![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
সাতরঙা জল ছুঁয়ে দেখবো বলে
সে কী আয়োজন আমার ;
কখনো নীল শাড়ির ভাঁজ খুলে দেখছি ,
কখনোবা আকাশি রঙের শাড়িটা।
আচ্ছা,আকাশ যখন সমুদ্রে হেলে পড়ে
তখন গোধূলি আলোর কোন আভার খেলা
তোমাকে মুগ্ধ করে বলতে পারো ?
তুমি কথায় কথায় বলো --নীল পড়ো ,
সেটা বোশেখ হোক, কীংবা বসন্ত ;
নীলে তোমার আছে তীব্র আকর্ষন ।
ইন্দ্রাবতীর গা ছুঁয়ে সাতখানা জলপ্রপাত
কিভাবে ধেয়ে চলে ,
তা দেখবার কী ব্যকুল প্রতীক্ষা আমার !
তাই যখনি সুযোগ পাচ্ছি একটা একটা করে শাড়ি
গুছিয়ে নিচ্ছি লাল ট্রাভেল ব্যাগে ;
কে জানে ; হয়তো রংধনুর মিষ্টি আলো
তোমার মনকে খানিক হলেও বদলে দিতেও পারে ।
কিন্তু, বেরসিক ডাক্তার এক গাদা অষুধ লিখেই খালাস ;
এত্তো এত্তো ইনহেলার নিয়ে কী চব্বিশ ঘন্টা
কাটিয়ে দেওয়া যায় !
শ্বাসনালীর সাথে হৃদপিন্ডের দারূন রকম যুদ্ধ চলছে ,
কিছুতেই অক্সিজেন যাচ্ছে না শরীরে ;
তাহলে বোধ করি সাতরঙা জল দেখা হবে না এ জন্মে ।
এই শহরের বীষবাষ্পে ভেসে আছে কালো কার্বণ
একটু একটু করে সময় কুড়িয়ে নিচ্ছি ,
একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি,
আমি চিত্রকুটের জল স্পর্শ করবো ।
আমায় তুমি নিয়ে চলো ছিয়ানব্বই মিটার উঁচুতে ,
আমি তোমার হাত ছোঁব না,
আমি তোমার ঠোঁট ছোঁব না,
কথা দিলাম ;
আমি তোমার ব্যক্তিগত বাঁধা হবো না।
কেবল আমার পাশে মূর্তি হয়েই দাঁড়িয়ে থেকো ,
আমি একটিবার অমন ঝরতে পারা জলস্রোতিনী
ছুঁয়ে দেখতে চাই ।।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
রোদেলা বলেছেন: সময়তো করতে পারি নারে ভাই ,কিন্তু এতো আমার প্রাণের জায়গা ।
২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর সাবলীল লেখা, ভাল লাগল।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
রোদেলা বলেছেন: এটাই কি তবে প্রথম কথা ? নিক ভালো লাগলো।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫
চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে তবে এইডা কোন ফলসের ফডু?
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
রোদেলা বলেছেন: চাংকু ইহা চিত্রকুট ,ভারতে অবস্থিত ভাইডি।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: আপা, অনেক দিন পর! ভাল আছেন তো?
ব্লগে নিয়মিত থাকুন।
শুভকামনা রইল।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
রোদেলা বলেছেন: নিয়মিত না হলেও মাঝে মধ্যে উকি ঝুকি দিতে থাকবো ।
৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
রোদেলা বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল।
৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। আবৃত্তি করার জন্য সুপাঠ্য হবে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
রোদেলা বলেছেন: করে ফেলুন বাক প্রকাস ।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর!
তবে ৯৬ মিটার কি শুধুই একটা সংখ্যার উল্লেখ, নাকি এতে কোন মাপ যোখের ব্যাপার আছে?
শ্বাসকষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। প্রতিটি পল অনুপলের যুদ্ধ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
রোদেলা বলেছেন: হুম ভাইয়া ,ঠিক বলেছেন ।আমার এক্রোফোবিয়া আছে । উপরে গেলে ভয় পাই ,মেঘের ভেতর শ্বাসকষ্ট হয় । ৯৬ মিটার একটা ধারণা ,গুগল খুঁজে চিত্রকুটের উচ্চতা পেলাম না ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
অসহযোগী শ্বাসনালীর অলিগলি পেরিয়ে এতোদিন পরে সাতরঙা জল ছুঁয়ে দেখার ইচ্ছে হলো ? তবুও ভালো, ট্রাভেল ব্যাগে গুছিয়ে নিয়েছেন নানা রঙের শাড়ী ! এবার যদি আপনার দেখা পাওয়া যায় !!!!!
কবিতা ভালো হয়েছে । নরম , জল স্রোতস্বিনীর মতো ঝিরঝিরে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
রোদেলা বলেছেন: ওই ঝিরঝিরে জলে স্নান করবো বলেই দীর্ঘ অপেক্ষার পথ গুনছি । আছিতো আগেরি মতোন ,সময় বড় নিষ্ঠুর !
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনি এলেন।
কবিতা খুব সুন্দর হয়েছে।