![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
সপ্ন ঘুড়ির নাটাই সুতা
দিলাম হাতে তোর
তুই-ই আমার জ্যোৎস্না আকাশ
মেঘলা দিনের ঘোর।
২
নীল আকাশের নীল পরী তুই
নীলের মাঝেই ছুঁই
তোর হাসিতেই হাসে সকল
শিউলী গোলাপ জুঁই।
৩
মেয়েটা হাসলে
টোল পড়ে না গালে
আমি বন্দি
মেয়েটার মায়ার জালে।
৪
বৃষ্টি যদি ভালো লাগে তোর
মেঘ গুলো সব কাঁদুক
দূর আকাশের চাঁদটাও তোর
ঠোঁট দু'টো তোর হাসুক।
৫
আমার হাতের নীলপদ্ম
দিলাম তোকে সব
চল না দু'জন মিলে
খাই ফুসকা-আলুর চপ।
৬
বৃষ্টি ভেজা শহরে
আকাশ মেঘের বহরে
মিশে থাকিস তুই একা
চোখ মেললেও যায়না তোকে দেখা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ রাতুল ভাই। আপনি অনেক দিন পর আসলেন আমার ব্লগে।খুশি হইছি খুব।
সবার গালে তো টোল পড়ে না
ভালো থাকবেন সদা।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১
তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর কাব্য.। ফালতু বালকের সুন্দর কাব্য,.। অভিনন্দন
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন সদা।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮
মাহবু১৫৪ বলেছেন: সুন্দর হয়েছে
+++++
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, খুব ফর প্লাস
ভালো থাকবেন সদা।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩০
ফালতু বালক বলেছেন: কাল্পনিক ভাই, অনেক ধন্যবাদ।
ঈদ মুবারক
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর লাগলো
১ম ভাললাগা।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
ফালতু বালক বলেছেন: শোভন ভাই, আমাকে কিছু একটা জানানোর কথা ছিলো, জানান নাই
খুব ধন্যবাদ।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে ||
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
ফালতু বালক বলেছেন: মুন ভাই, ঈদ মুবারক সরি, গরু মুবারক
ধন্যবাদ খুব।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ছড়া +++++++++++ রইল।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫
ফালতু বালক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ, কান্ডারী ভাই।
ভালো থাকবেন খুব।ঈদ মুবারক।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অণুকাব্যগুলো। মোটেও ফালতু না।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭
ফালতু বালক বলেছেন: আপনি যেহেতু কমেন্ট করছেন, আসলেই তাহলে ফালতু হয় নাই
ঈদ মুবারক, হাসান ভাই।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
এহসান সাবির বলেছেন: ভালোই লাগলো। ++
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, সাবির ভাই।
ভালো থাকবেন সদা, গরু মুবারক
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১
রাতুল_শাহ বলেছেন: দারুণ ছন্দ......।
বেশ উপভোগ করলাম।
মেয়েটা হাসলে
টোল পড়ে না গালে
গালে টোল মেয়েদের তো ভাল লাগার কথা।