নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে;););)]

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬









বলতেই পারিস

আমি ভীষন ভীতু

তোর হাতটা ধরতে

লাগলো কয়েক ঋতু।





চাইনা কোনো কিছু

ছাড়মুনা তোর পিছু

তুই তো নয় বাচ্চা

শুধু বল ভালোবাসি, আচ্ছা।





দেখিস আমায়

আঁড়চোখে

ভালোবাসাটা আর

কে রূখে?





সপ্নেও খুঁজি তোকে

তুই অন্যলোকে

জ্যোৎস্না কাটে শোকে

লবন জল চোখে।





থাকতে চাই

এক ফ্রেমে

পড়ছি আমি

তোর প্রেমে।



হোক না একটু

চা-আলাপ

গ্রহণ করিস

লাল গোলাপ।





ইনবক্সে মেসেজ দেখি

তুই নাই এখানেও

মিসকল লিস্ট দেখি

তুই নাই সেখানেও।



ভালোই থাকিস তার কাছে

যার হাত তুই ধরলি

মিছে ক'দিন কেনো তুই

এই অভিনয় করলি?





থাকিস তুই চুপচাপ

এতেই আমি ধরা

বাড়ালাম সেচ্ছায় দু'হাত

পরা হাতকড়া।





বিঃদ্রঃ এই টাইপ কাব্য পই্যরা কল্পনার রাজ্যে ভাসবেন না, বাস্তব বড়ই কঠিন।

সুখে থাকলে ভূতে কিলায়, রিমেম্বার ইট;););)

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চাইনা কোনো কিছু
ছাড়মুনা তোর পিছু
তুই তো নয় বাচ্চা
শুধু বল ভালোবাসি, আচ্ছা।
;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

ফালতু বালক বলেছেন: B-) B-) B-)

শুভ কামনা,
ভালো থাকবেন খুব।

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ফালতু বালক দেখলেই আমি পড়তে বসি কাব্য
কবি-কবি ভাব আসে মনে, হয়ে যাই কবি নব্য :D

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

ফালতু বালক বলেছেন: কবি-কবি ভাব আসে মনে, হয়ে যাই কবি নব্য।

খালিদ ভাই, প্লিজ আমার ভাত মাইরেন না ;) ;) ;)

শুভ কামনা খুব, খালিদ ভাই।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

সিয়ন খান বলেছেন: থাকতে চাই
এক ফ্রেমে
পড়ছি আমি
তোর প্রেমে।
+++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, সিয়ন ভাই ফর প্লাস B-)
পাশে থাকবেন।

পই্যরেন না ভাই, পই্যরেন না

সুখে থাকলে ভূতে কিলায়, তাই না X( X( X( X(

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

গগণজয় বলেছেন: থাকতে চাই
এক ফ্রেমে
পড়ছি আমি
তোর প্রেমে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

ফালতু বালক বলেছেন: সুখে থাকলে ভূতে কিলায়, তাই না
X( X( X(

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

একজন আরমান বলেছেন:
চাইনা কোনো কিছু
ছাড়মুনা তোর পিছু
তুই তো নয় বাচ্চা
শুধু বল ভালোবাসি, আচ্ছা।


ব্যাপক।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান ভাই।
ভালো থাকবেন ব্যাপক হারে ;)

৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

হাসান মুহিব বলেছেন: বলতেই পারিস
আমি ভীষন ভীত

বলতেই পারিস
আমি ভীষন ভীতু

বলতেই পারিস
আমি ভীষন ভীতু

বলতেই পারিস
আমি ভীষন ভীতু, আস্ত এক ভিতুর ডিম

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

ফালতু বালক বলেছেন: বলতেই পারিস
আমি ভীষন ভীতু

বলতেই পারিস
আমি ভীষন ভীতু, আস্ত এক ভিতুর ডিম

হাসান ভাই, যান আপ্নে বই্যলা ব্যাপারটা ইগনোর করলাম X(

ভালো থাকবেন খুব ;)

৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

পেন্সিল চোর বলেছেন: থাকিস তুই চুপচাপ
এতেই আমি ধরা
বাড়ালাম সেচ্ছায় দু'হাত
পরা হাতকড়া।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

ফালতু বালক বলেছেন: আজকে কিছু পাইলেন চুরি করার মত?
কয়েকটা পেন্সিল তো ছিলো, এখন দেখি তো ঐ গুলা আর নাই ;) ;) ;)


ভালো থাকবেন, পেন্সিল হাতে B-)

৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

বাংলাদেশী দালাল বলেছেন: এমনে কওন যায়না

চাইনা কোনো কিছু
ছাড়মুনা তোমার পিছু
তুমি তো নও বাচ্চা
শুধু বলো ভালোবাসি, আচ্ছা।

মাইয়া গোরে তুই কন কা। এ্যা।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

ফালতু বালক বলেছেন: দালাল ভাই, শেষ পর্যন্ত মাই্যয়া গো দালালী করলেন X(

হে হে ।দুষ্টামী করছি।

ভাইগো, পছন্দের কাউকে তুই বলাটা আমিও পছন্দ করি না।
শোনাটাও কেমন যেনো বিব্রতীকর।
আর এই গুলা তো অনুকাব্য। কাব্যে তুই শব্দটা ইউজ করতেই আমি বেশি সাচ্ছন্দবোধ করি, আবেগের একটা ব্যাপার আছে না B-) B-) B-)

ভালো থাকবেন দালাল ভাই।
শুভ কামনা।

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মো: আতিকুর রহমান বলেছেন: ভালা লাগচে ++++++

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ফালতু বালক বলেছেন: আতিক ভাই, আপ্নারে একগুচ্ছ ধই্যনা পাতা। ;)
ভালো থাকবেন খুব।

১০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
কিরে ভাই খালি ;) মারেন ক্যান ? /:) /:) ;)

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ফালতু বালক বলেছেন: কই মারলাম? :(
আপ্নে আমার বড় ভাই না, মারমু ক্যা, বেয়াদবি হইবো না ;)

১১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

শান্তা273 বলেছেন: চাইনা কোনো কিছু
ছাড়মুনা তোর পিছু
তুই তো নয় বাচ্চা
শুধু বল ভালোবাসি, আচ্ছা।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ফালতু বালক বলেছেন: B-) B-) B-) B-)

ভালো থাকবেন খুব।

১২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

জাকারিয়া মুবিন বলেছেন: কথা এক্কেরে সইত‍্য। সুখে থাকলে ভূতে কিলায়। ;) :)

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ফালতু বালক বলেছেন: B-) B-) B-) B-)
রাইট.।.।

মুবিন ভাই, থাইক্যান সদা ভালো।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

আশিক মাসুম বলেছেন: ভাল পেলুম।

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ আশিক ভাই, ভালো থাকবেন।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

মাক্স বলেছেন: অনেকদিন পর ফালতু কাব্য পড়লাম বোধহয় ;)

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

ফালতু বালক বলেছেন: হে হে, আমারো তো মনে হয়। ;) ;)

শুভ কামনা, মাক্স ভাই।
ভালো থাইকেন।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

টুনটুনি সুখি বলেছেন: :P :P

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

ফালতু বালক বলেছেন: B-) B-) B-)

১৬| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: খুব মজার!! :)

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ফালতু বালক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন, সদা।

আগাম ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.