্ছিল ? কেনইবা আমার ওকে এতো পরিচিত মনে হচ্ছিল ? জীবনে এতোদূর আসতে আমাকে অনেক লোকের সাথেই পরিচিত হতে হয়েছে । তাই পরিচিত লোকের সংখ্যা নেহাতই কম না । লিফটম্যান আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল , সালাম দেবার সময় ওর কণ্ঠে দ্বিধা ছিল , প্রতিটি ব্যাপার আমার কাছে এখন ধরা দিচ্ছে । আমিই বা এতো খুটিনাটি কেন খেয়াল করলাম । না , মন থেকে কিছুতেই ব্যাপারটি সরে যাচ্ছে না ।
- রুমানা , খোজ নিয়েছ , লিফটম্যানের ব্যাপারে ?
- জি স্যার , ও আজ বদলি হিসেবে এসেছে , শওকত আজ অসুস্থ , তাই ।
- নাম- ঠিকানা কি কিছু জানতে পেরেছো ?
- জি স্যার, ওর নাম বেলাল , গ্রামের বাড়ি নরসিংদী ।
- ঠিক আছে , থ্যাংক ইউ ।
আমার হাত কাপছে , ফোনটা টেবিলে রাখতে গিয়ে । বুকের ভিতরটা কাঁপছে । বেলাল !! ও, বেলাল !! আমার বন্ধু বেলাল ।
বেলাল , আমার ছোটবেলার সহপাঠী বা তার চেয়ে অনেক বড়কিছু । আমার বাবা খুব গরীব ছিলেন । আমি তার সাথে মাঠে কাজ করতাম ,তাই স্কুলে প্রতিদিন যেতে পারতাম না । বেলাল বিকালবেলা আমাদের ক্ষেতে আসতো , আমাকে স্কুলের পড়াগুলো দিয়ে যেত । পড়াশুনায় ওর মাথা কখনোই ভালো ছিল না । কিন্তু আমার জন্য ও স্যারদের সব কথা লিখে নিয়ে আসতো । আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতাম।
অষ্টমশ্রেণিতে পড়ার সময় ,আমার কাছে টাকা ছিল না , বৃত্তি ক্লাসের টাকা দেবার । বেলাল বলল যে , ও টাকা দিবে । আমি পরীক্ষা দিলাম । ট্যালেন্টপুলে বৃত্তিও পেলাম । ম্যাট্রিক দেবার পরে ঢাকা আসলাম কলেজে পড়তে । বেলাল আমাকে টাকা পাঠাতো । প্রতি মাসে , ও নাকি কি যেন কাজ করত , পড়াশুনা বাদ দিয়ে । কলেজে পড়ার সময় থেকে আমি আর গ্রামে ফিরে যাইনি । আমি জানতাম , কৃষিকাজ আমার জন্য না । আব্বা-আম্মা , মাঝে মধ্যে ঢাকায় আসতো আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমি গ্রামে যেতাম না । বেলাল প্রতিমাসে আমাকে টাকা পাঠাতো , যদিও আমার সাথে কোন যোগাযোগ ছিল না ।
মনে আছে , যেদিন এই চাকরিটি পাই , সেদিন আব্বাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম যে , বেলাল যেন আর টাকা না পাঠায় । আমি এখন থেকে নিজের খরচ নিজেই চালাতে পারবো ।
চাকরি পাবার পরে আমি আর বেলালকে মনে রাখিনি । আসলে , সবাইকে যদি মনে রাখতে যাই , তাহলে এই শহরে টিকে থাকতে পারবো না । আর আমার যে বর্তমান স্ট্যাটাস , তাতে কোন নিচু শ্রেণীর লোকজনের সাথে যোগাযোগ রাখাটাই তো লজ্জার । তাই আর আমি কারো সাথে যোগাযোগ রাখিনা ।
আজ , এতোদিন পরে বেলাল আমার জীবনে আসলো । মন চাইছে , ছুটে গিয়ে ওকে , বুকে জড়িয়ে ধরি , ওর পা ধরে মাফ চাই । আমি একজন অকৃতজ্ঞ । আমার জীবনের পুরোটাই তো ওর দান । সংবিৎ ফিরে পেলাম , রুমানার কথায় ,
- স্যার , মিটিংয়ে যাবার সময় হয়েছে ।
- ঠিক আছে চল ।
অফিস থেকে বের হবার সময় , চোখে সানগ্লাসটা দিয়ে নিলাম । লিফটে উঠতে গিয়ে , আড়চোখে বেলালের দিকে তাকালাম । কত শুকনো হয়ে গেছে , মনে হয় ওর অনেক অভাবের সংসার । আমার চোখের কোনায় চিক চিক করছে , বুকটা ব্যাথা করছে । মন চাইছে , বেলালকে জড়িয়ে ধরি । ওর পরিবারে খোজ নিই ।
কিন্তু না , আমাকে দুর্বল হলে চলবে না । এমন অনেক বেলাল আমার জীবনে এসেছে , আরও আসবে । সবাইকে মনে রাখলে আমার ক্যারিয়ার মেইনটেইন করা যাবে না । চোখের কোণটা সানগ্লাসের ভিতরে আংগুল দিয়ে মুছে নিলাম ।
লিফট থেকে নামার সময় বুঝলাম , বেলাল আমার দিকে তাকিয়ে আছে ।
আমি সোজা নেমে গেলাম , ড্রাইভার দরজা খুলে দাড়িয়ে আছে । গাড়িতে বসতেই , এসির ঠাণ্ডা বাতাস আমাকে শুষে নিলো ।
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০
রিংকু সি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫
করুণাধারা বলেছেন:
গল্পের থিমটা ভাল। আপনার লেখনী গুনে চরিত্রগুলোর সুন্দর বহিঃপ্রকাশ ঘটেছে।
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
রিংকু সি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ। অনুপ্রানিত হলাম ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
মন থেকে বলি বলেছেন: ছোট্ট কিন্তু উপাদেয়।
এক নিঃশ্বাসে শেষ হয়ে গেল।
লিখে যান।
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
রিংকু সি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ। অনুপ্রানিত হলাম ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
হাতুড়ে লেখক বলেছেন: ভালো ছিল। সাবলীল।
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
রিংকু সি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ। অনুপ্রানিত হলাম ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭
ধ্রুবক আলো বলেছেন: এই কর্পোরেট জগৎ খুবই যান্ত্রিক, মানবতা বোঝেনা।
লেখা সাবলীল, খুব ভালো লাগলো +
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
রিংকু সি বিশ্বাস বলেছেন: ঠিক বলেছেন ।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব গল্প এখন আর চলে না...
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪
রিংকু সি বিশ্বাস বলেছেন: ঠিক বলেছেন যেহুতু তালগাছ আপনার ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল চোখ দিয়ে পানি নামলেও
আপনাকে ধন্য মনে করলাম। নিজেকে দিয়ে
বুঝিয়ে দিলেন মানুষ পদে উঠলে গরীব
পিতার পরিচয় দিতে লজ্জা পায়। আপনি
এমন গল্পের নায়ক সবাইকে চোখে আঙুল
দিয়ে বুঝিয়েছেন বলে অসংখ্য ধন্যবাদ।