![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্বত্য অঞ্চলের সূচনালগ্ন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য কিয়াংঘর তৈরী করেছে এবং তার সুরক্ষায় সর্বাত্নকভাবে নিজেদেরকে আত্ননিয়োগ করেছে। পক্ষান্তরে, আমাদের ঠিক পার্শ্ববর্তী দেশের বৌদ্ধ ধর্মের অনুসারী সেনাবাহিনী এবং বৌদ্ধ ভিক্ষুবেশী জংগীরা সেদেশের নিরীহ মুসলমানদের উপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালিয়েছে। জাতিগত নিধন চালিয়ে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মুসলমানকে জীবন্ত পুড়িয়ে, জবাই করে, গুলি করে হত্যা করেছে। সেই সাথে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে অসংখ্য মসজিদ। তাদের নির্মমতার শিকার হয়ে প্রায় ১২ লক্ষাধিক অসহায় মানুষ প্রাণ বাঁচাতে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। যাদের দেখভাল করা, চিকিৎসা সেবা প্রদান, খাবার বিতরণ থেকে শুরু করে পূণর্বাসন প্রক্রিয়াতেও আমাদের এই দেশপ্রেমী সেনাবাহিনীকেই অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত করা হয়েছে।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে শান্তিরক্ষার পাশাপাশি সেদেশের মানুষের জীবনমানের উন্নয়নসহ ধর্মপ্রাণ সকল ধর্মাবলম্বী মানুষের জন্যও উপাসনালয় তৈরী করে দিয়েছে এবং দিয়ে চলেছে।
যে সেনাবাহিনী দেশে-বিদেশে শান্তিরক্ষার পাশাপাশি সকল ধর্মের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছে... যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাত্রিযাপন, সাপের কামড় আর ম্যালেরিয়ায় মৃত্যুর ঝুঁকি নিয়েও মাসের পর মাস মা-বাবা, স্ত্রী-সন্তান, প্রিয়জনদেরকে ছেড়ে দূর্গম পাহাড়ে শান্তি স্থাপনের অন্বেষায় নিজেদেরকে আত্নত্যাগ করছে তাদের মুখেই আমরা কিয়াংঘর আর বৌদ্ধ মূর্তি ভাংগার কালিমা লেপন করে দিচ্ছি। ছিঃ!!!! কতটায় নির্মম আমরা!!!!
আমাদের সেনাবাহিনী যখন সিয়েরা-লিওন যায়, সেখানের সব মানুষ তাদের আচরণে আপ্লুত হয়ে "আমার সোনার বাংলা" গান গায়, আর তাদের দেশের ২য় ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করে। যখন রোহিঙ্গাদের সেবা দিতে যায় কক্সবাজারে, তখন নির্যাতিত বিপন্ন রোহিঙ্গারা চোখের জল ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। যখন ভেঙে পড়া পোশাক কারখানা থেকে উদ্ধার করে বিপন্ন শ্রমিকদের, তখন তাদের স্বজনরা কৃতজ্ঞতায় অশ্রু নিবেদন করে আমাদের গর্বিত সেনাবাহিনীর প্রতি। রাঙ্গামাটিতে পাহাড়ধসে আটকে পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়েও তো জীবন দিয়েছে আমাদেরই সেনা ভাইয়েরা।
পরিশেষে তাই একজন বিবেকবান মানুষ হিসেবে আমি বলতে চাই- বাংলাদেশ সেনাবাহিনী কারো স্বপ্ন ভাংগে না...... স্বপ্ন দেখতে সাহায্য করে। ভাংগা স্বপ্নকে জোড়া লাগায়। তারা কাউকে মারে না... বাঁচতে সাহায্য করে আর বাঁচতে শেখায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এই বাংলাদেশে “আমাদের সেনাবাহিনী কিয়াংঘর ধ্বংস করেনা ...... কিয়াংঘর তৈরী করে”।
©somewhere in net ltd.