নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

এক বোতল ক্ষোভ [ X( X( X( X( ]

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১







রক্ত জল চোখে

সতীত্ব হারানোর শোকে।



হায় পুরূষ, ধিক্কার ধিক্কার

মাথা অবনত লজ্জায়

বিকৃত জংলী খায়েশ মিটা

কুকুরের সাথে ফুল সজ্জায়।



অভিশপ্তে তুই দগ্ধ হ

তুই মানবতার বর্জ্য

চিনি গুলিয়ে খাওয়ানো হোক

তোর নিজেরই তপ্ত বীর্য।



লেজহীন জানোয়ার তুই

তোর চোখ-মুখ কালো লালসায় পূর্ণ

হাঁতুড়ি পিটাই তোর নিজস্ব যন্ত্রে

করি অনু-পরমানু সব চূর্ণ।



হে নারীকূল ক্ষমা করো, ক্ষমা করো

আমিও পুরুষ

বিবেকের লাগাম ফস্কে গেলে

থাকে না হুশ।





বিঃদ্র; শব্দ চয়ন অথবা বাক্য চয়নে কারোর খারাপ লাগলে, আমি বালক খুবই

দুঃখিত। ক্ষমা করবেন। /:)/:)/:)

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: হে নারীকূল ক্ষমা করো, ক্ষমা করো
আমিও পুরুষ
চ্রম বলছেন ব্রো :D :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ফালতু বালক বলেছেন: হে হে, অনেক ধন্যবাদ সুমন ভাই।

ভালো থাকবেন সদা, পাশে থাকবেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: পিশাচের প্রতি ঘৃণা...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

ফালতু বালক বলেছেন: সহমত X(( X(( X(( X((

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

‘নৈব চ, নৈব চ’ বলেছেন: ভালোই লাগছে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, পাশে থাকবেন, চ

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

মাক্স বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: পিশাচের প্রতি ঘৃণা..

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

ফালতু বালক বলেছেন: মাক্স ভাই, অনেক দিন পর।

এই পিচাশ গুলারে প্রকাশ্যে গুলি করে মারা উচিত X(

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

স্বপনবাজ বলেছেন: অভিশপ্তে তুই দগ্ধ হ
তুই মানবতার বর্জ্য
চিনি গুলিয়ে খাওয়ানো হোক
তোর নিজেরই তপ্ত বীর্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

ফালতু বালক বলেছেন: X(( X(( X((

অনেক ভালো থাকবেন সপ্নবাজ ভাই, জ্যোৎস্না বা আঁধার দিনে।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: +++++++++++্

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

ফালতু বালক বলেছেন: নাগরিক ভাই, খুব রকম ধন্যবাদ।
ভালো থাকবেন সদা।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

তানিয়া হাসান খান বলেছেন: চরম প্রতিবাদ..............ব্রাভো!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে অনেক দিন পর আই্যলেন।

ভালো থাকবেন আমার ভাগ্নেকে নিয়া, শুভ কামনা। ;)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: নিজেকে 'পুরুষ' হিসেবে উপস্থাপন করতে গিয়া লজ্জায় পড়তে হয় আজকাল...

হায় পুরুষ !!! হায় মানবতার বর্জ্য।

ভাল লাগলো...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

ফালতু বালক বলেছেন: আরে ফ্রাস্ট্রেটেড ভাই, আছেন কেমন ? আশা করি ভালো ।

নিজেকে 'পুরুষ' হিসেবে উপস্থাপন করতে গিয়া লজ্জায় পড়তে হয় আজকাল...
হাছা কথা :( :(

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন:

অসাধারণ প্রকাশ!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন।

আমার ব্লগে আপনার ফাস্ট কমেন্ট ;)

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

দহন আহমেদ বলেছেন:
স্যালুট ভাইজান! :) :)

আপনাকে স্যালুট!!!

অসাধারণ!!!!!

১০ নং +++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ফালতু বালক বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, দহন ভাই।
আপ্নারেও স্যালুট।

ভালো থাকবেন সদা, কাব্য কিংবা কাব্যহীন।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

একজন আরমান বলেছেন:
অসাধারণ।
ধিক আমায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান ভাই।ভালো থাকবেন সদা।

ধিক আমায়।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল ভাই আপনার কবিতা
খুব সুন্দর করে বলেছেন প্রতিবাদের কথা।
আপনার সাথে নাই আমার দ্বিমত
নির্ভয়ে প্রকাশ করছি তাই সহমত।


অসাধারণ:++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধনহারা
আপনার কমেন্টে আমি বাক্যহারা।

শুভ কামনা অনেক।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চরম লাগলো ভাই, পুরাই আগুন লেগে গেছে!! +++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ফালতু বালক বলেছেন: পথিক ভাই, খুব রকম ধন্যবাদ, ভালো থাকবেন খুব।
পাশে থাকবেন।

সবার বিবেকটাতে আগুন লাগুক X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.