নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

আমার শরীর নিলামে উঠেছে প্রিয় //

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭


লালশাড়ীতে আমাকে দেখতে তোমার অনেক দিনের বায়না ;
সেই কবে থেকে তুমি জোর করছিলে ,
জানতো কুচিটাই আমি ঠিক মতো ধরতে পারিনা,পুরো আস্ত একটা শাড়ী।
তুমি বললে- ওসব নিয়ে তোমার ভাবতে হবে না,তোমার আঁচল আমি সামলাবো।
চৈত্রের শেষ রাতে তুমি ঠিকি কাগজে মোড়ানো এক খানা শাড়ী ধরিয়ে দিয়ে বললে- এই নাও, তোমার নববর্ষের উপহার ;
কাল তোমায় আমি দেখতে চাই আমার দু’চোখ ভরে।
-আচ্ছা ,এত টাকা তুমি কোথায় পেলে?
সেকি অভিমান তোমার, প্রশ্ন শুনেই রাগে কটমট ।
-বছরের প্রথম দিনে একটা সামান্য শাড়ীও দিতে পারবোনা তোমায় ?
কেবল শাড়ি কি এনেছিলে ,গুনে গুনে নিয়ে এসেছ দুই ডজন চুড়ি।
কোমরে জোড়ানোর বিছা আর পায়ে দেওয়ার আলতা আনতেও ভুলোনি।
আমি যখন রংগীন শাড়ির আভরনে আয়নার সামনে কপালে আলপনা আঁকতে মগ্ন, কোথা থেকে যে তুমি আমার খোঁপায় জুরে দিলে সাদা বেলীর মালা ;
সেই মালা এখন হায়েনার পায়ে দলিত –ব্যথিত প্রিয়।
বুকের আঁচলে নিমিষে হ্যাচকা টানেই খুলে ফেললো মানুষ নামক কতোগুলো পশু ;
আমার যে গা্ল ভালোবাসার চুম্বরে ছিল সিক্ত , সেখানে কেবল লাল লাল নখের আঁচড়।
আমার প্রশান্ত বুকে তুমি এঁকে নিতে হাজার স্বপ্নের বেনুনী ;
সেখানে এখন কুকুরের বিষাক্ত আক্রমন।
তোমার বাহুর সমর্পনে জড়িয়ে রাখা আমার ছোট্ট কবুতর শরীর কখন যে ওদের খাবার বনে গেল-তা বুঝিনি তখনো।
মনে হয়েছিল আগুন লেগেছে কোথাও,
প্রাচ্যের মৃত্যূকূপে এক দল শেয়াল খাবারের লোভে এদিক ওদিক ছুটছে।
দেশে কি এমনই অভাব হলো ,ওরা আমাকেই বেছে নিল খাদ্য রূপে।
প্রশাসন তখন খেলায় মত্ত, মানুষ মত্ত দর্শকের সারিতে।
তোমার শক্ত বাহুর আড়াল থেকে ওরা আমার শরীর দেখছে,
ছাব্বিশ বছরের রমনী শরীর-এ যেন দেখেনি কেউ কোন দিনো।
কেউ বলছে-এখানে মরতে এসেছিস কেন মেয়ে ?
কেউ বা বলছে-ঠিক হয়েছে, বোঝ ; নাভীর নীচে শাড়ী পড়ার মজা।
তুমিযে আমায় জোর করে নিয়ে এলে তাতো কেউ বলছেনা গো?
উদ্ধারে ব্যস্ত মাত্র গুটি কয়েক জন বাঁচালো আমার সম্ভ্রম ;
কিন্তু ততোক্ষনে সমগ্র মিডিয়া নিয়ে গেলো শত শত ভিডিও ।
উপকার কি হলো জানিনা ;
কেবল এইটুকু জানি-আমার শরীর নিলামে উঠেছে প্রিয়।
-----------------------------------------------------------

ছবিটা দিশেহারা রাজপুত্রর ব্লগ থেকে নেওয়া।


মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

রোদেলা বলেছেন: কবিতা নয় প্রামানিকদা ,প্রতিবাদ।সাথেই থাকুন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: চমৎকার প্রতিবাদি কবিতা। অসাধারন ভাবে ফুটে উঠেছে হায়েনা গুলোর চিরিত্র।


আপনাকে অনেক ধন্যবাদ। কবিতাটা প্রিয় পোষ্টের তালিকায় নিয়ে রাখলাম।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১২

রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা কামাল পলাশ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: গদ্য-পদ্য বুঝি না।। শুধু বলতে পারি ভালবাসার এই সুন্দর রূপটাও হায়েনাদের হিংস্র থাবায় বিপর্যস্ত।। আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী বোনটি।।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

রোদেলা বলেছেন: কেবল কবিতা নয়,এ আমার প্রতিবাদের ভাষা।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: আমার শরির নীলামে উঠেছে প্রিয়
:( :( :( :( :( :(

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

রোদেলা বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ মনিরা,সাথে থাকো।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫২

তাপস কুমার দে বলেছেন: সুন্দর প্রতিবাদি কবিতা। লেখককে ধন্যবাদ। হায়েনারা কলংকিত করতে চায় আমাদের প্রাণের বৈশাখকে।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

রোদেলা বলেছেন: পুরোটাই ওদের প্ল্যান করা ,আর সব আক্রশের শিকার আমার দেশের নারী।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৫

সাইলেন্ট পেইন বলেছেন: কান্না পাচ্ছে খুব রোদেলা দি। চমৎকার লেখা।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

রোদেলা বলেছেন: কান্না নয়,প্রতিবাদ চাই।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩১

ছন্দ্বহীন বলেছেন: আমি লজ্জিত!

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

রোদেলা বলেছেন: যাদের লজ্জা হবার কথা তারাই লজ্জিত হোক।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৩

bond007 বলেছেন: +++++++++++

৯| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়তে আপু।
এতোটাই ছুঁয়ে গেল যে ভেতরের বিবেকটা আবারো মুখ লুকালো।

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

রোদেলা বলেছেন: ছবিটা মারিং করলাম।রাগ কইরোনা কিন্তু।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার প্রতিবাদ।
ভালো লাগলো কবিতা !

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

রোদেলা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভলো লেগেছে.... ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিবাদের জন্য..

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

রোদেলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫

মাজহার মুরাদ বলেছেন: অনেক সুন্দর।।। চমৎকার লেখনী।।।।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

রোদেলা বলেছেন: শুভেচ্ছা নিবেন,আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে না আপু। আমিও গুগুল মামার কাছ থেইকা মারিং করছি। সেও রাগ করে নাই।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২০

রোদেলা বলেছেন: তাইলেতো চোরে চোরে ভাই-বোন।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে না আপু। আমিও গুগুল মামার কাছ থেইকা মারিং করছি। সেও রাগ করে নাই।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: প্রতিবাদের আগুনে জ্বলে উঠুক প্রতিটি মনন। জ্বলে যাক লম্পটের ললাট। একবিংশ শতাব্দীতে এসেও মানুষ হতে পারলাম না। ধিক ধিক ধিক। নারীদের প্রতি সকল বঞ্ছনার প্রতিবাদ জানাই।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

রোদেলা বলেছেন: হায়েনাদের হাত কাঁপে না,বুক কাঁপে না।অদ্ভূত।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: গল্প লিখেছেন আসলে, এইতো, জাস্ট দুটা দিন আগেরই গল্প। তাই চেনা চেনা লাগছে। আর ২ দিন পর লিখলে মনে করতে কস্টই হতো।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

রোদেলা বলেছেন: সত্যি ,আমরা খুব সহজে সব কিছু ভুলে যাই।এই ঘটনাও খুব তাড়াতাড়িই ধামাচাপা পড়ে যাবে।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩১

জেন রসি বলেছেন: প্রতিবাদ চলবে।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

রোদেলা বলেছেন: প্রতিবাদ চলবে।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অবশ্যি অবশ্যি

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৭

রোদেলা বলেছেন: :)

২০| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১

তাসজিদ বলেছেন: অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে যাচ্ছি মোরা। আলো, কোথায় তোমার বসবাস।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮

রোদেলা বলেছেন: অন্ধকার পেরিয়েই আলোর মুক্ত।।

২১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: কষ্টাবরনে চমৎকার প্রতিবাদ ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৯

রোদেলা বলেছেন: সাথেই থাকুন ।।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: আমরা অন্ধকারে থাকতে অভ্যস্ত হয়ে গেছি ।আপু অনেক অসাধারন লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রোদেলা বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ তিথি।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১

অাল-ফারাজী নাজমুল বলেছেন: হায়েনাদের পিষ্ঠ করতে এধরনের লিখা অতীব জরুরী।।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

রোদেলা বলেছেন: এতে কি আর ওদের তান্ডব থেমে থাকে?সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.