![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
লেনা দেনার এই যাদুর শহরে
বড্ড বেশি ক্লান্ত লাগে আজকাল ;
কেবল ছুটে চলেছি বাড়তি ভালো থাকবার পশ্রয়ে।
কর্মের ভারে ন্যুজ্ব নয়,
এ যেন যন্ত্রের যাতাকলে
নিষ্পেষিত প্রত্যেকটি কুহূর্ত।
তারপরও তুমি পাশে থাকলে
শরত বৃষ্টি ঘুর্ণিঝড় হতো বারুদ আকাশে ;
তুমি হাত ছুঁয়ে দিলে ;
ভূমিকম্প ঘটে যেত ১০৫ মাত্রায় ।
জানি, নির্ভয়ে আঙ্গুল ভাঁজে আঙ্গুল
রাখা হবে অব্যক্ত চাওয়া।
অর্থহীন সময়ের হিসাব কষে বুঝে নিতে থাকি -
এখানেও অপচয়ের মহা উৎসব।
তবু সীমান্ত তার উপেক্ষা করার প্রচেষ্টা
অব্যাহত রাখতে চাই। ;
এখানে ধর্মান্ধদের অযাচিত পায়তারা জেনেও
আলিংগনে রাখি আশ্চর্য ভাবনা।
সাদা শাখা নয়, সিঁথির সিঁদুর নয় ;
বারো হাত ঘোমটায় আবদ্ধ থেকেও নয়,
নাম বর্ণহীন অসাম্প্রদায়িক সম্পর্কের জেদ ধরে
প্রণয় সূত্রে গেঁথে রেখেছি গোধুলির নিমগ্নতা ।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
রোদেলা বলেছেন: কবিতার ভূমিকম্প ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬
চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে কিন্তু কোবতের লগে নিচের ছবির মাঝেঝাটা কি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
রোদেলা বলেছেন: এইটারে কয় বদুব্যাস !!
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
ভাবনার ল্যাম্পোস্ট বলেছেন: “তারপরও তুমি পাশে থাকলে
শরত বৃষ্টি ঘুর্ণিঝড় হতো বারুদ আকাশ”
কবিতায় ভালো লাগা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ ভাবনার ল্যাম্পোস্ট ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
রোদেলা বলেছেন: ধন্য হলাম রাজীব নূর ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর অভিব্যক্তি।তবে ভূমিকম্পের মাত্রাটি কেমন যেন লাগলো । পাশাপাশি বেশকিছু জায়াগায় টাইপো আছে। সম্ভবত আপনি রিভিউ না দেখেই পোস্ট দিয়েছেন।
শুভকামনা জানবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
রোদেলা বলেছেন: পড়েছি, টাইপো চোখে পড়ছে না । কবিতায় কতো কী ঘটে যায় !!
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
সূর্যালোক । বলেছেন: বেশি সুন্দর । ভালো লেগেছে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
রোদেলা বলেছেন: অনেকগুলা ধন্যবাদ সূর্যালোক ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১
মিথী_মারজান বলেছেন: বাহ্!
অ-নেক সুন্দর কবিতা।
বারবার পড়ার মত সুন্দর।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৩
রোদেলা বলেছেন: খুব ভালো লাগছে এটা জেনে যে ,এটা আদৌ কবিতা হয়ে উঠেছে বোধ করি ।ধন্যবাদ মিথী_ মারজান ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
নাহিদ০৯ বলেছেন: এক কবিতায় আপনাকে ফলো করে ফেললাম। এত সুন্দর কবিতা!! যেন জীবন্ত সব লাইন!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
রোদেলা বলেছেন: জেনে ভীষন ভালো লাগছে এই লেখা আপনার পছন্দ হয়েছে ।এটি বই আকারে পাওয়া যাচ্ছে এবারের বইমেলায় ।
চায়ের কাপে অপেক্ষা
বাংলাদেশ রাইতার্স গিল্ড ,
স্টল নং ঃ ২৮৯
সোহরাওয়ার্দী উদ্যান ।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ। লিস্ট এ রাখলাম। সময় করে কিনে রিভিউ দিবো।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬
ইব্রাহীম আই কে বলেছেন: ভূমিকম্প ১০৫ মাত্রার?!