নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ মাপক যন্ত্রেরা //

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮


ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন ব্যারোমিটার নেই আমার হাতে ;
যা আছে তা কেবল তোমার কালো আস্তিন থেকে নির্গত সোদা গন্ধ,
দেশ বিদেশের নামী দামী পারফিউম মেখেও যার তীব্রতা আজো নাসারন্ধ্রে প্রবল ধাক্কা দেয়,
জড়িয়ে রাখে বাবার ফেলে যাওয়া রেশম চাদর আদরে।

ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন রিখটার স্কেল নেই আমার হাতে ;
সম্বল বলতে কেবল তোমার ছুঁড়ে দেওয়া উপহাস;
তিন কোনা প্রেমের উপন্যাসে পুরো ১২০ ডিগ্রীই কব্জা করে রেখেছো।
কোন এক শ্যামল সুন্দরী গুপ্ত করা ৬০ ডিগ্রীতেও হানা দেয় অতর্কিত,
তুমি প্রহসোনের হাসি হাসো-এক অক্ষের মিলিত রেখা দুটো ভেঙ্গে চুড়মাড় হতে থাকে।

ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন থার্মোমিটার নেই আমার কাছে;
যেটুকু আছে তা শুধুই তোমার শরীরের উষ্ম আলিঙ্গন-
যার প্রতিটি ভাঁজে মেখে আছে আমার সফেদ মৃত্তিকার তীব্র পরাজয় ,
মানবীর অহর্নিশ হেরে যাওয়া ।

আমার অপেক্ষা আর তোমার উপেক্ষা ;
দু’য়ে মিলে কোন দিন যদি মাপক যন্ত্র আবিষ্কার করতে পারো ,
সেই দিন দেখে নিও –এ বিশ্বের সমস্ত যন্ত্র হার মেনে যাবে আমার আকুলতার কাছে।
শ্রাবণের তানপুরা হয়ে হয়তো বাজবেনা বাদলের পদধ্বনি ;
তবু এক গোধূলী লগ্নে আমি এখানেই ঠায় দাঁড়িয়ে থাকবো-
কোন এক অব্যর্থ মাপক যন্ত্রের আবিষ্কারের প্রতীক্ষায়।।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

তোজি বলেছেন: এক কথায় অসাধারন । খুব মনে ধরেছে আপনার লিখা ।

ধন্যবাদ লেখককে

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫১

রোদেলা বলেছেন: িরাট বাঁচা বাঁচলাম,সারাদিন কেবল প্রথম লাইন আউড়াচ্ছিলাম,বাকীটা এখন শেষ করলাম।ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ২:৩০

উর্বি বলেছেন: দারুন

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

রোদেলা বলেছেন: ধন্যবাদ উর্বি।

৩| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন:




আপনার কবিতার সবচেয়ে ভাল লাগা লাইন দ'টি হল:


আমার অপেক্ষা আর তোমার উপেক্ষা ;
দু’য়ে মিলে কোন দিন যদি মাপক যন্ত্র আবিষ্কার করতে পারো




এক্কেবারে সত্যি কথা।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

রোদেলা বলেছেন: ুম,এই লাইন খানা লিখে খুব শান্তি পেয়েছি।ঠিক ধরেছেন।।অপেক্ষা আর উপেক্ষার সমাপ্তি একি সরল্ রেখায় হলেতো বেশ হতো।

৪| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: যন্ত্রপাতির সাথে ভালোবাসার উপমা দিয়ে চমৎকৃত করেছেন পাঠককে।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

রোদেলা বলেছেন: যন্ত্রপাতির মধ্যেই জীবনটারে সইপা দিসি,তাই লেখার মধ্যে চইলা আসে।কি আর করা।

৫| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: শেষ প‌্যারাটি ভালো লেগেছে।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

রোদেলা বলেছেন: েই অপেক্ষা আর উপেক্ষার সমন্বয়ের ব্যর্থ প্রথেষ্ঠ।।

৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপমার গাঁথুনিতে মজবুত এক ভালবাসার কবিতা, চমৎকার। +++

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪০

রোদেলা বলেছেন: এই লেখাযে কারো ভালো লাগবে তা লেখার সময় বুঝিনি।খুব ভালো লাগলো ভাই।

৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: পুরো কবিতায় অসম্ভব ভাল লাগা। তবুও কয়েকটি লাইন বিশেষ ভাবে মন ছুঁয়ে গেল।

আমার অপেক্ষা আর তোমার উপেক্ষা ;
দু’য়ে মিলে কোন দিন যদি মাপক যন্ত্র আবিষ্কার করতে পারো ,
সেই দিন দেখে নিও –এ বিশ্বের সমস্ত যন্ত্র হার মেনে যাবে আমার আকুলতার কাছে।
শ্রাবণের তানপুরা হয়ে হয়তো বাজবেনা বাদলের পদধ্বনি ;
তবু এক গোধূলী লগ্নে আমি এখানেই ঠায় দাঁড়িয়ে থাকবো-
কোন এক অব্যর্থ মাপক যন্ত্রের আবিষ্কারের প্রতীক্ষায়।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪১

রোদেলা বলেছেন: িশেষ জায়গাটা তুলে ধরবার জন্যে কৃতজ্ঞতা।

৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: রোদেলার লেখা অনেক দিন পর
খুব খুব ভালো লাগলো :)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

রোদেলা বলেছেন: ধন্যবান আপু আমার আজাইরা একটা লেখা পড়ার জন্যে।

৯| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন থার্মোমিটার নেই আমার কাছে;
যেটুকু আছে তা শুধুই তোমার শরীরের উষ্ম আলিঙ্গন-
যার প্রতিটি ভাঁজে মেখে আছে আমার সফেদ মৃত্তিকার তীব্র পরাজয় ,

ভালো লাগা আপু।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

রোদেলা বলেছেন: B-))

১০| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ত্রিভুজের তিন কোন ১৮০ ডিগ্রী । কবি কেন কবিতায় তা ১২০ ব্যবহার করলেন জানার ইচ্ছা জাগছে ।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

রোদেলা বলেছেন: তিন কোনা প্রেমের উপন্যাসে পুরো ১২০ ডিগ্রীই কব্জা করে রেখেছো।
কোন এক শ্যামল সুন্দরী গুপ্ত করা ৬০ ডিগ্রীতেও হানা দেয় অতর্কিত।।

এখন গুনেন বইসা বইসা।

১১| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: চশমা ভালা না আপু।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩

রোদেলা বলেছেন: :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.