![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) এর সন্ত্রাসীরা পাহাড়ে অশান্তি সৃষ্টির এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। পাহাড়ে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজির পর এবার গরীব ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথার ঘাম পায়ে ফেলে আয় করা সামান্য অর্থের উপর নজর পড়েছে প্রসীত বাহিনীর। সম্প্রতি এই সন্ত্রাসীরা পাহাড়ের বিভিন্ন স্হানে লুকিয়ে থেকে বাজারে গমনরত ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে সর্বস্ব ছিনতাই করছে। সর্বশেষ ২৮ জুন ২০১৮ তারিখ সকাল ৬টায় পানছড়ি উপজেলার বড়কল নামক স্থানে লোগাং বাজারে গমনরত তিনজন ক্ষুদ্র ব্যবসায়ীর উপর ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) এর সন্ত্রাসীরা হামলা করে। এসময় সন্ত্রাসীরা দুইটি ইজিবাইক ভাংচুর করে এবং অসহায় ড্রাইভার ও ব্যবসায়ীদের কাছ থেকে ০২টি মোবাইল ও নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। শুধুমাত্র ছিনতাই করেই তারা ক্ষ্যান্ত হয়নি, অসহায় ড্রাইভার ও ব্যবসায়ীদের নির্মমভাবে মারধর করে এই সন্ত্রাসীরা। বর্তমানে এই অসহায় মানুষগুলো গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাহাড়ে চলমান প্রাকৃতিক দূর্যোগের এই অভাবের সময়ে পরিবারে উপার্জনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হয়ে বাড়ীতে পড়ে থাকায় দিশেহারা প্রতিটি পরিবার। তাদের কান্না থামানোর যেন আজ কেউ নেই। প্রায় প্রতিদিনই এক একটি নতুন পরিবারকে কান্নার সাগরে ভাসিয়ে দিচ্ছে এই প্রসীত বাহিনী। ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) এর এই দুষ্কর্মকারী বর্বরোচিত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সকল স্তরের ব্যবসায়ী, ইজি বাইক চালকগণ ও সকল স্তরের সাধারণ জনগণ। ঘটনার ঠিক পরেই তারা সকালে সবাই মিলে একটি ছোট মিছিল করে। সময় গড়ানোর সাথে সাথে বিক্ষোভ তীব্রতর আকার ধারণ করে। আজ বিকালে একটি প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সহস্রাধিক লোক অংশগ্রহণ করে এবং ইউপিডিএফ (প্রসীত) এর দুস্কর্মকারী কর্মকান্ডের বিরুদ্ধে তাদের কন্ঠ সোচ্চার করে। পানছড়ি বাজার কমিটির লিডাররা ভাষণ দেন এবং ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) এর সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়াও তারা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান। সময় এসেছে এবার রুখে দাঁড়ানোর।
©somewhere in net ltd.