![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
তোর হাসিতে দুঃখগুলো
মুছে যেত নিমিষেই
তবুও কেন আঘাত দিলি
রিদয় ঘরে নীল বীষেই।
২
তোর দেয়া মনের ক্ষত
হই্যয়া গেছে repair
বর্তমানে আরেক ম্যাইয়ার সাথে
চলতাছে খুব পেয়ার।
৩
মনের দুয়ার খুলে না'কো
মৃদু বাতাসে
আচমকা ঝড় আসে না'কো
আকাশ বড় ফ্যাকাসে।
৪
ধূসর আকাশে উড়ে না
লাল-নীল প্রজাপতি
অগোছালো ছেলেটা
খুজেঁ না লাভ- ক্ষতি।
৫
বৃষ্টি ফোঁটায়
আসুক জ্বর
তুই করেছিস
মনে ভর ।
কাছে এসে
হাতটা ধর
ভালবাসি বললেই
কেন মারিস চড়?
৬
দেই যদি
আগুনে ঝাঁপ
খাবি কি তুই আমার সাথে
চা এক কাপ ?
তোকে নিয়ে মাখবো গায়ে
প্রবল জ্যোত্স্নাতাপ
তোকে ইগনোর করা
পাপ, মহা পাপ।
সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, বাসায় দাওয়াত
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
ফালতু বালক বলেছেন: পরিবেশ ভাই, কন কি :!>
আমিতো এখনো বালক
ঈদ শুভেচ্ছা, আগাম।
ভালো থাকবেন পরিবেশ ভাই, খুব।
২| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
টুম্পা মনি বলেছেন: এক্কেবারে ফালতু
হয় নি।
ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১
ফালতু বালক বলেছেন: কিছুটা তো হইছে
ধন্যবাদ,অনেক।
শুভ কামনা, খুব।
ঈদ মোবারক আপনাকেও, আগাম।
৩| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, নাইস।
ঈদের অনেক শুভেচ্ছা ||
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
ফালতু বালক বলেছেন: মুন ভাই, আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন খুব।
আগাম ঈদের শুভেচ্ছা, সালামি রেডি রাইখেন
৪| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
টুম্পা মনি বলেছেন: কিছুটা না। অনেক ভালো হইসে।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০
ফালতু বালক বলেছেন: আমি বলছিলাম, কিছুটা হয়তো ফালতু হইছে।
যাক, অবশেষে আপনি যেহেতু বলছেন অনেক ভালো হইছে আপনাকেও অনেক ধন্যবাদ সাথে অনেক খানি ঈদ মোবারক
৫| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
সালাম দেয়ার খবর নাই, আবার সালামি চায়।হেহ, বসে আসি সালামি দেয়ার জন্য ।
আগে খেয়াল করি নাই, ভাবি ছাবকেও ঈদ মুবারাক ||
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
ফালতু বালক বলেছেন: দাঁড়ান, আসতাছি মন মত সালামি না পাইলে পা ছাঁড়মু না।
মুন ভাই কি কইলেন, ভাবি সাব. :#> ..........এখনো তো নাক টিপলে.............
৬| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: কাব্য লেখে ফালতু বালক
আমরা সবাই কমেন্ট চালক
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ফালতু বালক বলেছেন: খালিদ ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
আশা করি ভালোই আছেন।অনেকদিন পর..................।
৭| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঈদ মুবারক প্রিয় ফালতু বালক!!!
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ফালতু বালক বলেছেন: আগাম ঈদ মোবারক আপনাকেও খালিদ ভাই।
ভালো থাকবেন অনেক।
আমার ঈদ সেলামীটা আলাদা কইরা রাইখেন
৮| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
বটবৃক্ষ~ বলেছেন:
মহাপাপ কইরেন্না
আগুনে ঝাপ দিয়েন্না!
মাইয়ার হাত ধইরা!
বালুবাসি ফেলান বইলা.....
মেলাদিন পর কাব্য লিখলেন ভাইয়া!!
প্লিজ আরো চাই!!!!!!!!!! ৫ম ++++++++
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
ফালতু বালক বলেছেন: আপু লজ্জা পাইলাম, খুব :#>
অনেক ধন্যবাদ, আপু।
শুভ কামনা আপনার প্রতি খুব।
চেষ্টা করবো।
ঈদ মোবারক, আগাম।
সেলামী পাওনা রইলো
৯| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
পেন্সিল চোর বলেছেন: জোস!!!!! ৪নাম্বারটা আমার সাথে মিল পাইলাম।
৫ম ভালো লাগা ফালতু বালককে পেন্সিল চোরের থিক্কা।
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
ফালতু বালক বলেছেন: ৪নাম্বারটা আমার সাথে মিল পাইলাম
আপনে আর আমি তো তাহলে একই ক্যাটাগরির, আহেন হাত মিলাই
অনেক ধন্যবাদ পেনসিল ভাই।
ঈদ আপনার কাটুক ভেজালমুক্ত
১০| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো সুবোধ বালক
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭
ফালতু বালক বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসলেন সোনাবীজ ভাই।
খুশি হইছি খুব।
আপনার ভালো লাগছে জেনে ভালো লাগলো।
ভালো থাকবেন সদা, ঈদ মোবারক।
১১| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ছবিটা তো ভালাই.........
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
ফালতু বালক বলেছেন: অনুকাব্য গুলা?
ভালো থাকবেন বর্ষণ ভাই।
ঈদ মোবারক, আগাম।
১২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি যাবার জন্য
তার ছিল এক হাতি
হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে
শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী করতো জানো?
ঝালমুড়ি আর মাঠা খেতো
আর সে খেতো পানও
যখন হতো ফেরার পালা
ফিরতো চড়ে হাতি
বউয়ের কোলে দাদু, এবং
দাদুর কোলে নাতি
বহুদিন পর এসে এটা দিয়ে ও নিয়ে গেলুম
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
ফালতু বালক বলেছেন: আপনার প্রতি সদাই আমার কৃতগতা। আমার ব্লগ লাইফের শুরূ থেকেই আপনার উতসাহ টাইপ কমেন্ট গুলো আমাকে সব সময়ই আনন্দ দিয়েছে।এই স্নেহ টুকু সর্বদাই থাকুক।
আপনাকে নিয়া কোনো কাব্য লেখার সাহস আমার নাই
সব সময় ভালো থাকবেন, সোনাবীজ ভাই।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
ফালতু বালক বলেছেন: কান্ডারী ভাই, আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা।
সরি, ঈদ মোবারক আগে না জানানোর জন্য
আমার সালামী কই?
ভালো থাকবেন সদা।
১৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক ভাইজান
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
ফালতু বালক বলেছেন: ঈদ মোবারক পরে ছোট ভাইরে আগে সেলামী দেন।
নো ফাঁকিবাজি
১৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১২
*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন পর বালক কবির অনুকাব্য পেলাম। ঈদ মোবারক।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
ফালতু বালক বলেছেন: হ, অনেকদিন পরই অনুকাব্য পোস্ট করছি ব্যাং ভাই।
পরীক্ষাকেন্দ্রিক জটিলতায় পিষ্ট ছিলাম
ভালো থাকবেন অনেক। ঈদ পরবর্তী শুভেচ্ছা খুব।
১৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
একজন আরমান বলেছেন:
এখন বার ছোট হয়া গেলেন ক্যামনে?
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
ফালতু বালক বলেছেন: আপনে পড়ালেখা শেষ কইরা চাকরী করতাছেন, আর আমি এখনো পড়তাছি, কবে বের হমু নিজেই স্পষ্ট কইরা কইরা কইতে পারি না।
আমি ছোট না কি
সালামি দেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: বাসায় দাওয়াত
কি কোন ভাবি ছাব ঈয়ে মানে রাধবে কে
ঈদ শুভেচ্ছা