নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিক কাব্য [রাজনীতিবিদদের জন্য নহে ;);););]

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯







বাপের সপ্ন পূরণ করবো

আমাদের নেত্রী

জনগনের সপ্ন গুলো

তার কাছে ধেত্তরী।





জালাও-পোঁড়াও রাজনীতিতে

ছাত্রলীগ সর্ব সেরা

নেত্রীর বুলেট প্রুফ আঁচলে

তাদের চারপাশ ঘেরা।





রাব্বি সোনা ক্ষমা করিস

আমরা তো সাধারণ জনগণ

সোনার ছেলেদের রক্ত ক্ষুধা

মাঝে মাঝে মেটানো প্রয়োজন।





ছাত্রলীগ হায়েনা

গরু-মুরগী খায় না

মানুষের রক্ত বেশ

সোনার বাংলাদেশ।





নেতা-নেত্রীর ছায়াতলে

বেড়ে ওঠে ছানারা

রক্ত খেয়ে ঘুরে বেড়ায়

প্রশাসন চালায় কানারা।





ধর্ষনের শাস্তি

গরম শিকে বলাৎকার

এই দাবী মানতে

অমত কার?





দর্শনেও ধর্ষন

বিবেকের সাদা-কালোর

ঘর্ষন





আসুন, যুদ্ধ করি আরো একবার

লাগবে একটু সাহস ধার

ঘুমিয়ে থাকা বিবেক গুলোয়

ধাক্কা লাগুক বারেবার।

আসুন, যুদ্ধ করি আরো একবার

হিম ঠান্ডা রক্ত গুলোয়

তাপ লাগুক আরো একবার।



মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস হৈসে বালক ||

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

ফালতু বালক বলেছেন: আরে......মুন ভাই যে।

অনেক ধন্যবাদ মুন ভাই।
ভালো থাকবেন সদা।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

ফালতু বালক বলেছেন: এই +++++ প্লাসটা অনেক দিন পর পাইলাম, আপনার থেক্যা ;)

খুব ধন্যবাদ, ভালো থাকবেন কদম বাদে ;)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

দহন আহমেদ বলেছেন:


ফাটাফাটি!!!!! :P :) :)

স্যালুট আপনাকে!!!! /:) /:)

২ নং ++++++!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

ফালতু বালক বলেছেন: দহন ভাই, আপনাকেও স্যালুট, হে হে হে।

ফাটাফাটি মার্কা ধন্যবাদ ;) ;)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

দহন আহমেদ বলেছেন:

এরকম আরো চাই! বেশী বেশী চাই! /:) /:) ;) :) :)

অণুকাব্যের জয় হোক!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ফালতু বালক বলেছেন:
অনু কাব্যের জয় হোক
দহনের কাব্যে সবার চোখ ;) ;) ;) ;)


৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

গ্রাম্যবালিকা বলেছেন: বালকের পোষ্টে প্লাস দিয়েছে বালিকা। :)


বাপের স্বপ্ন ছিল
রেডিও থাকবে ঘরে ঘরে!
শেখ হাসিনা তাই
ইন্টারনেট দেয় কেমন করে!! ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, বালিকা। B-)

সব সপ্নই
দেখছিলো বাপ
জনগন সয়ে যায়
উন্নয়নের চাপ ;) ;) ;)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সর্বহারা:৭১ বলেছেন: মুই কিন্তু রাঘ কইরাছি!!!মুই কিচু কমু না!!!!!!!!! :P :P :P :P :P :Pএত হুন্দর কইরা লিহেন কেমনে???? :-P :-P :-P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

ফালতু বালক বলেছেন: হে হে, ৭১ ভাই। আমরা তো ভাই ভাই। কোনো রাগ নাই ;) ;) ;)

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সদা।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো ভালো লাগলো ভাই।
তবে এইবার কিছু স্যাটায়ার টাইপ মনে হইলো।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান ভাই।
ভালো থাকবেন সদা। শুভ কামনা অনেক।

তবে এইবার কিছু স্যাটায়ার টাইপ মনে হইলো। :(

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

বিডি আমিনুর বলেছেন: দারুন হইছে ++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আমিনুর ভাই।
শুভ কামনা অনেক।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শের শায়রী বলেছেন: এক কথায় মুগ্ধ।শুভ কামনা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ফালতু বালক বলেছেন: কি কইলেন শায়রী
আপনার কমেন্টেও আমি মুগ্ধ, মাইরি ;)

ভালো থাকবেন শের শায়রী।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

এম এস আই জুেয়ল বলেছেন: খুব সুন্দর হয়েছে।যেন বিবেকের আওয়াজ।সত্যকে এভাবেই বলে ফেলুন নির্ভয়ে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ জুয়েল ভাই।ভালো থাকবেন সদা।

সত্যকে এভাবেই বলে ফেলুন নির্ভয়ে, অবশ্যই।
পাশে থাকবেন।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: কাব্য লেখে ফালতু বালক
অমরা পড়ে যাই
জনগনের দোহাই দিয়ে
নেত্রী তোলে হাই X(

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ফালতু বালক বলেছেন: আরে খালিদ ভাই, অনেক দিন পর? আশা করি অনেক ভালো।


আপনার টা তো জব্বর হইছে, হে হে।
অনেক ভালো থাকবেন, খালিদ ভাই।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ইউসুফ খান বলেছেন: +++++
দহন আহমেদ বলেছেন: অণুকাব্যের জয় হোক!
হোক :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, ইউছুফ ভাই।
পাশে থাকবেন।

দহন আহমেদ বলেছেন: অণুকাব্যের জয় হোক!
হোক।

সহমত B-) B-) B-)

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

হাসান মুহিব বলেছেন: াব্বাশ

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

ফালতু বালক বলেছেন: হে হে...আপনারেও সাব্বাশ ফর কমেন্ট ;)

ভালো থাকবেন সদা, হাসান ভাই।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

সুখোই-৩৫ বলেছেন: যেমন বালের জনগণ তেমন তাদের নেতানেত্রী। এইদেশের মানুষ যে পরিমান খারাপ তাতে হাসিনা খালেদার চেয়ে আর ভাল কোন নেত্রী হওয়া সম্ভব না।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

ফালতু বালক বলেছেন: এতো আক্রোশ B-) B-) B-) B-)

ভালো থাকবেন সুখোই, সদা।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

একুশে২১ বলেছেন: চমৎকার

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ ২১
পাশে থাকবেন, সদা।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
+++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

ফালতু বালক বলেছেন: সপ্নবাজ মানুষের প্রো-পিকচারটা বিরহের ক্যান? ;) ;)

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সদা।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

শান্তা273 বলেছেন: দারুন!
++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ।
প্লাসের জন্য আপ্নারেও +++++ B-)

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

একজন আরমান বলেছেন:
কিরে ভাই আমি কি খারাপ কিছু বলছি কি?
মন খারাপ করেন কেন মিয়া?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

ফালতু বালক বলেছেন: আরে আরমান ভাই এইটা রাগ না অভিমান ;) ;) ;) ;) ;)

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জি আমগোরে কিছু কইলেন নাকি ??? :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

ফালতু বালক বলেছেন: ভয় পাইছি :( :(

আপনারে ভালা পাই B-) B-)

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

লোনলিফাইটার বলেছেন: ++++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, লোনলিফাইটার। ভাল থাকবেন,সদা।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

মো: আজিজ মোর্শেদ বলেছেন: +++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, মোর্শেদ ভাই।
ভালো থাকবেন, পাশে থাকবেন।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ,মাসুম ভাই। ভালো থাকবেন সদা।


আশিক মাসুম
চেহারাটা মাসুম মাসুম ;) ;) ;)

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৪

কামরুল হাসান শািহ বলেছেন: ধর্ষনের শাস্তি
গরম শিকে বলাৎকার

+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

ফালতু বালক বলেছেন: একমত X( X( X(

ধন্যবাদ, অনেক। ভালো থাকবেন।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


স্বর্ণার চাইতেও বেশী প্লাস দিলাম :দ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

ফালতু বালক বলেছেন: হাজারটা ধন্যবাদ, ব্যাং ভাই।

আপ্নারেও সর্ণার চাইতে অনেক বেশি ধন্যবাদ দিলাম। ;) ;) ;) ;)

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

রিপন শেখ বলেছেন: +++++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সদা।

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: জ্বালাময়ী অনুকাব্যে +++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ফালতু বালক বলেছেন: আপ্নাকেও জালাময়ী ধন্যবাদ।

ভালো থাকবেন মুবিন ভাই।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
পোষ্টে অনেক ভালো লাগা আর+++++++++++++++++++++++


শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন সদা, জোস্না আর আধাঁর রাতে।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.