![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
মস্তিষ্কে ঘুরিস তুই
সকাল সন্ধ্যা রাত
মিছে আশায় মুষ্টিবদ্ধ
জ্যোৎস্নাহীন হাত।
২
তোকে নিয়া সপ্ন ছিলো
হাজার
তুই এখন ভীনদেশী
রাজার।
৩
কদম নিয়া ম্যাইয়ারে কই
ভালোবাসি তোরে
তোকে নিয়া হাঁটতে যামু
জ্যোৎস্না ছায়ার ভোরে।
৪
ঘুম আসে না
চোখে
তোকে হারানোর
শোকে।
ক্যান দিলি
দুঃখ
মন যে এখন
রুক্ষ।
৫
ডাইনে-বামে
শুধুই তুই
ইচ্ছা করে
তোকে ছুঁই।
তুই তো এখন
অন্য কারো
আমি ছিলাম
সিরিয়ালে বারো।
৬
হাসি না- কাশি না
তোকে ভালোবাসি না
তুই ভালো রাশি না
তোর মনের চাষী না।
৭
কাঁদি আমি জ্যোৎস্না রাতে
চাঁদ থাকে পাহারায়
তোর স্মৃতি ধূসর ভীষন
থাকে মনের সাহারায়।
৮
তুই তো ভালোই আছিস
অন্যের বাহুডোরে
আমি তো আনস্মার্ট,সেকেলে
আছি তোর-ই ঘোরে।
বিঃদ্রঃ স্কুল- কলেজ জীবনে আমার আশে- পাশের বন্ধু গুলা ছিলো নারী বিবর্জিত। কিন্তু বর্তমান পেক্ষাপট আমার ভিন্ন। আমার পছন্দের কিল-ঘুঁষি,লাথি দেয়া টাইপ বন্ধু গুলা প্রায় সকলেই বিভিন্ন টাইপ আপুদের দারা আক্রান্ত। বিভিন্ন সময়ে তাদের নানাবিদ অভিযোগ, অনুযোগ, সমস্যা ইত্যাদি বিষয় গুলো আমাকে শুনতে হয়।তখন, আমি বিজ্ঞের মত মাথা নাড়াই।সমাধান দেয়ার চেষ্টা করি, যদিও সেই সমাধানটার ব্যাপারে আমি নিজেই যথেষ্ট পরিমাণে সন্দিহান থাকি। মনে মনে প্রবল প্রার্থনা করি,যেনো হিতে বিপরীত না হয়।আমার অসহায় বন্ধুগুলা খুশি হয়। জঁড়িয়ে ধরে বলে, "দোস্ত থাঙ্কু। তুই আসলেই আমার খঁটি দোস্ত।" আমি তখনো মনে মনে প্রার্থনা করতে থাকি।"আল্লাহ বাঁচাই্যয়া দিও।
বর্তমানে আমার কিছু বন্ধু বিরহ রজনী পার করতাছে।আজকের পোস্টটা তাদেরকেই উৎসর্গ করলাম।
[আপুরা বিঃদ্রঃ খানা ইগনোর করবেন]
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ সাদনান ভাই।
ভালো থাকবেন খুব।
শুভ কামনা।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ফালতু বালক গাল ফুলিয়ে মুখ বাড়িয়ে কয়
এসব কাব্য কোন মতেই আমার জন্য নয়।
আমি এত বেকুব নাকি মাইয়ার পিছে ঘুরি
কচি কালে চাইনা বলদাগুলার মত মরি!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮
ফালতু বালক বলেছেন: হে হে।
একদম কারেক্ট
খালিদ ভাই, অনেকদিন পর।
আশা করি খুব ভালো।
শুভ কামনা অনেক।
আপনের কাব্য ফাটাফাটি হইছে
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১০
বাংলার হাসান বলেছেন: তোকে নিয়া সপ্ন ছিলো
হাজার
তুই এখন ভীনদেশী
রাজার।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, হাসান ভাই ফর কমেন্ট।
ভালো থাকবেন খুব।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
চলে গেছিস
ভালো করছিস
দূরে গিয়া মর!!!!!
তুই এখন পর পর পর!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
ফালতু বালক বলেছেন: মূর্খ ভাই, আপ্নে তো জব্বর কইছেন।
হে হে হে।
তোর বিরহে চড়
তবুও মারবো তোকে চড়
[আপুরা মাফ কই্যরা দিয়েন।]
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
আশিক মাসুম বলেছেন: ভাল হইছে ,
আফসুস আপুরা বুঝলনা।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ মাছুম ভাই।
সদা থাকবেন হাসি-খুশি।
আফসুস আপুরা বুঝলনা।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৬
সমানুপাতিক বলেছেন: ফালতু বালকের ফালতু কাব্য ভাল লেগেছে ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, সমানুপাতিক।
ব্যস্তনুপাতিক যেনো না হয়
শুভ কামনা।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
রোকসানা ইসমাইল বলেছেন: ইগনোর করতে পারলাম না!!!!
"ক্যান দিলি
দুঃখ
মন যে এখন
রুক্ষ।"
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ।
ইগনোর করা উচিত ছিলো
মন যেনো কোমল হয়ে যায় অতি তাড়াতাড়ি, শুভ কামনা।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০
প্রসন্ন প্রহর. বলেছেন: "অষ্ট প্রহর যে ছিল না তোর
তার জন্য কিেসর এতো ঘোর"
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
ফালতু বালক বলেছেন: চরম কইছেন, প্রহর ভাই।
++++++ দিলাম আম্নেরে।
ভালো থাকবেন খুব।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ফালতু বালকের ফালতু কাব্য ভাল লেগেছে ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, শোভন ভাই।
ভালো থাকবেন খুব।
১০| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সেইরকম হৈসে...
চ্রম বহিঃপ্রকাশ
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
ফালতু বালক বলেছেন: আপনার বহিঃপ্রকাশও সেই রকম হইছে
ভালো থাকবেন সদা, ফ্রাস্ট্রেটেড ভাই।
১১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
একজন আরমান বলেছেন:
মস্তিষ্কে ঘুরিস তুই
সকাল সন্ধ্যা রাত
মিছে আশায় মুষ্টিবদ্ধ
জ্যোৎস্নাহীন হাত।
একটি ছ্যাকা টাইপ অনুকাব্য সমষ্টি
এইটা লেখা থাকলে আমাকে অটো- উৎসর্গ করা হয়।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
ফালতু বালক বলেছেন:
ভালো থাকবেন, আরমান ভাই।
এইটা কোনো ব্যাপার না
জ্যোৎস্না আসুক হাতে, শুভ কামনা।
১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
লুছিফার বলেছেন: XOটিল লিখসেন । +
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
ফালতু বালক বলেছেন: আপনার কমেন্টও XOটিল হইছে
ভালো থাকবেন লুছিফার ভাই।
আপনার প্রো-পিকচারটা পছন্দ হইছে।
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
লুছিফার বলেছেন: ধইন্য-যোগ।
আপনে ও ভালা থাকবেন।
আপনের প্রোফিকটা ও খ্রাপ না, তয় নামের সাথে মিলে নাই ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০
ফালতু বালক বলেছেন: হে হে, অমিল তো আছে।
শুভ কামনা খুব, লুছি ভাই।
১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
সিলেটি জামান বলেছেন: তুই তো ভালোই আছিস
অন্যের বাহুডোরে
আমি তো আনস্মার্ট,সেকেলে
আছি তোর-ই ঘোরে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
ফালতু বালক বলেছেন: আরে, জামান ভাই।
এতোদিন কই ছিলেন, মিয়া।
আশা করি অনেক ভালো।
১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: কদম নিয়া ম্যাইয়ারে কই
ভালোবাসি তোরে
তোকে নিয়া হাঁটতে যামু
জ্যোৎস্না ছায়ার ভোরে।
আমিও কই কিন্ত কন্যা শুনেও শোনেনা, বুঝেও বুঝেনা
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই, কিছু একটা মনে হয় আঁচ করতে পারতাছি
১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
মাক্স বলেছেন: পেলাচ!
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স ভাই।
ভালো থাকবেন খুব।
১৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
ফালতু বালক বলেছেন: আপ্নারে মনে না রাখলে কারে মনে রাখমু, বাঁধন ভাই ।
ভালো থাকবেন অনেক।
১৮| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার অনুকাব্য........
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ মুবিন ভাই।
ভালো থাকবেন সদা।
প্রো-পিকচারের ফটো কার?
ভাতিজার নাকি?
১৯| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১০
*কুনোব্যাঙ* বলেছেন: কবি ভাই, আঁচ করতে গেলে আবার রজ্জুতে সর্প ভ্রম হইতে পারে... তখন দেখা যাবে আমার গবেষিত বিষয়াবলী আমার উপরই আছড় করছে!!!!!!!!!
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
ফালতু বালক বলেছেন: আমার গবেষিত বিষয়াবলী আমার উপরই আছড় করছে!!!!!!!!!
করুক,করুক,আছড় করুক আরো।শুভ কামনা
হে হে, ব্যাং ভাই ভালো থাইক্যান।
২০| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আবারও কদম ফুল
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
ফালতু বালক বলেছেন: সরি
আবারো ভুল হই্যয়া গেছে
ভালো থাকবেন খুব।
২১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: @ স্বর্ণা, দুইদিন পরে আপ্নের নাম পাইল্টা কদম হইয়া যায় কিনা সেইটা এখন বিবেচ্য! যেমন, কদম খাতুন কদম আক্তার জাতীয় কিছু একটা
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩
ফালতু বালক বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল
২২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
পেন্সিল চোর বলেছেন: ঘুইরা ফিরা আইয়া পরছি আপনের ব্লগে
কি নেয়া যায় হেইডাই ভাবতাসি
আপাতত পোস্টে ৯ম ভালোলাগা দিয়ে গেলাম পরে কিছু চোখে পরলে নিয়া যামু আমি পেন্সিল চোর
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
ফালতু বালক বলেছেন: সাগতম, সাগতম।পেন্সিল চোরকে সাগতম।
কি নেয়া যায় হেইডাই ভাবতাসি
হে হে, আমিও তো ভাবতাছি কি নিবেন। গরিব মানুষ।
অনেক ধন্যবাদ, পেন্সিল চোর।
২৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: আহারে আপ্নেরে বুঝাইলাম এক্টা আপ্নে পুরা উলটা বুঝলেন!!! আমি থার্ড পাট্টির আছড়ের কথা কইলাম! :দ
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
ফালতু বালক বলেছেন: এখন তো মনে হইতাছে আসলেই উলটা বুজছি, না কি কিছুই বুজি নাই।
আমার মাথা তো মনে হয় পুরাই টিউব লাইট।
হে হে, ব্যাং ভাই ব্যাপার না
২৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: তখন দেখা যাইব কেডায় আবার কোন্দিক দিয়া আমার নিকের ব্রাশ ফায়ার করতেছে
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
ফালতু বালক বলেছেন: কি কন, বালক আছে না।
তার দিকে মেশিন গান লই্যয়া খাঁরামু।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
সাদনান সারওয়াত বলেছেন: জটিল বস